বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার ব্যান্সডক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আজ ২৫ নভেম্বর জাতীয় পত্রিকায়। ১৫ ধরনের ২১ পদে ব্যান্সডক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর বিস্তারিত তথ্য আমাদের KFPlanet সাইটে পাবেন।
ব্যান্সডকের কাজের মধ্যে উল্লেখযোগ্য হলো জাতীয় বৈজ্ঞানিক গবেষণা আর্কাইভ করে রাখা। বাংলাদেশে গবেষণা ও উন্নয়ন প্রকল্পে সাহায্য করা। Bangladesh National Scientific Technical Documentation Center ১৯৭২ সালে প্রতিষ্ঠা লাভ করে।
কোন মন্ত্রণালয়ের অধীনে | বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় |
সার্কুলার প্রকাশ | ২৫ নভেম্বর ২০২৩ |
আবেদন শুরু | ০১ ডিসেম্বর ২০২৩ |
আবেদনের শেষসময় | ১৫ ডিসেম্বর ২০২৩ |
মোট পদসংখ্যা | ২১ টি |
চাকরির ধরন | ফুল টাইম সরকারি |
বেতন স্কেল | ৮,২৫০-২০,০১০/- ২২,০০০-৫২,০৬০/- |
জাতীয় গ্রেড | ০৯,১৩,১৬,১৭,১৮,২০ গ্রেড |
বয়সসীমা | ১৮-৩২ বছর |
অফিশিয়াল ওয়েবসাইট | http://www.bansdoc.gov.bd |
০১) পদের নামঃ সায়েন্টিফিক অফিসার
যোগ্যতাঃ: স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি
খালি পদঃ ০১ টি
বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০/- টাকা
গ্রেডঃ ০৯
০২) পদের নামঃ একাউন্টস অফিসার (০১ টি পদ)
বেতন গ্রেড ০৯
বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০/- টাকা
যোগ্যতাঃ কে) স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি (খ) ০৫ বছরের অভিজ্ঞতা দরকার হবে।
৩.পদের নামঃ ফটোগ্রাফিক সহকারী ( ০১ টি পদ)
বেতন স্কেলঃ ১১,০০০-২৬,৫৯০/-
বেতন গ্রেডঃ ১৩
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/সমমান
যোগ্যতাঃ কে) উচ্চ মাধ্যমিক বা সমমান পাস (খ) ০৩৫ বছরের অভিজ্ঞতা দরকার হবে।
Source: Bangladesh Pratidin, 25 November 2023
Application Deadline: 15 December 2023