Skip to content

বেসরকারি পলিটেকনিক ভর্তি ২০২২-২৩ : তালিকা,ভর্তি যোগ্যতা ও খরচ

    বেসরকারি পলিটেকনিক ভর্তি

    বেসরকারি পলিটেকনিক ভর্তি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের জন্য আবেদন শুরু হয়েছে। ভর্তি আবেদঅন অনলাইনে করতে হবে। বেসরকারি পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তি, বেসরকারি পলিটেকনিক কলেজের তালিকা, বেসরকারি পলিটেকনিক ভর্তি যোগ্যতা, বেসরকারি পলিটেকনিক পড়ার খরচ বিস্তারিত তুলে ধরা হয়েছে আমাদের সাইটে।

    স্কুল, মাদ্রাসা কিংবা ভোকেশনাল থেকে এসএসসি বা সমমানের পরীক্ষা শেষে ফলাফলের জন্য অপেক্ষা করে থাকে,এরপর ফলাফল হাতে পায় শিক্ষার্থীরা। পাসকৃত ছাত্র ছাত্রীরা অনেকেই ভাবে কোন কলেজে পড়বে, কোন বিভাগে পড়বে অথবা ভবিষ্যতে কী হওয়ার তার্গেট নিয়ে তারা কোন টাইপের শিক্ষা গ্রহণ করবে।

    পোস্টের সূচী এক পলকে দেখুন!

    বেসরকারি পলিটেকনিক ভর্তি ২০২২-২০২৩

    অনেকে ভর্তির বিষয়টি আগেভাগেই ভেবে রেখেছেন। অথবা অনেকে এখনো ভর্তি বিষয়টি নিয়ে ভাবছেন। সাধারণ কলেজ ছাড়াও সরকারি বা বেসরকারি পলিটেকনিকেও ভর্তি হতে পারেন। দেশে এখন সরকারি পলিটেকনিকের সংখ্যা ৪৯টি। বেসরকারি পলিটেকনিকের সংখ্যা ৩৮৭টিরো বেশি ।এসএসসি বা সমমান পরীক্ষায় পাসের পর আপনি এখানে ভর্তি হতে পারবেন।

    সাধারণত সরকারি পলিটেকনিক চান্স না পেলে কিংবা মনের মোট সাবজেক্ট না পেলে বেসরকারি পলিটেকনিক ভর্তি হতে চাই অনেক শিক্ষার্থী। বাংলাদেশে বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের সংখ্যা অনেক। আপনি আপনার ইচ্ছামত সাবজেক্ট চুজ করে নিতে পারেন।

    Notice 2

    বেসরকারি পলিটেকনিকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ 

    ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বেসরকারি পলিটেকনিকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ১৩ ডিসেম্বর ২০২২ তারিখে। বিজ্ঞপ্ত প্রকাশের সাথে সাথে আপনি প্রাইভেট পলিটেকনিকে ডিপ্লোমা করার জন্য আবেদন করতে পারবেন। কারিগরি বোর্ডের ডিপ্লোমা ভর্তি আবেদনের অনলাইন সাইট  btebadmission.gov.bd ব্যাবহার করে আবেদন করতে হবে।

    এসএসসি বা সমমান পরীক্ষায় পাসের পর আপনি বেসরকারি পলিটেকনিকে ভর্তি হতে পারবেন। বেসরকারি পলিটেকনিকে ভর্তি হতে চাইলে আপনাকে এসএসসি বা দাখিল বা ভোকেশনাল পরীক্ষায় কমপক্ষে ২.০০ পেতে হবে।

    শিক্ষাবর্ষ ২০২২-২০২৩
    ভর্তি কার্যক্রম শুরু ১৩ ডিসেম্বর ২০২২
    ভর্তি কার্যক্রম শেষ ০৫ ফেব্রুয়ারি ২০২৩
    ক্লাস শুরু ০৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার
    কারা আবেদন করতে পারবেন SSC/সমমান সকল বোর্ড ও উন্মুক্ত

