রাজশাহী বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি ২০২৪ (সান্ধ্যকালীন ও নিয়মিত)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের মাস্টার্স ভর্তি ২০২৪ নিয়ে এই পোস্টটি সাজানো হয়েছে। এক বছর বা দুই বছর মেয়াদী মাস্টার্স কোর্স চালু আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এছাড়া রেগুলার কোর্স ও সান্ধ্যকালীন কোর্সও চালু রয়েছে রাবিতে। রাবি মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি নিচ থেকে দেখুন। বিভাগ ভিত্তিক সেকশন করা রয়েছে। আপনার কাঙ্ক্ষিত বিভাগের ভর্তি বিজ্ঞপ্তি দেখে নিন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি ২০২৪

ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগ

রাজশাহী ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট (পিজিডি কোর্স) 

বিভাগঃ ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট
মেয়াদঃ ০১ বছর মেয়াদী, ০২ বছর মেয়াদী,
যোগ্যতাঃ স্নাতক/সমমান পাস
সেশনঃ জানুয়ারি ২০২৪
ভর্তির আবেদন ফিঃ ৫০০ টাকা
  1. রাজশাহী বিশ্ববিদ্যালয় সান্ধ্যকালীন মাস্টার্স 
  2. প্রার্থীদের এসএসসি, এইচএসসি এবং স্নাতক ডিগ্রিতে সর্বনিম্ন ০৫ পয়েন্ট থাকতে হবে।

99a6873a 456851 P 12 mr

এলএল.এম সান্ধ্যকালীন কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

বিজ্ঞপ্তির শিরোনাম রাজশাহী ইউনিভার্সিটি এলএলএম ভর্তি বিজ্ঞপ্তি  
বিভাগ আইন বিভাগ
মেয়াদ ০২ বছর মেয়াদী
যোগ্যতা LLM স্নাতক/সমমান পাস
সেশন ২০২৪-২০২৪
ব্যাচ ২৬ তম ব্যাচ
ভর্তির আবেদন ফি ১০০০ টাকা
আবেদনের সময়সীমা ১৩ ফেব্রুয়ারি-৩০ মার্চ ২০২৪
লিখিত পরীক্ষা ০১ এপ্রিল ২০২৪

ad 2023 03 09 9 32 b

 

রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ভর্তি রাজশাহী বিশ্ববিদ্যালয়ঃ

বিভাগঃ রাষ্ট্রবিজ্ঞান
মেয়াদঃ ০১ ও ০২ বছর মেয়াদী
যোগ্যতাঃ স্নাতক/সমমান পাস
সেশনঃ জানুয়ারি ২০২৪
ভর্তির আবেদন ফিঃ ৫০০ টাকা
ভর্তির আবেদনের সময়সীমাঃ ৩১ ডিসেম্বর ২০২৪
লিখিত পরীক্ষাঃ ১৩ জানুয়ারি ২০২৪
  1. প্রার্থীদের এসএসসি, এইচএসসি এবং স্নাতক ডিগ্রিতে সর্বনিম্ন ০৬ পয়েন্ট থাকতে হবে।

40319d0c 421379 P 15 mr

এলএলএম ভর্তি বিজ্ঞপ্তি সান্ধ্যকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ঃ 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে মাস্টার্স ভর্তির যোগ্যতাঃ

  • এক বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য অর্থনীতি বিভাগে স্নাতক করতে হবে।
  • দুই বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কৃষি,ইঞ্জিনিয়ারিং,মেডিকেল,বিজ্ঞান ও কলা অনুষদসহ যে কোন বিভাগ থেকে নুন্যতম স্নাতক ডিগ্রী।
  • মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ের ৬.০ জিপিএ পেতে হবে

llm

অর্থনীতিতে মাস্টার্স ভর্তি সান্ধ্যকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ঃ 

বিভাগ অর্থনীতি বিভাগ
মেয়াদ ০১ ও ০২ বছর মেয়াদী
যোগ্যতা স্নাতক/সমমান পাস
সেশন জুলাই ২০২৪
ভর্তির আবেদন ফি ৫০০ টাকা
ভর্তির আবেদনের সময়সীমা ৩০ জুন ২০২৪
লিখিত পরীক্ষা ০২ জুলাই ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে মাস্টার্স ভর্তির যোগ্যতাঃ

