বাউবি বিএড ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ (উন্মুক্ত বিশ্ববিদ্যালয় BEd Admission)

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এক বছর মেয়াদি ব্যাচেলর অব এডুকেশন (বিএড) প্রােগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে।  বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ও জাতীয় পত্রিকাই প্রকাশিত বিএড ভর্তি বিজ্ঞপ্তি আমাদের কেএফপ্ল্যানেট সাইটে আপডেট করা হয়েছে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর স্কুল অব এডুকেশন পরিচালিত এক বছর মেয়াদি ব্যাচেলর অব এডুকেশন (বাউবি) প্রােগ্রামের ২০২৩-২৩ (২০২৩ ব্যাচ) ভর্তির জন্য osaps.bou.edu.bd-এর মাধ্যমে শুধুমাত্র Online-এ আবেদন আহ্বান করা হচ্ছে। বাউবি বিএড ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে আমাদের পোস্টে চোখ রাখুন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা বাউবি বিএড পরীক্ষার রুটিন দেখুন 

উন্মুক্ত থেকে বিএড ভর্তির জন্য ন্যূনতম যােগ্যতাঃ অনুমােদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড ভর্তির আবেদন সংক্রান্ত তথ্যঃ

  • Online-এ ভর্তির আবেদন জমাদানের তারিখ: ০৭ আগস্ট ২০২৩ থেকে ২২ সেপ্টেম্বর ২০২৩
  • ভর্তি পরীক্ষার তারিখ ও স্থানঃ ২০ অক্টোবর সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ও বিএড প্রোগ্রামের স্টাডি সেন্টারসমূহ
  • ভর্তি পরীক্ষার স্থানঃ বিএড প্রোগ্রামের স্টাডি সেন্টারসমূহ
  • ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন: ১০০ নম্বরের বহু নির্বাচনী (MCQ)। মানবন্টন: বাংলা- ২৫, ইংরেজি- ২৫, গণিত- ২৫, সাধারণ জ্ঞান- ২৫ (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)।

বাউবি বিএড ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৩

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড ভর্তির অনলাইনে আবেদনের প্রক্রিয়া:

  1. আবেদনকারীর স্বাক্ষর (৩০০ x১০০ সাইজ) এবং সদ্য তােলা ছবি (৩০০ X ৩০০ সাইজ) স্ক্যান করুন।
  2. 01756-045166 নম্বরে ৪০০/- (চারশত) টাকা (ভর্তির আবেদন ফি)+Transaction Charge বিকাশ দিয়ে Payment করুন । বিকাশ নম্বর এবং Transaction ID সংরক্ষণ করুন।
  3. 01786-5249175 নম্বরে শিওরক্যাশ এবং DBBL-এ রকেট এর মাধ্যমেও ৬০০/- (চারশত) টাকা + Transaction Charge প্রদান করে ভর্তির আবেদন করা যাবে ।
  4. আপনার ব্রাউজারে osaps.bou.edu.bd লিখে Enter করুন।
  5. স্কুল অব এডুকেশন অর্থাৎ SOE-এর উপর ক্লিক করুন।
  6. Bachelor of Education (B.Ed)-এর উপর ক্লিক করুন।
  7. অনলাইনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন এবং User ID, Password এবং ফি সংশ্লিষ্ট মােবাইল SMS সমূহ সংরক্ষণ করুন।
  8. এক্ষেত্রে কোন সমস্যা পরিলক্ষিত হলে তা Online-এ আবেদন জমা প্রদানের পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে OSAPS Helpline অথবা পরিচালক, কম্পিউটার বিভাগ, বাউবি, গাজীপুর-১৭০৫ বরাবর অবহিত করুন।

বি. দ্র: কোন আবেদনকারীর ভর্তির আবেদনে প্রদত্ত কোন তথ্য ভুল প্রমাণিত হলে তার আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

bou
visa.kfplanet.com

সকল বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এম বি এ ভর্তি বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন, মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি। 

সকল সরকারি ও বেসরকারি , ফ্রি ও পেইড প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখানে। 

 

22 thoughts on “বাউবি বিএড ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ (উন্মুক্ত বিশ্ববিদ্যালয় BEd Admission)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com