    6bb99543 420338 P 9 mr

    আবেদন পক্রিয়াঃ

    ০১। http://btebadmission.gov.bd/website ভিসিট করে নিচের মত ইন্টারফেস দেখতে পারবেন। এরপর Private Programs থেকে আপনার পছন্দের ইঞ্জিনিয়ারিং ফিল্ড সিলেক্ট করে পরবর্তী ধাপ অনুসরণ করুন।

    1 BTEB Admission System kfplanet

    ⊂⊃ সরকারি পলিটেকনিক কলেজ ভর্তি বিজ্ঞপ্তি, ভর্তির যোগ্যতা,তালিকা ও খরচ সহ ডিপ্লোমা ভর্তির যাবতীয় তথ্য জেনে নিন এখান থেকে

    বেসরকারি পলিটেকনিকে পড়ার খরচ

    সরকারি পলিটেকনিকে ৪ বছরে আপনার পড়াশোনার খরচ পড়বে মাত্র কম বেশি ৫০ হাজার টাকা। বেসরকারি পলিটেকনিকে পড়াশোনার খরচ একটু বেশি। সেখানে প্রতিষ্ঠান ও বিষয় ভেদে খরচ পড়বে আলাদা-আলাদা। সে ক্ষেত্রে ৯০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকার মতো খরচ হবে। এছাড়া গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সুবিধার জন্য বিশ্বব্যাংক ও কানাডার যৌথ উদ্যোগে বিশেষ বৃত্তির ব্যবস্থা রয়েছে। অনেক প্রতিষ্ঠান জনপ্রতি মাসিক ৮শ’ টাকা শিক্ষা বৃত্তি দিয়ে থাকে। বাংলাদেশ সরকার কর্তৃক স্থাপিত গাজীপুরে অবস্থিত শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজিতে। যার মান যে কোনো প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সমতুল্য।

    বেসরকারি পলিটেকনিকে ভর্তির যোগ্যতা

    গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সুবিধার জন্য বিশ্বব্যাংক ও কানাডার যৌথ উদ্যোগে বিশেষ বৃত্তির ব্যবস্থা।
    এসএসসি পাস করা শিক্ষার্থীরা পলিটেকনিকে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতে পারে। দেশের প্রায় প্রতিটি জেলা শহরেই এখন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট আছে, যেমন: ঢাকায় ঢাকা পলিটেকনিক, বরিশাল, চট্টগ্রাম, রংপুর পলিটেকনিক, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, কুমিল্লা পলিটেকনিক রয়েছে। দেশে এখন সরকারি পলিটেকনিক কলেজ ৪৯টি। এছাড়া বেসরকারি পলিটেকনিক কলেজও রয়েছে। এর সংখ্যা ৩৮৭টি। তবে যারা বেসরকারি পলিটেকনিক কলেজে ভর্তি হতে চাও তারা যাচাই বাছাই করে নেবে। প্রয়োজনে প্রতিষ্ঠান পরিদর্শন করে নেবে। কারণ অনেক বেসরকারি পলিটেকনিকে মানসম্মত শিক্ষাদান হয় না, সেখানে ল্যাবরেটরিসহ সব শিক্ষা উপকরণ নেই। তাই ভর্তির ক্ষেত্রে এ বিষয়গুলো যাচাই বাছাই করে নিয়ে ভর্তি হবে।

     পলিটেকনিকে যে বিষয়ে পড়ানো হয়

    যে বিষয়গুলো পড়ার সুযোগ রয়েছে সরকারি এবং বেসরকারি পলিটেকনি্কে শিক্ষা শেষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ রয়েছে। চার বছর যে বিষয়ে পড়ানো হয় সেগুলো হলো আর্কিটেকটর এ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, কনস্ট্রাকশন, আর্কিটেকচার, সিভিল, কম্পিউটার, গার্মেন্টস ডিজাইন এ্যান্ড প্যাটার্ন মেকিং, ইনভায়রনমেন্টাল, ইন্সট্রুমেন্টাল এ্যান্ড প্রসেস কন্ট্রোল, মেকাট্রনিক্স, মাইনিং এ্যান্ড মাইন সার্ভে, টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ফুড, মেকানিক্যাল, পাওয়ার, রেফ্রিজারেশন এ্যান্ড এয়ার কন্ডিশনিং, সিরামিক, গ্লাস, সার্ভেয়িং, মেরিন, শিপবিল্ডিং, এ্যারোস্পেস, অটোমোবাইল, কেমিক্যাল, সিভিল, ডাটা টেলিকমিউনিকেশন এ্যান্ড নেটওয়ার্কিং, কম্পিউটার সাইন্স, ইলেকট্রোমেডিকেল, প্রিন্টিং, গ্রাফিক ডিজাইন।
    কোথায় পড়বেন: কারিগরি শিক্ষায় ক্যারিয়ার গড়তে চাইলে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পলিটেকনিক ইন্সটিটিউটে ৪ বছরমেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে আপনি পড়াশোনা করতে পারবেন।

