Skip to content

বিটাক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ (বিটাক সরকারি কোর্স প্রশিক্ষণ বিজ্ঞপ্তি 2024)

    সারাদেশের মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিটাক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ হয়েছে। অষ্টম শ্রেনি পাস করলেই আপনি আবেদন করতে পারবেন। শিল্প মন্ত্রণালয় ও বিভিন্ন প্রকল্প কোর্সের ব্যয় বহন করে অর্থাৎ আপনাকে ফ্রিতেই প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করার সুযোগ দিচ্ছে বাংলাদেশ সরকার।

    পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করে এখনই আবেদন করুন

    বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

    বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)এর প্রধান কাজ দক্ষ জনশক্তি তৈরি, আমদানি বিকল্প যন্ত্র/যন্ত্রাংশ তৈরি, গবেষণা ও উন্নয়ন দ্বারা প্রযুক্তির উদ্ভাবন ও হস্তান্তর করা। বাংলাদেশে দক্ষ জনশক্তি গড়ে তুলতে বছরে কয়েকবার বিটাক ভর্তি বিজ্ঞপ্তি প্রাকাশ করে থাকে। এসব সরকারি প্রশিক্ষণ কোর্সে ভাতা বা বৃত্তি প্রদান করা হয়।

    দেশের মানুষের বড় একটি অংশ বেকার হয়ে বসে আছে, এই সব শিক্ষিত, অর্ধশিক্ষিত এমনকি অশিক্ষিত বেকারদেরও জীবনের পথ দেখাচ্ছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)। বিটাকের প্রশিক্ষণ এর মাধ্যমে অনেকে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। বিটাক ভর্তি বিজ্ঞপ্তি মাধ্যমে এই দেশের নারী ও পুরুষের বিভিন্ন প্রকার প্রশিক্ষণ দিয়ে সকলের জীবন যাত্রা পথ সুগম করছে।

    কোর্সের ফি ফ্রি
    বাস্তবায়নকারীশিল্প মন্ত্রণালয় 
    ট্রেডবিভিন্ন কারিগরি ট্রেড
    বিটাকে আবেদন করার সময়সীমা২২ এপ্রিল ২০২৪ পর্যন্ত 

    কোর্সের নামঃ ASSET প্রকল্প প্রশিক্ষণ কর্মসুচী ব্যাচ ২য় 

    কোর্সের মেয়াদঃ ৩৬০ ঘণ্টা ০৪ মাস
    প্রশিক্ষণ ফিঃ ফ্রি
    ভর্তি ফরম জমা দেয়া শুরুঃ ২৪ মার্চ ২০২৪
    ভর্তি ফরম জমা দেয়ার শেষ তারিখঃ ২২ এপ্রিল ২০২৪
    ভর্তি পরীক্ষাঃ ২৩ এপ্রিল ২০২৪
    ভর্তি পরীক্ষার ফলাফলঃ ২৪ এপ্রিল ২০২৪

     

    BITAC

    বিভিন্ন কোর্স ও এর মেয়াদ এবং কত খরচ হতে পারে সে সব বিষয় গুলি নিচে খুব সুন্দর ভাবে দেওয়া হল

     ট্রেডের নামের তালিকা  ট্রেডের আসন সংখ্যা    মোট খরচ
     মেশিনশপ    ৩০ জন     ৫০০০
    ওয়েন্ডিং    ৩০ জন     ৭৫০০
    ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স    ৩০ জন     ৮০০০
    মেশিন মেইনটেন্যান্স    ২৫ জন     ৫০০০
    ফাউন্ড্রি প্যাটার্ন মেকিং    ৫ জন     ৫০০০
    অটোমোবাইল এন্ড অটো ইলেক্ট্রিসিটি   ১০ জন     ৫০০০

    প্রশিক্ষণ সংক্রান্ত যাবতীয় সকল তথ্যাদি

    শিক্ষাগত যোগ্যতাঃ  

    • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোকেশনাল)  এসএসসি (ভোকেশনাল) টিটিসি, কারিগরি কাজের অভিজ্ঞতা সহ এসএসসি  বা সমমানের শিক্ষাগত যোগ্যতা।
    •  সরকারী, আধাসরকারী এবংব্যাক্তিমালিকাধীন প্রতিষ্ঠানের প্রাথীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিহিলযোগ্য করা হয়েছে।

    একটি তথ্যঃ ইতিপূর্বে যারা আবেদন করেছেন সে সব প্রাথীদের আবেদন করার প্রয়োজন নেই।

    লাইব্রেরী সুবিধাঃ. বিটাকে কারিগরি বিষয়ক বিভিন্ন প্রকার বই, জানল সমৃদ্ধ একটি লাইব্রেরী আছে যা প্রশিক্ষণকালে সকল প্রাথী গন সকল ধরনের বই ব্যবহার করতে পারবেন ।

