বিএসএড কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ঃ ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন ২০২৩ ভর্তি বিজ্ঞপ্তি অতি সম্পতি প্রকাশ করেছে। সমাজ সেবা অধিদপ্তরের বিশেষ শিক্ষা কেন্দ্রের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২০২৩ শিক্ষাবর্ষে ব্যাচেলার অফ স্পেশাল এডুকেশন বিএসএড ও এস এম এড কোর্স এ ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আপনি যদি বিএসএড বা এসএমএড কোর্সে ভর্তি হতে চান তবে আমাদের ওয়েব সাইট দেখতে পারেন । আমরা এই কোর্স দুটির সকল তথ্য গুলি আপনাদের সামনে তুলে ধরব। আবেদন শুরু হয়েছে এবং চলবে আগামী ৮ই ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত। আপনাকে নিদিষ্ট দিনের মধ্যে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে একটি নিদিষ্ট ফি আপনাকে দিতে হবে আবেদন ফি মোট ৩০০ টাকা। অনলাইনে আবেদন করার সময় একাডেমিক সার্টিফিকেট অনুযায়ী সব নিভুল তথ্য দিতে হবে। আপনি বাংলাদেশের যে কোন ভর্তি তথ্য বা ভর্তির যাবতীয় সকল বিষয় আমাদের ওয়েব সাইটে পাবেন। আমরা শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সকল তথ্য সবার আগে আপডেট করে থাকি।
ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন বিএসএড কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
আপনি কি বিএসএড বা এমএসএড কোর্স ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে চান ? তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের এই অনুচ্ছেদে আপনি এই সকল কোর্সের তথ্য গুলি সাজানো দেখবেন। আমরা শিক্ষার্থীদের সকল তথ্য গুছিয়ে খুব সহজে তাদের সামনে উপস্থাপন করে থাকি ফলে যা কোন তথ্য আপনি খুব সহজে বুঝতে পারবেন। ৮ই ফেব্রুয়ারি আবেদন করার শেষ তারিখ হলেও ৯ ডিসেম্বর ২০২৩ এর মধ্যে আবেদন ফরম প্রিন্ট করে উক্ত কলেজে জমা দিতে হবে। নিচে সকল তথ্য গুলি একসাথে তুলে ধরেছি
বিএসএড বা এমএসএড ভর্তি বিজ্ঞপ্তির তথ্যঃ
কোর্সের নামঃ | বিএসএড বা এমএসএড। |
কোন বিশ্ববিদ্যালয়ের অধিনেঃ | জাতীয় বিশ্ববিদ্যালয়। |
কোর্সের মেয়াদঃ | ১ বছর। |
কলেজের নামঃ | Teacher Training college for Special Education. |
কলেজ কোডঃ | ৬৫৬৭। |
ক্লাসের সময় সুচিঃ | শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত। |
আবেদনের মাধ্যমঃ | অনলাইন। |
আবেদন শুরুঃ | ২০/১/২০২৩। |
আবেদন শেষ তারিখঃ | ৮/২/২০২৩। |
আবেদন প্রিন্ট জমাদানের শেষ তারিখঃ | ৯/১২/২০২৩। |
আবেদন ফিঃ | ৩০০ টাকা। |
ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন বিএসএড কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
কোর্সের মেয়াদঃ
- ১ (এক) বছর (জানুয়ারি/২২ হতে ডিসেম্বর/২২ পর্যন্ত) শনিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত (সকাল ৯.০০টা হতে ২.০০টা পর্যন্ত)
- শ্রেণী ক্লাস/অনলাইন ক্লাসে উপস্থিত বাধ্যতামূলক।
আবেদনের যোগ্যতাঃ
- আবেদনকারীর যোগ্যতা বি.এস.এড কোর্সে আবেদনের যোগ্যতা :বিশ্ববদ্যালয়/ইউজিসি স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ৩ বছর মেয়াদী স্নাতক বা ৪ বছর মেয়াদী স্নাতক বা সম্মান পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে সিজিপিএজিপিএ ২.২৫ শিক্ষার্থীণ আবেদন করতে পারবেন।
আবেদন ফিঃ
আবেদন ফি ৩০০/- (তিনশত) টাকা (জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ২০০/টাকা এবং কলেজের
‘অংশ-১০০/টাকা)
- ভর্তির আবেদন ফরম পূরণের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিদিষ্ট website (www.nu.edu.bd/admissions) যেয়ে Masters Professional ক্লিক করে Apply Now এখানে আবেদন করতে হবে।
- আবেদন ফরমটি প্রিন্ট করে নির্ধারিত স্থানে স্থাক্ষর করে নিদিষ্ট তারিখের মধ্যে কলেজে জমা দিতে হবে।
- প্রাথমিক আবেদন ফরম ২০/০১/২০২৩ তারিখ হতে ০৮/০২/২০২৩ তারিখ পর্যন্ত।
- প্রিন্ট করা আবেদন কপি কলেজে জমাদানের শেষ তারিখ ০৯/১২/২০২৩ তারিখ পর্যন্ত।