Skip to content

বিসিআইসি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

    বিসিআইসি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি

    বিসিআইসি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২: ঢাকার মধ্যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এর মধ্যে  বিসিআইসি কলেজ অনেক ভাল একটি শিক্ষা প্রতিষ্ঠান। মাধ্যমিক পাশ করা অনেক শিক্ষার্থীর আশা থাকে ভাল একটি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার। সে সব শিক্ষার্থীরদের কথা মাথায় রেখে এই অনুচ্ছেদে আমরা আজ তুলে ধরব বিসিআইসি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তির সকল তথ্য আপনাদের সামনে সুন্দর ভাবে তুলে ধরব। বিসিআইসি কলেজে ভর্তি বিজ্ঞপ্তি 16 নভেম্বর 2021 সালে অনলাইনে প্রকাশ করা হয়েছে।ছাত্রীদের প্রভাতী শিফট ও ছাত্রদের দিবা শিফটজাতীয় বোটানিক্যাল গার্ভেনের পাশে অত্যন্ত মনোরম সব্জাভ পরিবেশে অবছ্থিত বিসিআইসি কলেজে ২০২১-২২ শিক্ষাবর্থে
    online এর মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম আগামী ০৮ জানুয়ারি, ২০২২ (শনিবার) হতে শুরু হবে।আপনাদের সুবিধার কথা মাথায় রেখে মূলত আমাদের আজকের এই পোস্টটি গড়ে তোলা হয়েছে। যাতে করে খুব সহজে আমাদের এখান থেকে আপনি বিসিআইসি কলেজে ভর্তি সংক্রান্ত সকল তথ্য জেনে নিতে পারেন।

    আপনি যদি বিসিআইসি কলেজে ভর্তি সার্কুলার সম্পর্কে জানতে চান, তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে ভর্তি ফরম পূরণ করতে হবে। এই কলেজে ভর্তি ফরম পূরণ অনলাইনের মাধ্যমর করা হবে। আপনাকে সঠিক সব তথ্য দিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

    বিসিআইসি কলেজে ভর্তির কিছু তথ্য

    কলেজের নামঃ বিসিআইসি কলেজ।
    EIIN নাম্বারঃ 108222
    কলেজের ধরণঃ সরকারী কলেজ।
    ভর্তি শ্রেণীঃ একাদশ শ্রেণী।
    শিফটঃ দুইটি ।
    আবেদনের মাধ্যমঃ অনলাইন।
    আবেদন শুরুঃ  ৮ ই জানুয়ারি ২০২২।
    আবেদন শেষঃ  ১৫ ই জানুয়ারি ২০২২।
    আবেদন খরচঃ ১৫০ টাকা।
    ১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশঃ ২৯/১/২০২২
    Selection নিশ্চিত এর তারিখঃ ৩০ই জানুয়ারি থেকে ৬ই ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।
    আবেদনের লিংকঃ http://xiclassadmission.gov.bd
    কলেজ ওয়েব সাইটঃ https://bciccollege.edu.bd/
    অন্য প্রতিষ্ঠান থেকে আবেদনের কোটাঃ  SQ.

    বিসিআইসি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

    GhTuIni

     

    আবেদন করার নিয়মাবলী
    =)  ভর্তি সংক্রান্ত যাবতীয় বিষয়ে শিক্ষাম্ণালয়ের ভর্তির নীতিমাপা? ২০২১-২২ অনুসরণ করা হবে।
    =) online www.xiclassadmission.gov.bdএক মাধ্যমে আবেদন করতে হবে ।

    =) আবেদন ফি ১৫০/- (একশত পঞ্চাশ টাকা)

    =) পছন্দ অনুসারে সর্ব নিম্ন  ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ  উল্লেখ করতে হবে।
    =)Online এর মাধ্যমে বিসিআইসি কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীকে EIIN-108222, ব্যবহার করে পছন্দক্রমের তালিকায়বিসিআইসি কলেজকে অবশ্যই ০১ নদ্বর পছন্দক্রমে রেখে আবেদন করতে হবে।

    =) বিসিআইসি ও বিসিআইসি নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে যারা বিসিআইসি কলেজ ব্যতীত অন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পাশ করেছে তাদেরকে SQ কোটায় আবেদন করতে হবে।

    =) SQ কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের কোটার ষঘার্থতা নিশ্চিত/সমর্থনে শিক্ষার্থীর একাডেমিক ট্াপত্রিস্টের ফটোকপি, পিতা/মাতার বিভাগীয় প্রত্যয়নপত্র ও পে-প্রিপ এর ফটোকপি ০৮ জ্ঞানুয়ারি থেকে ১৫ জানুয়ারি ২০২২ পর্যন্ত সকাল ১০.০০ঘটিকা থেকে বিকাল ০৩.০০ ঘটিকার মধ্যে অত্র কলেজের অফিস কক্ষে (কক্ষ নং- ১০০৩) অবশ্যই জমা দিতে হবে।

    =) বিসিআইসি কলেজ এর স্কুল শাখা থেকে পাশ করা শিক্ষার্থীদের ক্ষেত্রে  SQ লেখার প্রয়োজন নাই।
    =) ভর্তি সংক্রান্ত বিভিন্ পরামর্শের অন্য এবং ভর্তি ফিসহ মাসিক বেতন ও অন্যান্য যাবতীয় খরচ সংক্রান্ত
    তথ্য জন্য  https://bciccollege.edu.bd এই ওয়েব সাইট দেখতে পারেন।

    =) আগামী ০৮ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি ২০২২ পর্যন্ত সকাল ১০.০০ঘটিকা থেকে বিকাল ০৩.০০ ঘটিকার মধ্যেকলেজ অফিস কক্ষে কেক্ষ সং ১০০৩) যোগাযোগ করে জানা যাবে অথবা কলেজের ওয়েবসাইট
    (www beiccollege.edu.bd) ভিজিট করে জানা যাবে।
    * আবেদনের সময়সীমা * ০৮/০১/২০২২ব্রি- শেনিবার) হতে ১৫/০১/২০২২বরি, শনিবার) |
    * ১ম পর্ধায়ে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ * ২৯/০১/২০২২ব্ি, শনিবার, সকাল ০৮:০০ঘটিকা পর্যন্ত।

     

    বিসিআইসি কলেজে ভর্তি, কলেজ ভর্তির আবেদন,কলেজে ভর্তি আবেদ, কলেজে ভর্তি বিজ্ঞপ্তি, কলেজ ভর্তি আবেদন, একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি, বিসিআইসি কলেজে ভর্তি বিজ্ঞপ্তি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com