MATS ম্যাটস ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫ সম্প্রতি অনলাইনে প্রকাশ হয়েছে। যে সকল শিক্ষার্থী MATS ভর্তি তথ্য জানতে চান সে সকল শিক্ষার্থী আমাদের ওয়েব সাইট ফলো করতে পারেন। আমরা চেষ্টা করেছি ম্যাটস ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫ সকল খুঁটিনাটি নির্ভুল তথ্য সমূহ উপস্থাপন করার জন্য।
মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুল ভর্তি বিজ্ঞপ্তি ০৯ জুন ২০২৪ তারিখে প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর। ইনস্টিটিউট অব হেলথ টেকনােলজি IHT এর সরকারি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ভর্তি সার্কুলার দেখুনঃ আইএইচটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪
MATS ম্যাটস ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫
ম্যাটস ভর্তি আবেদন শুরু হবে আগামী ০৬/০৬/২০২৪ থেকে এবং আবেদন চলবে ০৩/০৭/২০২৪ পর্যন্ত। এসএসসি পাস করা শিক্ষার্থী আবেদন করতে চাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে dghs.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। সরকারী/বেসরকারী ইনস্টিটিউটে ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীর জন্য এই পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। সুতরাং আপনাকে বেসরকারি ভাবে ভর্তি হতে হলেও আবেদন করতে হবে।
দেশের বিভিন্ন স্থানে থাকা ১৬ টি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন করতে হবে। (তিন) বৎসর মেয়াদী কোর্স + ০১ (এক) বৎসর ইন্টার্নশীপ সহ ডিপ্লোমা কোর্স এ ভর্তি করা হবে। টেলিটকের প্রিপেইড নম্বরের মাধ্যমে ৭০০ টাকা ফি পরিশোধ করে অনলাইনে আবেদন করতে হবে।
ম্যাটস ভর্তি বিজ্ঞপ্তি : গুরুত্ব পূর্ণ কিছু তথ্য
ভর্তি বিষয় | মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল |
কোন সেক্টর | সরকারী |
আবেদন শুরু | ০৬ জুন ২০২৪ |
আবেদন শেষ | ০৩ জুলাই ২০২৪ |
প্রবেশ পত্র ডাউনলোড | ২১/০৭/২৪ থেকে ২৫/০৭/২০২৪ পর্যন্ত |
পরীক্ষার তারিখ | ২৬/০৭/২০২৪ |
পরীক্ষার সময় | ১ ঘন্টা। সকাল ১০ থেকে ১১ টা পর্যন্ত |
কোর্সের মেয়াদ | ৩ বছর ও ইন্টার্ন ১ বছর |
আবেদনের মাধ্যম | অনলাইন |
আবেদন ফি | ৭০০ টাকা |
স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট | dghs.gov.bd |
সরকারি ম্যাটস এর তালিকা,সরকারি ম্যাটস এ ভর্তির যোগ্যতা ও পড়ার খরচ
ম্যাটস ভর্তির জন্য আবেদনের যোগ্যতা
- ২০২০ থেকে ২০২৪ ইং সনে এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ এবং নুন্যতম জিপিএ ২.৫ (পয়েন্ট) প্রাপ্ত হতে হবে। জীববিজ্ঞান বিষয় হিসাবে অবশ্যই থাকতে হবে।
- যেসব প্রার্থী ‘ও’ লেভেল বা বিদেশ থেকে পাস করেছেন, তাদের ২ হাজার টাকার পে-অর্ডার জমা প্রদান করে পরিচালক চিকিৎসাশিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়নে কাছ থেকে ইকুভ্যালেন্স সার্টিফিকেট ও আইডির কোড সংগ্রহ করতে হবে। এটা ছাড়া ফরম পূরণ করা যাবে না।
- বিভাগীয় প্রার্থীরা পূর্বেই পরিচালক চিকিৎসাশিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের কাছ থেকে আইডি কোড সংগ্রহ করবেন।
ম্যাটস ভর্তি পরীক্ষার বিষয়াবলী
- প্রত্যেক প্রার্থীকে এসএসসি সিলেবাস অনুযায়ী ১০০ (একশত) নম্বরের এক ঘন্টা লিখিত পরীক্ষায় (বাংলা-১৫, ইংরেজী- ১৫, অংক-১৫, পদার্থ- ১৫, রসায়ন- ১৫, জীববিজ্ঞার- ১৫, সাধারন জ্ঞান-১০) অংশ গ্রহন করতে হবে।
- লিখিত পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এবং উত্তর পত্র OMR মেশিনে দেখা হবে। MATS ভর্তি পরীক্ষার ফলাফলের সহিত এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত GPA এর ২০ গুন যােগ করে মেধা তালিকা প্রস্তুত করা হবে।
- এসএসসি GPA X ২০ + লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর । কোন মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না ।
সরকারি MATS এর আসন সংখ্যা
- ম্যাটস এ মােট আসন সংখ্যা মোট ১০৮২ টি
- প্রশাসনিক বিভাগীয় (Divisional) কোটার ক্ষেত্রে প্রতিটি ম্যাটসে ১৫% আসন মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।
- বিভাগীয় (Division) কোটা বা মহিলা সংরক্ষিত আসনে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সাধারণ মেধা তালিকা হতে ঐ আসনগুলি পূরন করা হবে।
- উপজাতি কোটার ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা ও ভর্তি পরীক্ষা একই হবে। উপজাতীয় প্রার্থীতার স্বপক্ষে গােত্র প্রধান ও জেলা প্রশাসক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র ভর্তির সময় জমা দিতে হবে।
- ভর্তির নির্বাচন পদ্ধতি পরবর্তী সময়ে করোনা পরিস্থিতি বিবেচনা করে এসএমএস ওয়েবসাইটে জানানো হবে
- স্বাস্থ্যের শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে মনোনীত ভর্তি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। ভর্তির জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা এবং অপেক্ষমাণ তালিকা একই সঙ্গে প্রকাশ করা হবে।
- ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য প্রতিষ্ঠান অধ্যক্ষের দপ্তর থেকে জানা যাবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) টেলিটক বাংলাদেশ থেকে বিস্তারিত জানা যাবে।
ম্যাটস ভর্তি পরীক্ষার সেন্টার কোডঃ
- Bagerhat – 91
- Kushtia – 92
- Noakhali – 93
- Sirajgong – 94
- Tangail – 95
- Cumilla – 96
- Faridpur – 97
Govt Mats Admission Circular 2024-25
আইএইচটি ভর্তির বিজ্ঞপ্তি, ইনস্টিটিউট অব হেলথ টেকনােলজি ভর্তির বিজ্ঞপ্তি, আইএইচটি ভর্তি তথ্য, আইএইচটি আবেদনের নিয়ম, আইএইচটি আবেদন ফি, আইএইচটি আবেদনের যোগ্য
অপেক্ষমান তালিকা হতে ৩ য় দফায় ছাত্র ছাত্রী ম্যাটস ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি
শিক্ষাবর্ষঃ ২০২৩-২০২৪
কোর্সঃ MATS
২য় দফায় ভর্তি শেষঃ —২০২৩
ভর্তি শুরুঃ — ২০২৩
ভর্তি শেষঃ—- ২০২৩ পর্যন্ত