গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ সচিবালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ হয়েছে। বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
কেবিনেট ডিভিশন মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগের আবেদন ফরম পূরণের শর্তাবলি
- ২০-০৬-২০২২ খ্রি, তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃ গোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩০ বছর।
- বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেডিট গ্রহণযোগ্য হবেনা।
- সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
- সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
- মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র/লাইসেন্সের মুল কপি প্রদর্শন করতে হবে
- জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ প্রদান করতে হবে।
- চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র দাখিল করতে হবে।
- লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না।
- কর্তৃপক্ষ পদের সংখ্যা হাস/বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করনীয়
- পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক বাক্তি cabinet.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
- অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২০-০৬-২০২২ সকাল-১০:০০ ঘটিকা থেকে
- অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৯-০৭-২০২২ বিকাল-০৫:০০ ঘটিকা পর্যন্ত
- উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্তগণ অনলাইনে আবেদন পত্র সাবমিটের পর পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
- অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০*৮০ পিক্সেল ) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০*৩০০ পিক্সেল) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন।
- ছবির সাইজ ১০০ কিলোবাইট ও স্বাক্ষরের সইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।
- আবেদন পত্র চূড়ান্তভাবে সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পকে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
- পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
