বাংলাদেশ মেরিন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ পোস্টে আপনি পাবেন চলমান বাংলাদেশ মেরিন একাডেমি সার্কুলার ২০২৩। ইমেজের মাধ্যমে পুরো Bangladesh Marine Academy Job Circular 2023 ছাড়াও টেক্সট আকারেও বর্ণনা পেয়ে যাবেন। মুক্তিযুদ্ধের ১০ বছর আগে ১৯৬২ সালে মেরিন একাডেমী প্রতিষ্ঠিত হয় । তখন অবশ্য পূর্ব ও পশ্চিম পাকিস্তানে যৌথভাবে কার্যক্রম চলতো এই প্রতিষ্ঠানে। তবে পশ্চিম পাকিস্তান বেশি কর্তৃত্ব দেখাতো। ১৯৭১ স্বাধীনতা লাভের পর মেরিন একাডেমীর পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশ সরকার। বর্তমানে এটি নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। নৌ-বিদ্যা এবং নৌ-প্রকৌশল বিদ্যা দেয়া হয় মেরিন একাডেমীতে।
বাংলাদেশ মেরিন একাডেমি নিয়োগ ২০২৩
প্রতিষ্ঠানঃ | বাংলাদেশের বিভিন্ন মেরিন একাডেমী |
চাকরির ধরন | সরকারি প্রতিষ্ঠানে চাকরি |
বিজ্ঞপ্তি প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২৩ |
পদ সংখ্যা | ০২ টি পদ |
বেতন স্কেল | ৮,২৫০-২০,২০১০/- থেকে ১১,০০০-২৬,৫৯০/- |
লিঙ্গ | পুরুষ ও মহিলা |
শিক্ষাগত যোগ্যতা | অষ্টম শ্রেণী/এইচএসসি পাস |
বয়সসীমা | ১৮ থেকে ৩০ বছর |
আবেদনপত্র জমা দেয়ার শুরুর তারিখ | ২৩ জানুয়ারি ২০২৩ |
আবেদনপত্র পাঠানোর শেষ সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৩ |
অফিশিয়াল ওয়েবসাইট | https://macademy.gov.bd |
আরো যেগুলা চেক করতে পারেনঃ
- জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী নেকটার নিয়োগ
- বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী আরডিএ নিয়োগ বিজ্ঞপ্তি
- বিসিএস কর ট্যাক্স একাডেমি চাকরি বিজ্ঞপ্তি
- বিসিএস কর ট্যাক্স একাডেমি চাকরি বিজ্ঞপ্তি
Bangladesh Marine Academy Job Circular 2023 Apply Online
“আপাতত কোন সার্কুলার নেই”
ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্রে মেরিন শিক্ষানবিস হিসেবে ভর্তি বিজ্ঞপ্তি
বাংলাদেশ মেরিন একাডেমি নিয়োগের আবেদন ফর্ম
গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহঃ
বাংলাদেশ মেরিন একাডেমির অফিসিয়াল ওয়েবসাইটঃ www.macademy.gov.bd
নৌপরিবহন অধিদপ্তরঃ www.dos.gov.bd
বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয়ঃ www.mos.gov.bd
above all -এই পেজে যে টপিকস আলোচনা হয়ে থাকে :
বাংলাদেশ মেরিন একাডেমি নিয়োগ,মেরিন একাডেমিতে নিয়োগ,মেরিন একাডেমি নিয়োগ,মেরিন একাডেমি ভর্তি,মেরিন একাডেমিতে ভর্তি ২০২৩,মেরিন একাডেমিতে ভর্তি,মেরিন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি,মেরিন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩,মেরিন একাডেমি জব সার্কুলার,মেরিন একাডেমিতে চাকরি,মেরিন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩,মেরিন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি 2023,মেরিন একাডেমি নিয়োগ 2023,
ভাইয়া মেরিন ইঞ্জিনিয়ার এর আবেদনের জন্য যে লিংক দিয়েছেন, সেটাতে করা যাচ্ছে না।।কিভাবে আবেদন করবো, তা নিয়ে যদি বিস্তারিত বলতেন তাহলে ভালো হতো।
আসলে ভাই এগুলা তাদের ত্রুটি- এখানে http://www.dos.gov.bd/ দেখেন মেনু আছে- ক্যাডেট ভর্তি কিন্তু লিংক করা নেই।
ওৃ
আমি মেরিন একাডেমিতে মোয়াজ্জেম চাকরি করতে চাই এখন আমি কি করবো
সার্কুলার আসলে আবেদন করবেন।
ame jog dita chay
আবেদন করুন ও চেষ্টা চালিয়ে যান।