০১ ক্যাটাগরিতে ০১ জনের জন্য বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বিডিসিসিএল এ ক্যারিয়ার গড়তে চাইলে আমাদের বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড চাকরি বিজ্ঞপ্তি পোস্টটা মনোযোগ দিয়ে পড়ুন।
বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড জব সার্কুলার ছাড়াও বাংলাদেশের সকল সরকারি প্রাইভেট চাকরির সার্কুলার KFPlanet এ সবার আগে পোস্ট করা হয়। আপনার কাঙ্ক্ষিত জব সার্কুলার পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিসিট করুন আর আপনার কাছের বন্ধুদের সাথে শেয়ার করুন।
বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড চাকরির বিজ্ঞপ্তিতে ০১ ধরনের ০১ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তির কথা উল্লেখ করেছে। উল্লেখিত পদের জন্য পদভেদে বেতন গ্রেড আলোচনা সাপেক্ষে হবে। স্নাতকোত্তর,স্নাতক পাস করে থাকলে আবেদনের জন্য যোগ্য হবে।
বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (BDCCL) এর নিম্নবর্ণিত শূণ্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহব্বান করা হচ্ছেঃ
নিয়োগের শিরোনাম | বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড |
কোন মন্ত্রণালয়ের অধীনে | ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রাণলয় |
জবের ধরন | সরকারি চাকরি |
বিজ্ঞপ্তি প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২৪ |
বিজ্ঞপ্তির উৎস | জাতীয় দৈনিক পত্রিকা |
মোট পদ সংখ্যা | ০১ টি পদে |
কত ক্যাটাগরি | ০১ ক্যাটাগরির পদে |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক, স্নাতকোত্তর |
বয়সসীমা | সর্বোচ্চ ৩২ বছর |
আবেদনপত্র দেয়ার মাধ্যম | সম্পুর্ন অনলাইনে |
আবেদন ফি | -/- টাকা |
আবেদন ফি জমাদান | – |
আবেদন শুরু হবে | ২৪ জানুয়ারি ২০২৪ |
আবেদনের শেষ তারিখ | ১৫ ফেব্রুয়ারি ২০২৪ |
অনলাইনে আবেদনের লিংক | https://erecruitment.bcc.gov.bd |
অফিশিয়াল ওয়েবসাইট | http://bdccl.gov.bd |
বিডিসিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ [ সার্কুলার ইমেজ ]
Source: Ittefaq, 25 January 2024
Application Deadline: 15 February 2024
BDCCL নিয়োগের অনলাইনে আবেদনের সময়সীমা
- অনলাইনে আবেদন শুরু হবে ২৫ জানুয়ারি সকাল ১০ টা থেকে
- আবেদনপত্র জমাদান শেষ হবে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪ টার মধ্যে
বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড নিয়োগ আবেদনের পদ্ধতি ও শর্তাবলী
- ১ম থেকে ৯ম গ্রেডের বিভিন্ন পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে শিক্ষা জীবনের সকল স্তরে নূন্যতম ২য় বিভাগ/শ্রেণী/ সমমান GPA/CGPA (GPA>=2.00) এবংCGPA এর স্কেলে 4.00 এবং ) থাকতে হবে এবং ১০ম থেকে ১১তম গ্রেডের বিভিন্ন পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিকাউচ্চমাধ্যসিক/সমতুল্য পরীক্ষায় নূন্যতম ২য় বিভাগ/শ্রেণী/ সমমান থাকতে হবে।
- কোন প্রার্থী বিদেশ হতে তার অর্জিত কোন ডিগ্রীকে সমমানের বলে দাবি করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূল কপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।
- যদি কোন প্রার্থী বিদেশী নাগরিককে বিবাহ করে থাকেন অথবা বিবাহ করার জন্য অঙ্গীকারবধ্য হয়ে থাকেন, সেক্ষেত্রে তিনি আবেদন যোগ্য নন।
- সকল প্রার্থীদেরকে অনলাইনে https://erecruitment.bcc.gov.bd ওয়েব সাইটের মাধ্যমে আগামী ২১.০১.২৪ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে (বিকাল ৫:০০ ঘটিকা) আবেদন করতে হবে;
- প্রার্থীর বয়স নিয়োগ বিজ্ঞপ্তি জারীর তারিখ পর্যন্ত গণনা করা হবে। বয়স প্রমাণের জন্য এফিডেফিট গ্রহণযোগ্য নয়;
- আবেদনের সময় প্রার্থীদের ৫০০ টাকা বিকাশ্/রকেট/নগদ এর মাধ্যমে আবেদন ফি পরিশোধপূর্বক অনলাইন (বিস্তারিত অনলাইন ফর্মে পাওয়া যাবে) আবেদন করতে হবে।
- সরকারী, আধা সরকারিযস্থায়ত্তশীসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে;
- লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে এর ওয়েবসাইটে http://bdccl.gov.bd প্রকাশ করা হবে।
- মৌখিক পরীক্ষার সময় সকল মুল অথবা সাময়িক সনদ অবশ্যই দাখিল করতে হবে।
- লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
- নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ব্যক্তির পুলিশ ভেরিফিকেশন ও জাতীয় নিরাপত্তা ভেরিফিকেশন (প্রযোজ্য ক্ষেত্রে) সাপেক্ষে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে।
আপনি এই ওয়েবপেজে এসেছেন কারন নিচের বিষয়গুলি আপনার সার্চের সাথে সাদৃশ্য ছিলোঃ
বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড বিডিসিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ , বিডিসিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ , বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ , বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড নিয়োগ 2024 , Bangladesh Data Center Company Limited bdccl.gov.bd job circular 2024 , বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড বিডিসিসিএল
🔎শিক্ষা,চাকরি সহ সকল খবর সবার আগে জানতে 👍ফেসবুক পেজ📰Gᴏᴏɢʟᴇ Nᴇᴡs➣টেলিগ্রাম চ্যানেল ফলো করে রাখুন।