বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (৪৬ পদে)

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইট এবং জাতীয় পত্রিকাই প্রকাশ হয়েছে। বিসিক www.bscic.gov.bd  এর নতুন শূন্যপদের সার্কুলার, নিয়োগ পরীক্ষার সময়সূচী, প্রবেশপত্র ডাউনলোড,পরীক্ষার ফলাফল আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন। আমাদের কেএফপ্ল্যানেট সাইট থেকে আপনি সার্কুলার পিকচার ও বিস্তারিত জানতে পারবেন। প্রয়োজনে ছবি ডাউনলোড ও স্ক্রিনশট দিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক ০৯ ধরনের ৪৬ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদভেদে স্নাতক, স্নাতকোত্তর পাসে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে ০৯ আগস্ট আর শেষ হবে ৩১ আগস্ট ২০২৩ পর্যন্ত। 

অনলাইন আবেদন ফর্মটি সাবধানতার সাথে পূরণ করুন, হতে পারে সেটা স্বহস্তে লেখা, টাইপ করে লেখা বা অনলাইনে। তবে সবার আগে নিয়োগ সার্কুলারটি মনোযোগ সহকারে পড়ুন। এছাড়া চাকরি বিষয়ক যে কোন বিষয়ে প্রশ্ন করতে পারেন আমাদের পোস্টের কমেন্টে, বিশেষজ্ঞ টীম আপনার কাঙ্ক্ষিত উত্তর দিয়ে আপনার পাশে থাকবে। এবার আসুন চলমান বিসিক নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নিই।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক নিয়োগ বিজ্ঞপ্তির এক ঝলক

প্রতিষ্ঠান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক
কত ধরনের পদ ০৯ ধরনের
শূন্যপদ ৪৬ জনকে নিয়োগ দিবে
শিক্ষাগত যোগ্যতা পদভেদে স্নাতক, মাস্টার্স
অভিজ্ঞতা পদভেদে অভিজ্ঞ ও বিনা অভিজ্ঞ
বয়সসীমা ৩০,৩৫ বছর
বেতন আলোচনা সাপেক্ষে
সুযোগ সুবিধা সরকারি বেতন ভাতাসহ সকল সুবিধা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২৭ জুলাই ২০২৩
আবেদন শুরু হয়েছে ০৯ আগস্ট ২০২৩
আবেদনের শেষ সময় ৩১ আগস্ট ২০২৩
Official Website www.bscic.gov.bd
Apply Online bscic.teletalk.com.bd

বিসিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ উল্লেখিত পদসমূহ ও পদের বিস্তারিত

০১.পদের নামঃ প্রোগ্রামার ( ০১ টি পদ)
বেতন স্কেলঃ ৩৫,৫০০-৬৭,০১০/-
বেতন গ্রেডঃ ০৬
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক, স্নাতকোত্তর/সমমান
অভিজ্ঞতাঃ ০৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

০২. পদের নামঃ বৈজ্ঞানিক কর্মকর্তা (২২ টি পদ)  
বেতন স্কেলঃ ২২,০০০–৫৩,০৬০/- টাকা
জাতীয় বেতন গ্রেডঃ ০৯ তম
শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি, এমএসসি

০৩. পদের নামঃ সহকারী প্রকৌশলী (১৪ টি পদ)  
বেতন স্কেলঃ ২২,০০০–৫৩,০৬০/- টাকা
জাতীয় বেতন গ্রেডঃ ০৯ তম
শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি

০৪.পদের নামঃ ঊর্ধ্বতন সমন্বয় কর্মকর্তা (০১ টি পদ)  
বেতন স্কেলঃ ২২,০০০–৫৩,০৬০/- টাকা
জাতীয় বেতন গ্রেডঃ ০৯ তম
শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি

০৫.পদের নামঃ প্রকাশনা কর্মকর্তা (০২ টি পদ)  
বেতন স্কেলঃ ২২,০০০–৫৩,০৬০/- টাকা
জাতীয় বেতন গ্রেডঃ ০৯ তম
শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি বা মাস্টার্স

০৬. পদের নামঃ সাব কন্ট্রাক্টিং কর্মকর্তা (০২ টি পদ)  
বেতন স্কেলঃ ২২,০০০–৫৩,০৬০/- টাকা
জাতীয় বেতন গ্রেডঃ ০৯ তম
শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি বা মাস্টার্স

০৭.পদের নামঃ  ঊর্ধ্বতন ফটোগ্রাফার 
পদসংখ্যাঃ ০১ টি।
বেতন স্কেলঃ ১৬,০০০-৩৮,৬৪০/-
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক

০৮.পদের নামঃ ফটোগ্রাফার ( ০১ টি পদ)  
যোগ্যতাঃ যে কোন বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি
বেতন স্কেলঃ ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
অভিজ্ঞতাঃ সংলিষ্ট বিষয়ে প্রশিক্ষণসহ অভিজ্ঞতা

০৯.পদের নামঃ কেয়ারটেকার ( ০২ টি পদ)   
যোগ্যতাঃ যে কোন বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি
বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

Bangladesh Small and Cottage Industries Corporation (BSCIC) Job Circular 2023

bscic itt
visa.kfplanet.com

Source: Ittefaq, 28 July 2023

Application Deadline: 31 August 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com