যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

দক্ষ হয়ে বৈধভাবে বিদেশ যেয়ে বা দেশে কর্মজীবন শুরু করতে যশোর টিটিসি হতে প্রশিক্ষণ গ্রহণ করুন। যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, নাজিরশংকরপুর, যশোরে অবস্থিত। ইউরোপসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কারিগরি কর্মক্ষেত্রে দক্ষ জনশক্তির চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থান তৈরীর লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র(টিটিসি)।

যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন সেইপ প্রকল্পের আওতায় দেশ-বিদেশে কর্মসংস্থান উপযোগী ০৪ মাস(৩৬০ ঘন্টা) মেয়াদী সেপ্টম্বর-ডিসেম্বর, ২০২৩ সেশনে নিম্নবর্ণিত কোর্সে ভর্তির জন্য নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করার জন্য আহবান করা যাচ্ছে।

  1. আইটি সাপোর্ট সার্ভিস – এসএসসি পাসে
  2. গ্রাফিক্স ডিজাইন -এসএসসি পাসে
  3. রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং -অষ্টম শ্রেনি পাসে আবেদন করতে পারবেন।
  4.  ইলেকট্রনিক্স -অষ্টম শ্রেনি পাসে আবেদন করতে পারবেন।
  5. ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেন্যান্স -অষ্টম শ্রেনি পাসে আবেদন করতে পারবেন।

Jashore টিটিসি প্রশিক্ষণ কোর্সের বৈশিষ্ট্য,যোগ্যতা ও সুযোগ সুবিধা

কোর্সের মেয়াদ ০৪ মাস(৩৬০ ঘন্টা)
শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেনি,এসএসসি পাস
কোর্স ফি সম্পূর্ণ ফ্রি
বয়সসীমা ১৮-৪৫ বছর
আসন সংখ্যা প্রতি কোর্সে ৩০ জন
দৈনিক ভাতা দেয়া হবে ১০০ টাকা
সনদ প্রদান BMET & NTVQF

যশোর টিটিসি প্রশিক্ষণ কোর্সে ভর্তির নিয়মাবলী

আবেদনের সময়সীমাঃ ফরম বিতরণ ও জমা তারিখ ০১/০৮/২০২৩ হতে ২৫/০৮/২০২৩ তারিখ পর্যন্ত।  ভর্তি পরীক্ষার তারিখ ও সময় ২৮/০৮/২০২৩ হতে ৩১/০৮/২০২৩; ভর্তির তারিখ ক্লাস শুরুর তারিখ ০১ সেপ্টেম্বর ২০২৩ ইতিপূর্বে যারা প্রশিক্ষণ গ্রহণ করেছে তাদের আবেদন করার প্রয়োজন নাই। ভর্তি ইচ্ছুদের এনআইডি কার্ড না থাকলে আবেদন করার প্রয়োজন নাই।

ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ 

  1.  এনআইডি কার্ডের ফটোকপি
  2. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ কপি ছবি
  3. শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি।

বিশেষ সুযোগ সুবিধা

  1. প্রশিক্ষণ শেষে দেশ-বিদেশে কর্মসংছ্থানের এবং বিদেশ গমনে সহায়তা করা হয়।
  2. মহিলা, দরিদ্র, উপজাতি, অনগ্রসর গোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হয়।
  3. সেইপ কর্তৃক পরিচালিত কোর্সসমূহে দৈনিক ১০০ টাকা হারে যাতায়াত ভাতা প্রদান করা হয়ন্যেনতম ৮০% উপদ্থিতির ভিত্তিতে)।
  4. প্রশিক্ষণ শেষে কৃতকার্য শিক্ষার্থীকে BMET & NTVQF এর আওতায় সনদপত্র প্রদান করা হয়।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুনঃ 

প্রশিক্ষণ শাখাঃ ০১৭১৮৬৫৫৩৫৮, জব প্রেসমেন্ট সেলঃ ০১৮৭৯৩৭৮৩০৪

seip

One thought on “যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com