বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি ২০২৩ বিজ্ঞপ্তি এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া আপডেট করা হয়েছে। কি কি পাচ্ছেন আমাদের এই পোস্টে ০১) স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বি এস সি ইন মেডিকেল টেকনোলজি কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি ০২) ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বি এস সি ইন মেডিকেল টেকনোলজিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি।
বি এস সি ইন মেডিকেল টেকনোলজিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি
১) স্বাস্থ্য অধিদপ্তরের ২০২৩-২০২৩ শিক্ষাবর্ষে বি এস সি ইন হেলথ টেকনোলজিতে ভর্তি
গুরুত্বপূর্ণ তথ্য ও তারিখঃ
আবেদন শুরুর তারিখঃ
আবেদনের শেষসীমাঃ
আবেদন ফিঃ ৭০০ টাকা
জিপিএঃ প্রার্থীদের এসএসসি এবং এইচএসসিতে পরীক্ষায় মোট জিপিএ ৭.০০ (৪র্থ বিষয়সহ) থাকতে হবে।
কিভাবে আবেদন করবেন?
যারা অনলাইনে ভর্তি আবেদন সম্পন্ন করতে চান তারা www.dghs.gov.bd সাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ পেমেন্টের পরে, প্রার্থী ভর্তি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। প্রতিটি প্রার্থী বিস্তারিত সিট প্ল্যান সহ একটি নিশ্চিত এসএমএস পাবেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বি এস সি ইন হেলথ টেকনোলজিতে চলমান কোর্সের নামঃ
- বি এস সি ইন হেলথ টেকনোলজি ( ল্যাবরেটরি)
- বি এস সি ইন ফিজিওথেরাপি
- বি এস সি ইন হেলথ টেকনোলজি ( রেডিওলোজি এন্ড ইমেজিং )
২) বাংলাদেশ হেলথ প্রফেশন ইনস্টিটিউট ২০২৩-২৩ ভর্তি বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বি এস সি ইন মেডিকেল টেকনোলজিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হেলথ প্রফেশন ইনস্টিটিউট। বাংলাদেশে মেডিকেল টেকনোলজিতে বি এস সি কোর্স কম দেখা যায়। এখানে ০৩ টি বি এস সি কোর্স চালু রয়েছে।
কোর্স ০৩ টি হলোঃ
- বি এস সি ইন ফিজিওথেরাপি
- বি এস সি ইন অকুপেশনাল থেরাপি
- বি এস সি ইন স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি
যোগাযোগঃ
সাইক গ্রুপ
৯৬৫, পূর্ব শেওড়াপাড়া বাসস্ট্যান্ড, পূবালী ব্যাংক সংলগ্ন, মিরপুর, ঢাকা
Phone: 01936 00 5895
saicgroupbd@gmail.com
Website: www.saicgroupbd.org
০৩) সাইক ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বি এস সি ইন মেডিকেল টেকনোলজিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাইক ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি। বাংলাদেশে মেডিকেল টেকনোলজিতে বি এস সি কোর্স কম দেখা যায়। সে ক্ষেত্রে সাইক ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। তাদের অফিসিয়াল ওয়েব সাইট ।
কারিগরি শিক্ষাবোর্ড ও স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত এবং রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ, নার্সিং ও ফার্মেসি কাউন্সিল অধিভূক্ত, সাইক গ্রুপ পরিচালিত সাইক ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি ঢাকা শিক্ষা নগরীর প্রাইভেট মেডিকেল ইনস্টিটিউট।সাইক ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজিতে মেডিকেলর উপর ৬ টি কোর্স চালু রয়েছে। তাছাড়া দুটি বি এস সি কোর্স চালু করেছে সাইক ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি ।
কোর্স দুটি হলোঃ
- বি এস সি ইন ফিজিওথেরাপি
- বি এস সি ইন হেলথ টেকনোলজি(প্যাথলজি)
যোগাযোগঃ
সাইক গ্রুপ
৯৬৫, পূর্ব শেওড়াপাড়া বাসস্ট্যান্ড, পূবালী ব্যাংক সংলগ্ন, মিরপুর, ঢাকা
Phone: 01936 00 5895
saicgroupbd@gmail.com
Website: www.saicgroupbd.org
সরকারি বি এস সি ইন ফিজিওথেরাপি বিজ্ঞপ্তী