৩৫ হাজার বেতনে মোংলা বন্দর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ চলছে!

মোংলা বন্দর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক রাজস্ব খাতে সরাসর্র নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে ০১ টি পদে নিয়োগ দেওয়া হবে। শূন্য এসব পদের বিপরীতে নারী-পুরুষ উভয় চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল। চাকরি প্রত্যাশীরা ২৬ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

মোংলা বন্দর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

মোংলা বন্দরের নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুসারে আগ্রহী চাকরি প্রার্থিকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে mpajobsbd.com ভিসিট করে নিচের দেয়া নির্দেশনা অনুসরণ করুন। ১১ ডিসেম্বর তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন শুরু হয়ে ২৮ ডিসেম্বর ২০২৩ তারিখ রাত ১২:০০ টা পর্যন্ত চলবে।

অনলাইনে আবেদনঃ আবেদন প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষার অংশগ্রহণ করতে www.mpajobsbd.com থেকে অনলাইনে আবেদন করতে হবে। তবে আবেদনকারীকে অনলাইন আবেদন সম্পন্ন করার পর ০১ টি কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। এরপর আপনার  আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ারযোগে প্রেরণ করতে হবে। হাতে হাতে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।অনলাইন আবেদন ফরমপূরণ ব্যতিরেকে স্বহন্তে পূরণকৃত আবেদন গ্রহণ করা হবে না।

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি 2023

কোন টাইপের চাকরি? সরকারি বন্দর চাকরি
বন্দরের নাম Mongla Port Authority
বিজ্ঞপ্তি প্রকাশ ০৭ ডিসেম্বর ২০২৩
ক্যাটাগরি ০১ ধরনের পদে
মোট পদসংখ্যা ০১ টি
শিক্ষাগত যোগ্যতা MBBS
বয়সসীমা ১৮ থেকে ৪০ বছর
আবেদনের মাধ্যম ডাকযোগে
আবেদনের লিংক mpajobsbd.com
আবেদনের শেষ তারিখ ২৬ ডিসেম্বর ২০২৩ 
আবেদন ফি – টাকা
কর্তৃপক্ষ ওয়েবসাইট

আরো যে সব পোস্ট দেখতে পারেনঃ

বাংলাদেশ  স্থলবন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি
চট্টগ্রাম বন্দরের চাকরির খবর -নিয়োগ বিজ্ঞপ্তি
পায়রা বন্দর নিয়োগ বিজ্ঞপ্তি
মংলা বন্দরে চাকরি- সার্কুলার দেখুন 

মোংলা বন্দর কর্তৃপক্ষ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের শর্তাবলিঃ

