36 জনের মোংলা কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হলো!

মোংলা কাস্টম হাউসে ১৪ ধরনের ৩৬ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। এসব পদের মাসিক বেতন স্কেল হবে ৮,২৫০-২০,০১০/- ১০,২০০-২৪,৬৮০/- থেকে ১১,৩০০-২৭,৩০০/- টাকা। আবেদনের সময়সীমা আগামী ২১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী,কর্মকর্তা পদে জনবল নিয়োগের জন্য অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দিতে হবে।

বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে টেলিটক অনলাইনে (http://mch.teletalk.com.bd ) নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং একজন চাকরি প্রার্থী একটি পদের বেশী আবেদন করতে পারবেন না।

মোংলা কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সার সংক্ষেপ

চাকরির শিরোনাম মোংলা কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি
কাস্টম হাউজের নাম
Mongla Custom House
নিয়োগ ক্যাটাগরি সরকারি জব সার্কুলার
খালি পদ ৩৬ জন
কর্মস্থল মংলা কাস্টম হাউস
জব টাইপ ফুল টাইপ
শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেনি,মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক
অভিজ্ঞতা পদভেদে ভিন্নতা রয়েছে
বেতন স্কেল ৮,২৫০-২০,০১০/- থেকে ১১,৩০০-২৭,৩০০/-
আবেদনের শেষসীমা ২১ ডিসেম্বর ২০২৩
আবেদনের মাধ্যমে অনলাইনে
আবেদন ফরম  BCH.teletalk.com.bd

মোংলা কাস্টম হাউসে পদসমূহের বিস্তারিত

অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে মোংলা কাস্টম হাউস নিন্মোক্ত শুন্য পদে নিয়োগ দেয়া হবে।

১.পদঃ ইঞ্জিন ড্রাইভার ১৩ টি পদ 
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান পাস
সনদঃ মেরিন ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ
বেতনঃ ১১,৩০০-২৭,৩০০/- টাকা
গ্রেডঃ ১২

২. পদের নামঃ এমএল ড্রাইভার ২ টি পদ 
শিক্ষাগত যোগ্যতাঃ মেরিন ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ
প্রার্থীর বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেলঃ ১১,০০০-২৬,৫৯০/- টাকা
গ্রেডঃ ১৩

৩.পদের নামঃ উচ্চমান সহকারী ০৪ টি পদ 
বেতন গ্রেডঃ ১৪

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রী
বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০/-  টাকা।
কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২৫ ও৩০ শব্দ

৪.পদের নামঃ ক্যাশিয়ার ( ০১ টি পদ)
বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০/-
বেতন গ্রেডঃ ১৪
শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্য বিভাগে স্নাতক

৫.পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (০১)
বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০/-  গ্রেড ১৪
শিক্ষাগত যোগ্যতাঃ ০২য় শ্রেণীর স্নাতক পাস।
অভিজ্ঞতাঃ কম্পিউটার চালনায় দক্ষ ও কম্পিউটার টাইপে ইংরেজিতে ৩০,বাংলায় ২৫ শব্দ মিনিটে।

৬.পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ( ০দ৩ টি পদ)
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
বেতন গ্রেডঃ ১৬
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক/সমমান
অভিজ্ঞতাঃ টাইপে বাংলায় ও ইংরেজিতে ২০ শব্দ মিনিটে

৭. পদের নামঃ স্পিড বোট গাড়িচালক 
পদ সংখাঃ ০৩ টি
বেতন গ্রেডঃ ১৬  
বেতনঃ ৯,৩০০-২২,৪৯০/- টাকা মসিক
যোগ্যতাঃ ০২ বছরের অভিজ্ঞতা ও বৈধ লাইসেন্সধারী

৮.পদের নামঃ সিপাই গ্রেড ১৭
মোট পদ সংখ্যাঃ ১ টি
বেতন স্কেলঃ ৯০০০-২১৮০০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

৯.পদের নামঃ রেকর্ড সাপ্লায়ার গ্রেড ১৯
পদসংখ্যাঃ ০২ টি
যোগ্যতাঃ  এসএসসি সমমান পাসসহ ০৩ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেলঃ ৮,৫০০-২০,৫৭০/-  টাকা (গ্রেড-১৯)

১০.পদের নামঃ ভান্ডারী ০১ টি
পড়াশোনার যোগ্যতাঃ অষ্টম শ্রেনি পাস সহ মেরিন প্রাইভেট ভেসেলে ০৩ বছরের অভিজ্ঞতা
বয়সসীমাঃ ১৮-৩০ বছর।
বেতন স্কেলঃ ৮,৫০০-২০,৫৭০/- (গ্রেড-১৯)

১১.পদের নামঃ টোপাস ০৩ টি
পড়াশোনার যোগ্যতাঃ এসএসসি/সমমান পাস
বয়সসীমাঃ ১৮-৩০ বছর।
বেতন স্কেলঃ ৮,৫০০-২০,৫৭০/- (গ্রেড-১৯)

১২.পদের নামঃ বোটম্যান 
খালি পদঃ ০২ টি
বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০/- টাকা
গ্রেডঃ ২০
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণী পাস।
বয়সসীমাঃ অনূর্ধ্ব ৩০ বছর।

১৩. পদের নামঃ নিরাপত্তা প্রহরী গ্রেড ২০
পদ সংখ্যাঃ ০২ টি
বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেনি পাস

১৪. পদের নামঃ লস্কর 
খালি পদঃ ১২ টি
বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০/- টাকা
গ্রেডঃ ২০
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণী পাস।
বয়সসীমাঃ অনূর্ধ্ব ৩০ বছর।

observerbd
visa.kfplanet.com

চাকুরি বা প্রশিক্ষণ সার্কুলার খুঁজছেন?

আমরা আপনাদের চাকুরি ও সার্কুলার খোঁজাকে আরো সহজ করতে

KFPlanet 👍ফেসবুক পাতায় লাইক দিন   📰 Gᴏᴏɢʟᴇ Nᴇᴡs ফলো করুন ➣টেলিগ্রাম চ্যানেল ফলো করে রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com