  • এক বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য অর্থনীতি বিভাগে স্নাতক করতে হবে।
  • দুই বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কৃষি,ইঞ্জিনিয়ারিং,মেডিকেল,বিজ্ঞান ও কলা অনুষদসহ যে কোন বিভাগ থেকে নুন্যতম স্নাতক ডিগ্রী।
  • মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ের ৬.০ জিপিএ পেতে হবে

ru masters 2 2

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি সান্ধ্য মাস্টার্সঃ 

বিভাগ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
মেয়াদ ০১ ও ০২ বছর মেয়াদী
যোগ্যতা স্নাতক/সমমান পাস
সেশন জুলাই ২০২৪
ভর্তির আবেদন ফি ৫০০ টাকা
ভর্তির আবেদনের সময়সীমা ৩১ আগস্ট ২০২৪
ক্লাস শুরু ০২ সেপ্টেম্বর ২০২৪

  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতায় মাস্টার্স ভর্তির যোগ্যতাঃ

  • এক বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য গণযোগাযোগ ও সাংবাদিকতায় বিভাগে স্নাতক করতে হবে।
  • দুই বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কৃষি,ইঞ্জিনিয়ারিং,মেডিকেল,বিজ্ঞান ও কলা অনুষদসহ যে কোন বিভাগ থেকে নুন্যতম স্নাতক ডিগ্রী।

ru masters

গনিত বিভাগে এমএসসি (সান্ধ্যকালীন) ভর্তি রাজশাহী বিশ্ববিদ্যালয়ঃ 

বিভাগ গনিত বিভাগ
মেয়াদ ০১ ও ০২ বছর মেয়াদী
যোগ্যতা স্নাতক/সমমান পাস
সেশন জুলাই ২০২৪
ব্যাচ ৮ম
ভর্তির আবেদন ফি ৫০০ টাকা
আবেদন শুরু ১৫ জুন ২০২৪
ভর্তির আবেদনের সময়সীমা ৩০ জুলাই ২০২৪
ক্লাস শুরু ৩১ জুলাই ২০২৪

a6eebe6a 284624 P 9 mr

 

এমবিএ ইভেনিং প্রোগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়

এসএসসি / সমমানের ১ম ক্লাস জন্য ০৩ পয়েন্ট, ২য় ক্লাসের জন্য ০২ পয়েন্ট  ৩য় ক্লাসের জন্য ০১ পয়েন্ট।

এইচএসসি / সমমানের ১ম ক্লাস জন্য ০৩ পয়েন্ট, ২য় ক্লাসের জন্য ০২ পয়েন্ট  ৩য় ক্লাসের জন্য ০১ পয়েন্ট।

স্নাতক ডিগ্রি (পাস) প্রথম শ্রেণি / বিভাগের জন্য ০৫ পয়েন্ট দ্বিতীয় শ্রেণি / বিভাগের জন্য  ০৩ পয়েন্ট,  ৩য় শ্রেণি / বিভাগের জন্য ০২  পয়েন্ট।

স্নাতক ডিগ্রি (সম্মান) এবং স্নাতক প্রকৌশল, কৃষি বা মেডিসিন স্নাতক প্রথম শ্রেণি / বিভাগের 4 পয়েন্ট 2 য় শ্রেণি / বিভাগের জন্য 2 পয়েন্ট তৃতীয় শ্রেণি / বিভাগের জন্য 2 পয়েন্ট।
স্নাতকোত্তর ডিগ্রি 3 ম শ্রেণি / বিভাগের 2 পয়েন্ট ২য় শ্রেণি / বিভাগের জন্য 3 য় শ্রেণি / বিভাগের জন্য 1 পয়েন্ট।

 

সান্ধ্যকালীন মাস্টার্স, রাজশাহী বিশ্ববিদ্যালয় সান্ধ্যকালীন মাস্টার্স,ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় মাস্টার্স, রাজশাহী বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি, রাজশাহী বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪,department of information science and library management rajshahi university,library science admission 2024 bd, ru library science admission,ru mastars admission,rajshahi university masters admission

27 thoughts on “রাজশাহী বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি ২০২৪ (সান্ধ্যকালীন ও নিয়মিত)

  1. চায়না থেকে বি এস সি শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করা যাবে কি??

    1. 01703-899973 (রাজশাহী ইউনিভার্সিটি) এই নাম্বারে কল করে জানতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com