বাংলাদেশের একমাত্র সরকারি প্রতিষ্ঠান বিআরটিসি ড্রাইভিং সেন্টার জোয়ারসাহারা ট্রেনিং সেন্টারে বিভিন্ন ধরনের ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সে নির্ধারিত ফরমে আবেদন পত্র আহ্বান করা হচ্ছে।
বিআরটিসি সরকারি ড্রাইভিং প্রশিক্ষণ সার্কুলার 2023
কোর্সের নামঃ One Stop Service (প্রশিক্ষণ ও লাইসেন্স)
স্থানঃ বিআরটিসি জোয়ারসাহারা বাস ডিপো ও ট্রেনিং সেন্টার
ঠিকানাঃ খিলক্ষেত, ঢাকা-১২২৯
কোর্সের নাম | মেয়াদ | কোর্স ফি |
বেসিক ড্রাইভিং (হালকা) | ০৪ সপ্তাহ | ৬,০০০/- টাকা |
আপ গ্রেডিং (হালকা) | ০২ সপ্তাহ | ৩,৫০০/- টাকা |
ওরিয়েন্টেশন | ০১ সপ্তাহ | ১,০০০/- টাকা |
শর্তাবলী,আবেদনের নিয়ম ও অন্যান্য তথ্যঃ র
- কোর্স সফলভাবে শেষ করার পর ড্রাইভিং কম্পিটেন্সি বোর্ড কর্তৃক জোয়ারসাহারা ট্রেনিংসেন্টারেই টেষ্ট নেয়া হয়।
- ডিজিটাল ক্লাস রুমে ট্রাফিক রুলস,সাইন সিগন্যাল ও গাড়ীর রক্ষনাবেক্ষন সম্পর্কিত তাত্ত্বিক ক্লাস নেয়া হয়।
- বিআরটিএ কর্তৃক ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষন দেওয়া হয়।
- মহিলা ও চাকুজীবিদের জন্য সাপ্তাহিক ছুটির দিন এবং সকাল ৭.০০ ঘটিকা হতে প্রশিক্ষনের ব্যবস্থা আছে।
- এখানে ম্যানুয়াল গিয়ার, অটোগিয়ার, লেফটহ্যান্ড ষ্টেয়ারিং, জীপকার ও পিকআপ ট্রাক ইত্যাদি গাড়ী চালানো প্রশিক্ষন দেওয়া হয়।
- ভর্তির জন্য সরাসরি যোগাযোগ করুন : জোয়ারসাহারা বাস ডিপো ট্রেনিং সেন্টার,খিলক্ষেত,ঢাকা-১২২৯ বিস্তারিত জানতে ভিজিট করুন https://training-brtc.gov.bd
কোর্সের নামঃ One Stop Service (প্রশিক্ষণ ও লাইসেন্স)
স্থানঃবিআরটিসি তেজগাঁও ট্রেনিং ইনস্টিটিউট
ঠিকানাঃ তেজগাঁও,ঢাকা
এছাড়া অন্যান্য কোর্স সম্বন্ধে জানুনঃ
ভিজিট করুন https://training-brtc.gov.bd
ধন্যবাদ অপেক্ষা করছিলাম।
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।