Skip to content

বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

  বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ পেয়েছে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশী পুরুষ মহিলা চাকরি প্রার্থী আমাদের বিমান বাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ দেখে আবেদন করতে পারেন। সাধারণত বিমান বাহিনীতে অফিসার ও বিমানসেনা এই দুটি পদ রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীতে বাফা কোর্স,এসপিএসএসসি,DE Course কোর্সের মাধ্যমে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেয়া হয়ে থাকে। তবে প্রার্থীদের নিম্নে বর্নিত নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

  বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

  বিমান বাহিনী DE Course অফিসার ক্যাডেট নিয়োগ ২০২২

  বাহিনীর নামঃ বাংলাদেশ বিমান বাহিনী
  চাকরির ধরণঃ  সরকারি ডিফেন্সে চাকরি 
  কোর্সের নামঃ DE Course, ডিই কোর্স
  পদের নামঃ অফিসার ক্যাডেট 
  শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক ও ডিভিএম পাস
  উচ্চতাঃ ৬৪ ইঞ্চি (পুরুষ) ও ৬২ ইঞ্চি (নারী)
  বুকের মাপঃ ৩২ ইঞ্চি (পুরুষ) ও ২৮ ইঞ্চি (নারী)
  বুকের প্রসারণঃ ২ ইঞ্চি হতে হবে
  পরীক্ষার ধরণঃ যাচাই (মাঠ)
  আবেদন শুরুঃ ১০ মার্চ ২০২২
  আবেদন শেষঃ ২৫ এপ্রিল ২০২২  
  সম্ভাব্য যোগদানঃ ১৬ জুলাই ২০২২
  বাহিনীর আবেদনের সাইটঃ joinairforce.baf.mil.bd

  বিমান বাহিনীর ডিই কোর্সের অফিসার পদের যোগ্যতাঃ 

   • নাগরিকত্বঃ বাংলাদেশের স্থায়ী নাগরিক
   • লিঙ্গঃ পুরুষ ও মহিলার প্রার্থি উভয় আবেদন করতে পারবেন।
   • বৈবাহিক অবস্থাঃ বিবাহিত / অবিবাহিত
   • বয়সঃ ২০ বছর হতে ৩০ বছর (০১ জুলাই ২০২২ তারিখে)
   • পুরুষ প্রার্থীদের জন্যঃ উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি
   • মহিলা প্রার্থীদের জন্যঃ উচ্চতা কমপক্ষে ৬২ ইঞ্চি  বুকের মাপ কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি
   • ওজনঃ বয়স ও উচ্চতা অনুযায়ী
   • চোখঃ দু’চোখের দৃষ্টিশক্তি ৬/৬

  বিমান বাহিনীর অফিসার পদের শিক্ষাগত যোগ্যতাঃমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পাস ও ভেটেনারি মেডিসিন DE2022A কোর্সে আবেদন করতে পারবেন। এছাড়া ও/এ লেভেলের শিক্ষার্থিরাও আবেদন করতে পারেন। বাংলাদেশ বিমান বাহিনীতে DE কোর্সের অফিসার ক্যাডেট নিয়োগ হয় নিন্মোক্ত শাখাগুলাতেঃএডমিনঃ উভয় পরীক্ষায় যেকোন শাখায় ৪.৫০

  Source: Bangladesh Pratidin, 11 March 2022

  Application Deadline: 25 April 2022


  বাফা 87 সার্কুলার 2022 

  পদের নামঃ বাফা কোর্স অফিসার ক্যাডেট
  বেতন স্কেলঃ ১০,০০০ টাকা মসিক এছাড়া পার্মানেন্ট হওয়ার পর সরকারি সকল সুযোগ সুবিধা ও আকর্ষনীয় বেতন।
  আবেদন ফি: ১,০০০ টাকা
  পরীক্ষার গ্রহণঃ নির্ধারিত তারিখে সকাল ০৮ টায়
  পরীক্ষার তারিখঃ ফেব্রুয়ারি,মার্চ, এপ্রিল,মে,জুন,জুলাই,আগস্ট, সেপ্টেম্বর ২০২২ 
  পরীক্ষার স্থানঃ বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।
  যোগদানের সম্ভাব্য তারিখঃ ০১ জানুয়ারি ২০২৩ বাফা কোর্সে বিমান বাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ ২০২২

  বাহিনীর নামঃ বাংলাদেশ বিমান বাহিনী
  চাকরির ধরণঃ  সরকারি ডিফেন্সে চাকরি 
  কোর্সের নামঃ ৮৭ বাফা কোর্স
  পদের নামঃ অফিসার ক্যাডেট 
  পরীক্ষার ধরণঃ যাচাই (মাঠ)
  আবেদন শুরুঃ ১৮ ফেব্রুয়ারি ২০২২
  আবেদন শেষঃ ০৯ সেপ্টেম্বর ২০২২  
  সম্ভাব্য যোগদানঃ ০১ জানুয়ারি ২০২৩
  বাহিনীর আবেদনের সাইটঃ joinairforce.baf.mil.bd

