ডেক ও ইঞ্জিন প্রশিক্ষণ কোর্সে মেরিন শিক্ষানবিশ হিসেবে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ এর অধীনে ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্রে Deck and Engine Personnel Training মেরিন শিক্ষানবিস কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ পেয়েছে। ১২ তম ব্যাচে ২০২৪ শিক্ষাবর্ষে মেরিন শিক্ষানবিশ ভর্তি করা হবে।

মেরিন শিক্ষানবিস হিসেবে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ যোগ্যতা ও শর্তসমূহ

  1. ন্যূনতম এসএসসি/সমমানপাস করতে হবে। ভর্তি প্রার্থীকে অবিবাহিত হতে হবে।
  2. ৩১/১২/২০২৩ তারিখে বয়স সাড়ে ১৬ বছর ০৬ মাস হতে ২১ বৎসর হতে হবে।
  3. ডেক বা ইঞ্জিন যে শাখায় ভর্তি হতে চান সেটি অবশ্যই উল্লেখ থাকতে হবে।
  4. চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকতে বাধ্য থাকবে।

মেরিন শিক্ষানবিশ সুবিধাদি

০১) প্রশিক্ষণার্থীদের বিনা খরচে থাকা খাওয়া দেয়া হবে
০২) প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণ পোশাক দেয়া হবে।

ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

মেরিন শিক্ষানবিশ মাদারীপুর ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

ইন্সটিটিউটঃ শিপ পার্সোনাল ট্রেনিং ইন্সটিটিউট,  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ,বি আই ডব্লিউ টি এ।লোকেশনঃ চরমুগরিয়া, মাদারীপুর।

শিক্ষাবর্ষঃ ২০২৩ ( ১২ তম ব্যাচ

আবেদনপত্র পৌছানোর শেষ তারিখ: ০১/১০/২০২৩ থেকে ২৬/১১/২০২৩ পর্যন্তআবেদনের নিয়মঃ ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে।

marine

ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র বরিশাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

ইন্সটিটিউটঃ ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র, বিআইডব্লিউটিএ।
লোকেশনঃ বান্দ রোড, বরিশাল।
শিক্ষাবর্ষঃ ২০২৩ ( ১২ ম ব্যাচ )
আবেদনের লিংকঃ https://deptcbarishal.com

আবেদনপত্র পৌছানোর শেষ তারিখ: ০১/১০/২০২৩ থেকে ৩০/১১/২০২৩ পর্যন্তআবেদনের নিয়মঃ https://deptcbarishal.com এখানে অনলাইন এপ্লিকেশন থেকে আবেদন করুন।

marine

 

ইন্সটিটিউটঃ শিপ পার্সোনাল ট্রেনিং ইন্সটিটিউট,  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ,বি আই ডব্লিউ টি এ

লোকেশনঃ সেনাকান্দা, নারায়ণগঞ্জ।

আবেদনের মাধ্যমঃ অনলাইনে

আবেদনের লিংকঃ https://deptcnarayanganj.com

2 thoughts on “ডেক ও ইঞ্জিন প্রশিক্ষণ কোর্সে মেরিন শিক্ষানবিশ হিসেবে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

  1. বরিশালের লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা কত তারিখ হবে জানালে উপকৃত হতাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com