বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এসএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবির অধীনে এসএসসি প্রোগ্রামে ২০২৩-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর ওপেন স্কুল দ্বারা পরিচালিত এসএসসি প্রোগ্রামের আওতায় মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখায় ২০২৩-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া সম্পুর্ন অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এসএসসি ভর্তির যোগ্যতা ও ভর্তি বিজ্ঞপ্তি

জেএসসি/অষ্টম শ্রেণি/সমমানের পরীক্ষায় পাস করতে হবে। ভর্তির আবেদন ০১ জুলাই থেকে শুরু হয়ে ১৪ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত চলবে। অরিয়েন্টেশন ক্লাস শুরু হবে ০৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে।

আবেদন শুরু  ০১ জুলাই ২০২৩ তারিখে 
ভর্তি আবেদন শেষ ১৪ আগস্ট ২০২৩ তারিখে
অরিয়েন্টেশন ক্লাস ০৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে
ভর্তির যোগ্যতা জেএসসি/সমমান 
ছাত্র ছাত্রী উভয় আবেদন করতে পারবেন
আবেদন ফি  ১০০ টাকা 
রেজিস্ট্রেশন ফি ১৫০ টাকা
এসএসসি কোর্স ৩৬৭৫ টাকা
মোট ভর্তি ফি ৪৬৯৫ টাকা
আবেদনের লিংক https://osapsnew.bou.ac.bd

 

বাউবি ওপেন স্কুল এসএসসি অনলাইন ভর্তির জন্য আবেদন পক্রিয়া

  1. বাউবি ওপেন স্কুল এসএসসি অনলাইন ভর্তির জন্য আবেদন পক্রিয়া শুরু করতে হলে আপনাকে ইন্টারনেট সংবলিত একটি ল্যাপটপ বা কম্পিউটার দরকার পড়বে।
  2. এরপর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি ভর্তির অফিশিয়াল সাইটে প্রবেশ করুন। বাউবি এসএসসি ভর্তি আবেদনের অফিশিয়াল সাইটঃ https://osapsnew.bou.ac.bd
  3. এরপর নিচের লাল মার্ক করা ওপেন স্কুল (ওএস) Open School (OS) এ ক্লিক করুন।

1 OSAPS Bangladesh Open University osapsnew bou ac bd
visa.kfplanet.com

4.Open School (OS)এ ক্লিক করার পর লার্নারস গাইড,ভিউ ডিটেইল আর এপ্লাই নাও বাটন দেখতে পারবেন। সরাসরি ভর্তির আবেদন করার জন্য Apply Now বাটনে ক্লিক করুন।

2 OSAPS SSC osapsnew bou ac bd

5. Apply now তে ক্লিক করার পর সরাসরি আবেদন ফর্ম দেখতে পারবেন। ০৩ স্টেপে আবেদন পক্রিয়া সম্পন্ন করতে হবে।

6.রিজিনিওনাল থেকে আপনার কাছের রিজিনিওনাল সেন্টার সিলেক্ট করুন।

7.এরপর সেই রিজিনিওনাল এর অধীনে সাব রিজিনিওনাল সেন্টার সিলেক্ট করুন।

8. সাব রিজিনিওনাল সেন্টারের অধীনে স্টাডি সেন্টার সিলেক্ট করুন।

9. যে গ্রুপে পড়তে যাচ্ছেন সেটা সিলেক্ট করুন। এরপর সব ঠিক থাকলে নেক্সট বাটনে ক্লিক করুন।

3 OSAPS SSC osapsnew bou ac bd

10. জেনারেল ইনফরমেশ্ন ধাপ শেষ হলো। এরপর নেক্সট এ ক্লিক করে পার্সোনাল ইনফরমেশনে প্রবেশ করুন।

11. পার্সোনাল ইনফরমেশন যথাযথভাবে পূরণ করে ৩০০*৩০০ পিক্সেলের ছবি আপলোড করুন।

12. এরপর নেক্সট বাটনে ক্লিক করে একাডেমিক ইনফরমেশনে প্রবেশ করুন।

13. একাডেমিক ইনফরমেশনে আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য দিন। এরপর সঠিকভাবে সকল তথ্য চেক করে নেক্সট বাটনে ক্লিক করুন।

14.সঠিকভাবে পূরণ শেষে মোবাইল নাম্বারে একটি ইউজার ও পাসওয়ার্ড পাঠানো হবে।

15. এরপর আবেদন ফি দিতে হবে। Proceeded to payment বাটনে ক্লিক করার পর আবেদন ফি দেয়ার মাধ্যম দেখতে পারবেন।

16.এরপর নিচে দেখুনঃ

dainik amadershomoy

Full view Circular 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com