  বিমান বাহিনীর অফিসার পদের যোগ্যতাঃ

   • নাগরিকত্বঃ বাংলাদেশের স্থায়ী নাগরিক
   • লিঙ্গঃ পুরুষ ও মহিলার প্রার্থি উভয় আবেদন করতে পারবেন।
   • বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত
   • বয়সঃ ১৬ বছর ০৬ মাস হতে ২২ বছর(০১ জানুয়ারি ২০২৩ তারিখে )
   • পুরুষ প্রার্থীদের জন্যঃ উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি
   • মহিলা প্রার্থীদের জন্যঃ উচ্চতা কমপক্ষে ৬২ ইঞ্চি (৬৪ ইঞ্চি জিডি-পি)  বুকের মাপ কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি
   • ওজনঃ বয়স ও উচ্চতা অনুযায়ী
   • চোখঃ জিডি(পি) শাখার প্রার্থীদের জন্য দু’চোখের দৃষ্টিশক্তি ৬/৬

  বিমান বাহিনীর অফিসার পদের শিক্ষাগত যোগ্যতাঃমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পাসে ৮৭ তম BAFA কোর্সে আবেদন করতে পারবেন। এছাড়া ও/এ লেভেলের শিক্ষার্থিরাও আবেদন করতে পারেন। বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ হয় নিন্মোক্ত শাখাগুলাতে, শাখা ভেদে যোগ্যটা নিচে দেয়া হলঃ

  • জিডিপিঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখঅয় জিপিএ ৪.৫০  এবং পদার্থ ও গণিত এ নুন্যতম লেটার গ্রেড ‘এ’
  • লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি/মিটিওরজিক্যালঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫০  এবং পদার্থ ও গণিত এ নুন্যতম লেটার গ্রেড ‘এ’ (বিদ্রঃ ০১ বছর প্রশিক্ষণ শেষে নিয়োগ দেয়া
  • ফিনান্সঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫০  এবং পদার্থ ও গণিত এ নুন্যতম লেটার গ্রেড ‘এ’
  • এডমিনঃ উভয় পরীক্ষায় যেকোন শাখায় ৪.৫০

  বাংলাদেশ বিমান বাহিনী ৮৭ BAFA কোর্স-এ আবেদনের নিয়মাবলীঃ 

  • www.joinbangladeshairforcc.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • ‘Apply Now’- ক্লিক করুন ও পরবর্তী নির্দেশনা অনুরসন করুন।
  • রেজিস্ট্রেশন করে ১,০০০/- টাকা ফি দিয়ে আপনার কন্ট্রাক নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন।
  • প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ‘Login’ অপশনে যেয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করুন।
  • উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে সম্প্রতি তােলা পাসপাের্ট আকারের ১২ কপি সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত ছবি হতে হবে), শিক্ষাগত যােগ্যতার সনদ ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।

  অথবা আবেদন পত্রের মাধ্যমে

  • ব্যাংক ড্রাফট বা পে অর্ডার করতে হবে সেন্ট্রাল নন-পাবলিক, বিএএফ এর অনুকুলে।
  • এরপর সকাল ০৮ টা হতে দুপুর ০২ টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করা যাবে।

  Source: Bangladesh Pratidin, 18 February 2022Application Deadline: 09 September 2022Bangladesh Air Force DE 2022 A Course: পদের নামঃ এডমিন(পশু চিকিৎসক) 
  বেতন স্কেলঃ ১০,০০০ টাকা মসিক এছাড়া প্রশিক্ষণ শেষে সরকারি সকল সুযোগ সুবিধা ও আকর্ষনীয় বেতন।
  আবেদন ফিঃ ১,০০০ টাকা
  পরীক্ষার গ্রহণঃ নির্ধারিত তারিখে সকাল ০৮ টায়
  পরীক্ষার তারিখঃ ২৪,২৫,২৮,২৯ নভেম্বর ২০২২ 
  পরীক্ষার স্থানঃ বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।
  যোগদানের সম্ভাব্য তারিখঃ ০১ জানুয়ারি ২০২২
  ১৯৭১ সালে সূচনা হওয়া বাংলাদেশ বিমান বাহিনী বিএএফ বাংলাদেশের সংবিধান মেনে দেশের কল্যাণে নিয়োজিত থাকে বাংলার আকাশ রাখিব মুক্ত স্লোগানে।  বাংলাদেশ সশস্ত্র বিমান বাহিনীর সদর দপ্তর কুর্মিটোলা,ঢাকাতে অবস্থিত। বিমান বাহিনী দিবস ২৮ সেপ্টেম্বর পালন করা হয়। বিমান বাহিনীর প্রধান হলেন এয়ার চিফ মার্শাল।

  2 thoughts on “বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২”

  Leave a Reply

  Your email address will not be published.