    ক্লাসের সময়সূচীঃ

    সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যাতিত প্রতিদিন সকাল ৯:০০ থেকে বিকাল ৫০০০ পর্যত ক্লাস করানো হয়।

    বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) তেজগাঁও শিল্প এলাকা (ফ্রিতে ০৩ মাসের কোর্স) 

    ব্যাচ নংঃ ৯ম
    ক্লাসের সময়ঃ ৯.৩০ থেকে বিকাল ৪.০০ পর্যন্ত
    আসন সংখ্যাঃ প্রতি ট্রেডে ৩০ জন
    শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেনি পাস
    কোর্স ফিঃ ফ্রি
    বৃত্তিঃ ১৫০ টাকা হারে, প্রতিদিন

    বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) উচ্চতর কারিগরি প্রশিক্ষণ কোর্সে ভর্তি ২০২৪ 

    কোর্সের মেয়াদঃ ০৬ সপ্তাহ, ১৪ সপ্তাহ
    আবেদনের সময়সীমাঃ ১৪ মার্চ ২০২৪
    ক্লাশ শুরুঃ ১৮ মার্চ ২০২৪

    বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) সাগরিকা রোড,পাহাড়তলী চট্টগ্রাম

    বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক,সান্তাহার রোড, নিশিন্দারা,বগুড়া

    ব্যাচ নংঃ ৬ষ্ঠ
    ক্লাস শুরুঃ ০১ মার্চ ২০২৪
    আসন সংখ্যাঃ প্রতি ট্রেডে ৩০ জন
    শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেনি বা সমমান পাস
    কোর্স ফিঃ ফ্রি
    বৃত্তিঃ ৯০০০/- প্রতিদিন
    আবেদনের সময়সীমাঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৪

     

    কোর্সের নামঃ প্রোগ্রাম্যাবল লজিক কন্ট্রোলার (PLC) প্রশিক্ষণ কর্মসুচী 

    কোর্সের মেয়াদঃ ০২ সপ্তাহ (২২ জানুয়ারি-০২ ফেব্রুয়ারি ২০২৪ )
    কোর্স শুরুঃ ২২ জানুয়ারি ২০২৪
    প্রশিক্ষণ ফিঃ ৭,৫০০/-
    আসন সংখ্যাঃ ২০ জন
    ভর্তির সময়সীমাঃ ১৯ জানুয়ারি ২০২৪

    বিটাকঃ  ১৯৬২  পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত হয় কিন্তু বাংলাদেশে ১৯৭২ সালে শিল্প মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) নামকরণ করা হয়। বিটাকের প্রধান উদ্দেশ্য হল প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জন শক্তি গড়ে তোলা। শিল্প সচিবের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ দ্বারা বিটাক পরিচালিত হচ্ছে। শিল্পখাতকে কারিগরি সহায়তা প্রদানের উৎকৃষ্ট কেন্দ্রে রুপান্তর। খুচরা যন্ত্র অথবা যন্ত্রাংশ তৈরি ও মেরামতপূর্বক শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রমে গতিশীলতা আনয়ন করাও এর একটি লক্ষ্য।

    দক্ষজনশক্তি সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি দেশে কারিগরি বিভিন্ন প্রকার প্রশিক্ষণ প্রদান করে থাকে। বাংলাদেশে জনগণকে প্রশিক্ষণ দেওয়ার জন্যে বিটাকে আছে অনেক দক্ষ প্রশিক্ষক আধুনিক অনেক যন্ত্রপাতি। প্রত্যাক প্রশিক্ষণার্থীরা নিজ জ্ঞানের পাশাপাশি একটি নিদিষ্ট কাজের উপর খুব ভাল দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে। বিটাকে প্রশিক্ষিত দেওয়া কাজের উপর জনবলদের দেশে ও দেশের বাইরে অনেক চাহিদা রয়েছে।

    ফেসবুক: https:// www.facebook .com/bitachq

    ওয়েব সাইট:  www.bitac.gov.bd

    ফোন: +৮৮-০২-৮৮৭০৫৬২,
    ইমেইলঃ trainingdhaka@bitac.gov.bd

    16 thoughts on “বিটাক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ (বিটাক সরকারি কোর্স প্রশিক্ষণ বিজ্ঞপ্তি 2024)”

        1. নাহ। সার্কুলার নাই। সার্কুলার প্রকাশ পেলে আবার আবেদন করতে পারবেন।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com