    বেসরকারি পলিটেকনিক কলেজের তালিকা

    আমাদের দেশে ৪৯টি সরকারি ও সাড়ে ছয় হাজারেরও অধিক বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের অধীনে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করানো হয়। দেশের সেরা বেসরকারি পলিটেকনিক এর লিস্ট

    1 A V A S Polytechnic Institute (এ ভি এ এস পলিটেকনিক ইন্সটিটিউট)
    2 Aero Technical Institute of Bangladesh (এরো টেকনিক্যাল ইন্সটিটিউট অফ বাংলাদেশ)
    3 Agriculture Diploma Institute (এগ্রিকালচার ডিপ্লোমা ইন্সটিটিউট)
    4 Alfah Polytechnic Institute (আলফাহ পলিটেকনিক ইন্সটিটিউট)
    5 Alhaj Mokbul Hossain Degree College (আলহাজ মকবুল হোসাইন ডিগ্রি কলেজ)
    6 Alif Science & technical School (আলিফ সাইন্স এন্ড টেকনিক্যাল স্কুল)
    7 ALPHA Institute of Science & Technology(আলফা ইন্সটিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি )
    8 AMDA Institute of Engineering & Technology (আমদা ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি)
    9 Anwar Polytechnic Institute (আনোয়ার পলিটেকনিক ইন্সটিটিউট)
    10 Aunthentic Institute of Science & Technology (অন্থেন্টিক ইন্সটিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি )
    11 B.S Polytechnic Institute (বি এস পলিটেকনিক ইন্সটিটিউট)
    12 Badiul Alam Science & Polytechnic Institute (বদিউল আলম সাইন্স এন্ড পলিটেকনিক ইন্সটিটিউট )
    13 Baghmara Polytechnic Institute (বাঘমারা পলিটেকনিক ইন্সটিটিউট)
    14 Bailey Bridge Private Agriculture & Polytechnic Institute (বেইলি ব্রিজ প্রাইভেট এগ্রিকালচার এন্ড পলিটেকনিক ইন্সটিটিউট)
    15 Balrampur Ideal College (বলরামপুর আইডিয়াল কলেজ)
    16 Bangladesh Computer & Management Institute (বাংলাদেশ কম্পিউটার এন্ড ম্যানেজমেন্ট ইন্সটিটিউট)
    17 Bangladesh Computer and Management College (BCMC) (বাংলাদেশ কম্পিউটার এন্ড ম্যানেজমেন্ট কলেজ)
    18 Bangladesh Institute of Information Technology (BIIT) (বাংলাদেশ ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি )
    19 Bangladesh Institute of Management Studies (বাংলাদেশ ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ)
    20 Bangladesh Polytechnic Institute (বাংলাদেশ পলিটেকনিক ইন্সটিটিউট)
    21 Bangladesh Technical College (বাংলাদেশ টেকনিক্যাল কলেজ)
    22 Bangladesh Textile Engineering College (বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ)
    23 Barisal Ideal Polytechnic Institute (বরিশাল আইডিয়াল পলিটেকনিক ইন্সটিটিউট)
    24 Barisal Institute of Information Technology ( বরিশাল ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি)
    25 Barisal Technocrates Polytechnic Institute (বরিশাল টেকনক্রেটস পলিটেকনিক ইন্সটিটিউট)
    26 BCMC College of Engineering & Technology (বিসিএমসি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি)
    27 Begum Fazilatunnesa Polytechnic Institute (বেগম ফজিলাতুন্নেসা পলিটেকনিক ইন্সটিটিউট)
    28 Bhola Sadar Polytechnic Institute (ভোলা সদর পলিটেকনিক ইন্সটিটিউট)
    29 Bogra Oas MP Polytechnic Institute (বগুরা অয়াস এম পি পলিটেকনিক ইন্সটিটিউট)
    30 Bolidapara Polytechnic Institute (বলিদাপুর পলিটেকনিক ইন্সটিটিউট)
    31 Brahmaputra Polytechnic Institute (ব্রহ্মপুত্র পলিটেকনিক ইন্সটিটিউট)
    32 British American Technology & Management Institute (ব্রিটিশ অ্যামেরিকান টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট ইন্সটিটিউট)
    33 CCN Polytechnic Institute (সি সি এন পলিটেকনিক ইন্সটিটিউট)
    34 Centre for Computer Studies (সেন্টার ফর কম্পিউটার স্টাডিজ)
    35 Certre for Technology Transfer (সেন্টার ফর টেকনোলজি ট্রান্সফার )
    36 Chandpur Engineering Institute (চাঁদপুর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট)
    37 Chatmohar Polytechnic Engineering College (চাটমোহর পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজ)
    38 Chuadanga Polytechnic Institute (চুয়াডাঙ্গা পলিটেকনিক ইন্সটিটিউট)
    39 City Polytechnic & Textile Institute (সিটি পলিটেকনিক এন্ড টেক্সটাইল ইন্সটিটিউট)
    40 City Polytechnic Institute Khulna (সিটি পলিটেকনিক ইন্সটিটিউট, খুলনা)
    41 City Textile Engineering Institute (সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট)
    42 Comilla Private Polytechnic Institute (কুমিল্লা প্রাইভেট পলিটেকনিক ইন্সটিটিউট)
    43 Compact Polytechnic Institute (কম্প্যাক্ট পলিটেকনিক ইন্সটিটিউট)
    44 Computer Science & Business Studies Institute (কম্পিউটার সাইন্স এন্ড বিজনেস স্টাডিজ ইন্সটিটিউট)
    45 Computer Science & Engineering College (কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজ)
    46 Cox’s bazar Model Polytechnic Institute (কক্সবাজার মডেল পলিটেকনিক ইন্সটিটিউট)
    47 Cybertech Polytechnic Institute (সাইবারটেক পলিটেকনিক ইন্সটিটিউট)
    48 Daffodil International Professional Training Institute (ড্যাফডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউট)
    49 Desh Polytechnic College (দেশ পলিটেকনিক কলেজ)
    50 Dhaka Engineering Institute (ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ)

