করোনা ভাইরাস দিন দিন মহামরী রুপ নিচ্ছে। প্রতিদনের হাজার হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে।মারাও যাচ্ছে অসংখ্য মানুষ।কোনো ভাবেই আটকানো যাচ্ছে না ।
এদিকে বিশ্বের অন্যতম শক্তিধর ও ধনী দেশ ও এই ভাইরাসের হাত থেকে রক্ষা পাচ্ছে না।ইতিমধ্যে প্রায় ২ লাখ লোক এই ভাইরাসের আক্রান্ত।ইতিমধ্যে চার হাজার তিনশো ৮৩ জোন লোক মৃত্যুবরন করেছে আমেরিকায়।আক্রান্তের তালিকায় আছে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ও সাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যাংককও ।
আমেরিকার করোনার আপডেট

এখন পর্যন্ত সারা বিশ্বে এখন পর্যন্ত ৯ লাখ ২ হাজারেরও বেশি মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে – এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজারের বেশি মানুষের, আর এখন পর্যন্ত এক লাখ ৯০ হাজারের বেশি মানুষ আরোগ্য লাভ করেছে।এই ভাইরাসকে ‘মানবতার জন্য হুমকি’ হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ।
বিশ্বের দরিদ্রতম জনগোষ্ঠীগুলোকে সহায়তা করার লক্ষ্যে দুইশো কোটি মার্কিন ডলারের তহবিল তৈরির আহ্বান জানিয়ে বুধবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, “বিশ্বের সব দেশের একতাবদ্ধভাবে পদক্ষেপ নেয়া খবুই জরুরি। দেশগুলোর বিচ্ছিন্ন কার্যক্রম এই সঙ্কট মোকাবেলায় যথেষ্ট হবে না।”
করোনা ভাইরাস কি,www.করোনা ভাইরাস,করোনা ভাইরাস আপডেট,করোনা ভাইরাসের সর্বশেষ অবস্থা,kfplanet.com,