বুয়েট মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ (বুয়েট এমএসসি,পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি)

বুয়েটে পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হতে পারেন। যারা বুয়েট মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ খুঁজছেন তাদের জন্য মুলত এই পোষ্টটি।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স সমমানের সকল আপডেট এখানেই পেয়ে যাবেন।

এপ্রিল ২০২৩ সেমিস্টাের বুয়েটের মাস্টার্স/পোস্টগ্র্যাজুয়েট/এমএসসসি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ১০ মে ২০২৩ তারিখে। আগ্রহী শিক্ষার্থী ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

বুয়েট মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

10080416015248
visa.kfplanet.com

ভিসিট করুনঃ http://pgadmission.buet.ac.bd

কে এফ প্ল্যানেট ফেসবুক পাতা 

M.Sc. Engg./M.Engg. in Information and Communication Technology (ICT):

যোগ্যতাঃ

  1. কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বা ইলেকট্রিকাল ও ইলেকট্রনিক্স প্রকৌশল বা কম্পিউটার প্রকৌশল বা কম্পিউটার বিজ্ঞান বা তথ্য প্রযুক্তিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আপনার সিজিপিএ ৪.০ এর মধ্যে কমপক্ষে ২.৫০ পেতে হবে।
  2. পদার্থবিজ্ঞান বা গণিতে চার বছরের স্নাতক ডিগ্রি প্রার্থীদের ২.৬৫ পেতে হবে।
  3. এসএসসি/এইচএসসি পরীক্ষায় ৫.০০ এর মধ্যে নূন্যতম ৩.৫০ জিপিএ থাকতে হবে। ।

বুয়েটে মাস্টার্স ভর্তি যোগ্যতা,বুয়েটে মাস্টার্স ভর্তি,বুয়েট মাস্টার্স ,বুয়েট এম এস সি,বুয়েট এম এস সি ভর্তি,বুয়েট এম এস সি বিজ্ঞপ্তি,বুয়েট এম এস সি সার্কুলার,বুয়েট মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি,মাস্টার্স ভর্তির নিয়ম,মাস্টার্সে ভর্তির যোগ্যতা,মাস্টার্স ভর্তি ২০২৩,মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি,  এমএসসি ইঞ্জিনিয়ারিং ভর্তি,এমএসসি ডিগ্রি, বুয়েটে এমএসসি

5 thoughts on “বুয়েট মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ (বুয়েট এমএসসি,পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি)

  1. I have completed my graduation in Bachelor of Architecture and now I want to start my post-graduation from BUET in this running year.what should I do?Can you please give me proper information?

  2. আমি রসায়নে অনার্স করছি, আমি কি বুয়েটে মাষ্টার্স করতে পারবো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com