বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড বিটিসিএলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ডিপ্লোমা পাসে ১০০ টি পদে বিটিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিটিসিএল বাংলাদেশের সবচেয়ে বড় টেলিযোগাযোগ কোম্পানি। ১৯৭১ সালে শুরু হওয়া এই প্রতিষ্ঠান ২০০৮ সালে শেয়ার কোম্পানি করা হয়। ঠিক তখনই বিটিসিএল নাম দেয়া হয়। বিটিসিএল বাংলাদেশের শহরাঞ্চলে ও শহরতলিতে টেলিফোন কল সেবা দিয়ে থাকে পাশাপাশি ইন্টারনেট সেবা দিয়ে থাকে।
বিটিসিএল নিয়োগ ২০২১
জব টাইপঃ | সরকারি চাকরি ফুল টাইম |
সরকারি প্রতিষ্ঠানের নামঃ | বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি (বিটিসিএল) |
মোট সংখ্যা | ১০০ টি পদে নিয়োগ |
বয়সসীমাঃ | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতাঃ | ডিপ্লোমা পাশ |
আবেদন শুরুঃ | ২৫ অক্টোবর ২০২১ |
আবেদনের শেষঃ | ২৪ নভেম্বর ২০২১ |
অফিসিয়াল ওয়েবসাইটঃ | http://btcl.gov.bd |
আবেদনের মাধ্যমঃ | ডাকযোগে |
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- পদের নাম: জুনিয়র সহকারী ম্যানেজার (কারিগরি)
- শিক্ষাগত যোগ্যতাঃ কারিগরি শিক্ষাবোর্ড স্বীকৃত কোন পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক/ মেকানিক্যাল / পাওয়ার/ কম্পিউটার/ টেলিকমিউনিকেশন/ কম্পিউটার সাইন্স এন্ড টেকনলোজি / ডাটা কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং বিষয়ে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
- বেতন স্কেল: ২২,৪০০-৫৬,৬০৪/-
- কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থানে
- আবেদন ফি: ৯০০/- টাকা

Source: Jugantor, 23 October 2021
Application Deadline: 24 November 2021
বয়সের ক্ষেত্রে শর্তঃ ২৫ মার্চ ২০২০ তারিখে প্রার্থীর ম্যাক্সিমাম বয়স ৩০ বছর হতে হবে। তবে কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। এছাড়া বিটিসিএলে বর্তমানে কর্মরত আছেন এমন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
বিটিসিএল সাইটের মাধ্যমে আবেদন করুনঃ
- প্রথমে http://btcl.gov.bd/career সাইটটি ভিজিট করুন।
- আপনার পছন্দমত পদের উপর ক্লিক করুন। তখন পিডিএফ ফাইল ডাউনলোড করতে বলবে।
- পিডিএফ ফাইলটি ওপেন করলে আবেদন পত্র দাখিল ও পরীক্ষার ফি জমানের বিস্তারিত পেয়ে যাবেন।
- নির্দেশনা মোতাবেক আবেদন করুন।
Application Related Website: www.btcl.com.bd
Apply Online: http://btcl.teletalk.com.bd
চোখ কান খোলা রাখুন, প্রতারণা সব খানে ছড়িয়ে আছে। বেশি লোভনীয় হলে সতর্ক থাকুন। ধন্যবাদ
বিটিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি, btcl নিয়োগ, btcl niog, বিটিসিএল এর নিয়োগ বিজ্ঞপ্তি, বিটিসিএল এর নিয়োগ, বিটিসিএল নিয়োগ ২০২১, btcl এর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, btcl এর নিয়োগ বিজ্ঞপ্তি,বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি, টেলিকমিউনিকেশন কোম্পানী লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির খবর,আজকের চাকরির খবর,নিয়োগ বিজ্ঞপ্তি 2021, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2021, চাকরির খবর ২০২১, সরকারি চাকরির খবর, kfplanet job circular, চাকুরীর খবর,চাকরি, চাকরি খবর, জব সার্কুলার, দৈনিক চাকরির খবর, নিয়োগ বিজ্ঞপ্তি, ajker chakrir khobor, সরকারি চাকরি