রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের মাস্টার্স ভর্তি ২০২২ নিয়ে এই পোস্টটি সাজানো হয়েছে। এক বছর বা দুই বছর মেয়াদী মাস্টার্স কোর্স চালু আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এছাড়া রেগুলার কোর্স ও সান্ধ্যকালীন কোর্সও চালু রয়েছে রাবিতে। রাবি মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি নিচ থেকে দেখুন। বিভাগ ভিত্তিক সেকশন করা রয়েছে। আপনার কাঙ্ক্ষিত বিভাগের ভর্তি বিজ্ঞপ্তি দেখে নিন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি ২০২২
অর্থনীতিতে মাস্টার্স ভর্তি সান্ধ্যকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ঃ
বিভাগ | অর্থনীতি বিভাগ |
মেয়াদ | ০১ ও ০২ বছর মেয়াদী |
যোগ্যতা | স্নাতক/সমমান পাস |
সেশন | জুলাই ২০২২ |
ভর্তির আবেদন ফি | ৫০০ টাকা |
ভর্তির আবেদনের সময়সীমা | ৩০ জুন ২০২২ |
লিখিত পরীক্ষা | ০২ জুলাই ২০২২ |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে মাস্টার্স ভর্তির যোগ্যতাঃ
- এক বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য অর্থনীতি বিভাগে স্নাতক করতে হবে।
- দুই বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কৃষি,ইঞ্জিনিয়ারিং,মেডিকেল,বিজ্ঞান ও কলা অনুষদসহ যে কোন বিভাগ থেকে নুন্যতম স্নাতক ডিগ্রী।
- মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ের ৬.০ জিপিএ পেতে হবে

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি সান্ধ্য মাস্টার্সঃ
বিভাগ | গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ |
মেয়াদ | ০১ ও ০২ বছর মেয়াদী |
যোগ্যতা | স্নাতক/সমমান পাস |
সেশন | জুলাই ২০২২ |
ভর্তির আবেদন ফি | ৫০০ টাকা |
ভর্তির আবেদনের সময়সীমা | ৩১ আগস্ট ২০২২ |
ক্লাস শুরু | ০২ সেপ্টেম্বর ২০২২ |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতায় মাস্টার্স ভর্তির যোগ্যতাঃ
- এক বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য গণযোগাযোগ ও সাংবাদিকতায় বিভাগে স্নাতক করতে হবে।
- দুই বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কৃষি,ইঞ্জিনিয়ারিং,মেডিকেল,বিজ্ঞান ও কলা অনুষদসহ যে কোন বিভাগ থেকে নুন্যতম স্নাতক ডিগ্রী।
গনিত বিভাগে এমএসসি (সান্ধ্যকালীন) ভর্তি রাজশাহী বিশ্ববিদ্যালয়ঃ
বিভাগ | গনিত বিভাগ |
মেয়াদ | ০১ ও ০২ বছর মেয়াদী |
যোগ্যতা | স্নাতক/সমমান পাস |
সেশন | জুলাই ২০২২ |
ব্যাচ | ৮ম |
ভর্তির আবেদন ফি | ৫০০ টাকা |
আবেদন শুরু | ১৫ জুন ২০২২ |
ভর্তির আবেদনের সময়সীমা | ৩০ জুলাই ২০২২ |
ক্লাস শুরু | ৩১ জুলাই ২০২২ |
রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ভর্তি রাজশাহী বিশ্ববিদ্যালয়ঃ
বিভাগঃ | রাষ্ট্রবিজ্ঞান |
মেয়াদঃ | ০১ ও ০২ বছর মেয়াদী |
যোগ্যতাঃ | স্নাতক/সমমান পাস |
সেশনঃ | জানুয়ারি ২০২২ |
ভর্তির আবেদন ফিঃ | ৫০০ টাকা |
ভর্তির আবেদনের সময়সীমাঃ | ৩০ ডিসেম্বর ২০২২ |
লিখিত পরীক্ষাঃ | ০৭ জানুয়ারি ২০২২ |
- প্রার্থীদের এসএসসি, এইচএসসি এবং স্নাতক ডিগ্রিতে সর্বনিম্ন ০৬ পয়েন্ট থাকতে হবে।
এমবিএ ইভেনিং প্রোগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়
পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট
রাজশাহী ইউনিভার্সিটি এলএলএম ভর্তি বিজ্ঞপ্তি
ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় সান্ধ্যকালীন মাস্টার্স
এসএসসি / সমমানের ১ম ক্লাস জন্য ০৩ পয়েন্ট, ২য় ক্লাসের জন্য ০২ পয়েন্ট ৩য় ক্লাসের জন্য ০১ পয়েন্ট।
এইচএসসি / সমমানের ১ম ক্লাস জন্য ০৩ পয়েন্ট, ২য় ক্লাসের জন্য ০২ পয়েন্ট ৩য় ক্লাসের জন্য ০১ পয়েন্ট।
স্নাতক ডিগ্রি (পাস) প্রথম শ্রেণি / বিভাগের জন্য ০৫ পয়েন্ট দ্বিতীয় শ্রেণি / বিভাগের জন্য ০৩ পয়েন্ট, ৩য় শ্রেণি / বিভাগের জন্য ০২ পয়েন্ট।
স্নাতক ডিগ্রি (সম্মান) এবং স্নাতক প্রকৌশল, কৃষি বা মেডিসিন স্নাতক প্রথম শ্রেণি / বিভাগের 4 পয়েন্ট 2 য় শ্রেণি / বিভাগের জন্য 2 পয়েন্ট তৃতীয় শ্রেণি / বিভাগের জন্য 2 পয়েন্ট।
স্নাতকোত্তর ডিগ্রি 3 ম শ্রেণি / বিভাগের 2 পয়েন্ট ২য় শ্রেণি / বিভাগের জন্য 3 য় শ্রেণি / বিভাগের জন্য 1 পয়েন্ট।
সান্ধ্যকালীন মাস্টার্স, রাজশাহী বিশ্ববিদ্যালয় সান্ধ্যকালীন মাস্টার্স,ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় মাস্টার্স, রাজশাহী বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি, রাজশাহী বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২,department of information science and library management rajshahi university,library science admission 2020 bd, ru library science admission,ru mastars admission,rajshahi university masters admission
বাংলা বিষয়ে কি ইভিনিং মাস্টার্স করা যাবে?
Circular aseni ekhono