Skip to content

রুয়েট ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২৪-২০২৪ (নতুন নিয়ম আপডেটেড)

    বাংলাদেশের শীর্ষ স্থানীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যতম। সংক্ষেপে বিশ্ববিদ্যালয়কে রুয়েট বলা হয়। ১৯৬৪ সালে রুয়েট প্রতিষ্ঠিত হয়। রাজশাহীর রুয়েট ভর্তি হওয়া অনেকের কাছেই একটি সপ্ন। রুয়েট ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাচাই করা হয়। রুয়েট ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২৩-২০২৩ দেখলে বুঝতে পারবেন আপনি ভর্তি পরীক্ষা দেয়ার যোগ্য কিনা।

    পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করে এখনই আবেদন করুন

    রুয়েট বাংলাদেশের শিক্ষা প্রতিস্থানের মধ্যে একটি অতি প্রাচীন প্রতিষ্ঠান। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় রুয়েটে ভর্তি পরীক্ষা অনেক প্রতিযোগিতা মূলক হয়। পুরো উত্তর অঞ্চল মিলে এই একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, সেজন্য এখানে অনেক ছাত্র-ছাত্রি পরীক্ষা দিয়ে থাকে। প্রথমে রুয়েট রাজশাহী প্রকৌশল মহাবিদ্যালয় নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে যাত্রা শুরু করে। ২০০৩ সালে ১ সেপ্টেম্বর সম্পূর্ণ আলাদা ভাবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে চালু হয়।

    রুয়েট ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২৩-২০২৪

    রুয়েট বা রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এবার আলাদা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।এসএসসি,এইচএসসি সমমান পাস করলে বিভিন্ন বিষয়ের উপর স্নাতক ১ম বর্ষে ভর্তি হতে পারবেন। এছাড়া বিদেশি শিক্ষার্থী বা ইংরেজি মাধ্যমের ছাত্র ছাত্রীরাও আবেদন করতে পারবেন। রুয়েটের ভর্তি যোগ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরা হলোঃ

    রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা

    • প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
    • প্রার্থীকে ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে।
    • ২০২০ বা ২০২১ সালে এসএসসি বা সমমান পাস হতে হবে। গ্রেড ৪.০ পেতে হবে।
    • গণিত, পদার্থ, রসায়নে মোট ১৫ পয়েন্ট পেতে হবে। আলাদাভাবে প্রতিটি বিষয়ে ৫.০ পেতে হবে। তবে ইংরেজি বিষয়ে ৪.০ পেলে হবে।
    • বায়োমেডিকেল পড়তে গেলে আপনাকে জীব বিজ্ঞানে ৪.০ পেতে হবে।

    RUET Admission Requirements 2024

    1 CUET

    রুয়েটের আরও কিছু তথ্য দেওয়া হল

    নীতি বাক্যঃ ঐশী জ্যোতিই আমাদের পথ প্রদর্শক

    ছাত্র-ছাত্রীর সংখ্যাঃ ৩৫০০ এর বেশি

    রুয়েটে ৪ টি অনুষদে ১৮ টি বিভাগ আছে , নিচে বিস্তারিত দেওয়া হল

    পুরকৌশল অনুষদঃ

    পুরকৌশল বিভাগ
    নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ
    স্থাপত্য বিভাগ
    বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগ

    যন্ত্রকৌশল অনুষদঃ

    ইন্ডাস্ট্রিয়াল ও প্রোডাকশন কৌশল বিভাগ
    যন্ত্রকৌশল বিভাগ
    গ্লাস ও সিরামিক কৌশল বিভাগ
    মেকাট্রোনিক্স বিভাগ
    ম্যাটেরিয়াল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ

    কেমিক্যাল ও ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ

    তড়িৎ এবং কম্পিউটার কৌশল অনুষদঃ

    তড়িৎ এবং ইলেকট্রনিক কৌশল বিভাগ
    কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
    তড়িৎ ও কম্পিউটার কৌশল বিভাগ
    ইলেক্ট্রনিক ও টেলিকমিউনিকেশন কৌশল বিভাগ

    অ্যপ্লাইড সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদঃ

    পদার্থ বিভাগ
    মানবিক বিভাগ
    রসায়ন বিভাগ
    গণিত বিভাগ

    আবাসিক হল সমূহ ও সিট 

    হলের নাম আসন সংখ্যা 
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর হল২৫০
    শহীদ আব্দুল হামিদ হল২২০
    শহীদ প্রেসিডেণ্ট জিয়াউর রহমান হল৫০০
    টিনশেড হল১০০
    শহীদ লেঃ সেলিম হল৩৫০
    শহীদ শহিদুল ইসলাম হল২২০
    দেশরত্ন শেখ হাসিনা হল১৫০

     

    রুয়েট বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২০২৩ ,রুয়েট বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য,রুয়েট ভর্তি পরীক্ষা ২০২৩-২০২৩ , রুয়েট ভর্তি বিজ্ঞপ্তি, রুয়েট ভর্তির নিয়ম,রুয়েট বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য,রুয়েট ভর্তি পরীক্ষার আবেদন, রুয়েট ভর্তি পরীক্ষার আবেদন লিংক,রুয়েট ভর্তি পরীক্ষা আবেদন,রুয়েট ভর্তি আপডেট,রুয়েট ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ,রুয়েট বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার,

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com