     


    বেসরকারি পলিটেকনিক এর তালিকা,,বেসরকারি পলিটেকনিকের তালিকা ঢাকা,বেসরকারি পলিটেকনিকের তালিকা চট্টগ্রাম,বেসরকারি পলিটেকনিক খরচ,বেসরকারি পলিটেকনিক ভর্তি ২০২২,বেসরকারি পলিটেকনিকের তালিকা রংপুর,বেসরকারি পলিটেকনিকের তালিকা রাজশাহী,বেসরকারি পলিটেকনিক পড়ার খরচ,বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট,বেসরকারি পলিটেকনিক কলেজ,বেসরকারি পলিটেকনিক ভর্তি যোগ্যতা,nit বেসরকারি পলিটেকনিক বগুড়া,বেসরকারি পলিটেকনিক ভর্তি 2022,kfplanet.com,

    🔎 শিক্ষা,চাকরি সহ সকল খবর সবার আগে জানতে 

    KFPlanet 👍 ফেসবুক পেজে লাইক দিন   📰 Gᴏᴏɢʟᴇ Nᴇᴡs ফলো করুন ➣টেলিগ্রাম চ্যানেল ফলো করে রাখুন।

    4 thoughts on “বেসরকারি পলিটেকনিক ভর্তি ২০২২-২৩ : তালিকা,ভর্তি যোগ্যতা ও খরচ”

    1. বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট কম্পিউটার এ এখন কি ভর্তি হওয়া যাবে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com