  1. প্রার্থীকে ডাকযোগে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন শুরুর তারিখঃ ২২/১১/২০২৩ তারিখ সকাল ১০.০০ ঘটিকা এবং শেষ সময় ২৬/১২/২০২৩ তারিখ রাত্র ৪.০ ঘটিকা।
  2. অনলাইনে আবেদন ফরম যথাযথভাবে পুরণপূর্বক সফলভাবে সাবমিট করার পর ফাইনাল কম্পিউটার প্রিন্ট করে কপির সাথে মোংলা বন্দর কর্তৃপক্ষ এর অনুকূলে যে কোন তফশিলী ব্যাংক  পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) করুন।
  3. ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা ০৩ কপি ছবি সংযুক্ত করে এবং খামের উপর পদের নাম উল্লেখপূর্বক পরিচালক (প্রশাসন), মোংলা বন্দর কর্তৃপক্ষ, ডাকঘর-মোংলা-৯৩৫১, জেলা-বাগেরহাট বরাবর ২৮/১২/২০২৩ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে।
  4. আবেদনকারী অনলাইন আবেদনের ০১টি কপি সংরক্ষণ করবে। অনলাইন আবেদন ফরমপূরণ ব্যতিরেকে স্বহন্তে পূরণকৃত আবেদন গ্রহণ করা হবে না।।
  5. আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ারযোগে প্রেরণ করতে হবে। হাতে হাতে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
  6. সংশ্লিষ্ট সকল সনদপত্রের (যদি থাকে) মূল সনদ ও ০১ কপি করে ফটোকপি, জাতীয় পরিচয়পত্রেরফটোকপি (যদি থাকে) মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে যা সরকারি গেজেটেড ১ম শ্রেণির কর্মচারীর নামাঙ্কিত সীলমোহরসহ সত্যায়িত হতে হবে। সরকারি গেজেটেড ১ম শ্রেণির কর্মচারীর নিকট হতে চারিত্রিক সনদপত্র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার/সিটি কর্পোরেশনের কাউন্সিলর এর নিকট হতে নাগরিকত্ব সনদপত্রের মূল কপি মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে।
  7. বিজ্ঞপ্তিতে বর্ণিত যে কোন পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি হতে পারে। অনলাইন আবেদনপত্রের  অতিরিক্ত যোগ্যতা (যদি থাকে) ও অভিজ্ঞতার বিবরণ (যদি থাকে) পরিপূর্ণভাবে উল্লেখ করতে হবে। যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠানের স্থান, তারিখ ও সময়সূচি মংলা এর ওয়েব সাইট-www.mpa.gov.bd এ জানানো হবে।
  8. www.mpajobsbd.com থেকে প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষার সময় সাথে আনতে হবে।
  9. দরখাস্তে বর্ণিত কোন সনদপত্র, প্রত্যয়নপত্র ও ঘোষিত তথ্যাদি অসত্য প্রমাণিত হলে দরখাস্ত বাতিলসহ এ দরখাস্তকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  10. সরকারি ও অন্যান্য সসস্থায় চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান ও প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে ২৫/০৩/২০২৩ তারিখে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বত্রিশ) বৎসর হবে।
  11. সরকারি ছাড়পত্র ও প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য প্রাসঙ্গিক অনুমোদন (প্রকল্পের পদের ক্ষেত্রে পদ সংরক্ষণ) এবং সন্তোষজনক প্রাক-পুলিশ প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ইস্যু করা হবে।
  12. কোন প্রকার তদবির/প্রভাব বিস্তার প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।কোনরূপ কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন/বাতিলের চূড়ান্ত ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
  13. কোটা সংক্রান্ত বিষয়ে সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হবে। অনলাইন আবেদনের ক্ষেত্রে কোনরূপ সমস্যার সম্মুখীন হলে ২৬/১২/২০২৩ তারিখ রাত ১২-০০ ঘটিকা পর্যন্ত msoftbd@gmail.com যোগাযোগ করুন।

Mongla Port Authority Job Circular

mpa mongla
visa.kfplanet.com

Application Deadline: 26 December 2023

◊◊মোংলা বন্দরের উপসচিবের নাম ও ঠিকানাঃ 

মোঃ শাহীনুর আলম (উপসচিব)
ডিসি-১০১১/২১ (২৮৯৩) পরিচালক (প্রশাসন)
মোংলা বন্দর কর্তৃপক্ষ

◊◊ মোংলা বন্দর কোন জেলায়?

উত্তরঃ মোংলা বন্দর খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত। বাংলাদেশের ২য় বৃহত্তম সমুদ্র বন্দর এটি।  খুলনা শহর থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মোংলা বন্দর।

◊◊ মোংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ মোংলা বন্দর পশুর নদী ও মংলা নদীর বঙ্গোপসাগরের সংযোগস্থলে অবস্থিত।

◊◊ মোংলা বন্দর কি সরকারি?

উত্তরঃ জি এটি সরকারি

◊◊ মোংলা বন্দর প্রতিষ্ঠিত হয় কত সালে? 

উত্তরঃ ১৯৫০ সালে

মোংলা বন্দর নিয়োগ জুনিয়র আউটডোর এ্যাসিস্ট্যান্ট, মোংলা বন্দর কোন জেলায়,মোংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত,খুলনা মোংলা বন্দর নিয়োগ ২০২৩, মোংলা বন্দর প্রতিষ্ঠিত হয় কত সালে,মোংলা বন্দর কি সরকারি

3 thoughts on “৩৫ হাজার বেতনে মোংলা বন্দর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ চলছে!

  1. আমি smart এবং দক্ষ চালক মংলা বন্দর আমার জন্ম এ স্থান মংলা বন্দর এ একটি ড্রাইভিং চাকুরী হলে উপকূল হতাম

    1. জি আপনি অবশ্যই স্মার্ট। এখন স্মার্টভাবে আবেদন করবেন যখন সার্কুলার আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com