বাংলাদেশ রেলওয়ে গার্ড নিয়োগঃ বাংলাদেশ রেলওয়ে গার্ড পদে ৫৩ টি জনবল নিয়োগ দিবে। রেলওয়ে চাকরি প্রার্থী স্নাতক বা সমমান পাস হলেই কেবল আবেদনের যোগ্য হবেন। প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর ধরা হয়েছে। সম্পুর্ন অনলাইনে আবেদন করতে হবে, আবেদন করা যাবে আগামী ২ মার্চ ২০২২ তারিখ থেকে ৬ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে ও জাতীয় দৈনিক পত্রিকাতে প্রকাশিত বাংলাদেশ রেলওয়ে গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ বিস্তারিত নিচে তুলে ধরা হলোঃ
বাংলাদেশ রেলওয়ে গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পদের নামঃ | রেলওয়ে গার্ড গ্রেড ২ |
পদোন্নতি পদের নামঃ | রেলওয়ে গার্ড গ্রেড ১ |
নিয়োগের ধরনঃ | সরকারি চাকরি |
মোট পদ সংখ্যাঃ | ৫৬ জন |
জেলা ভিত্তিক আবেদনঃ | সকল জেলার নাগরিক |
বিজ্ঞপ্তির উৎসওঃ | অফিশিয়াল সাইট ও জাতীয় দৈনিক |
গার্ড নিয়োগ সার্কুলার প্রকাশঃ | ২২ ফেব্রুয়ারি ২০২২ |
বেতন গ্রেডঃ | গ্রেড ১৪ |
বেতন স্কেলঃ | ১০,২০০-২৪,৬৮০/- |
আবেদন শুরুঃ | ০২ মার্চ সকাল ১০ টা |
আবেদনের শেষসীমাঃ | ১৮ এপ্রিল ২০২২ বিকাল ৫ টা |
আবেদনের মাধ্যমঃ | সম্পুর্ন ওয়েবসাইটের মাধ্যমে |
আবেদন ফিঃ | ১১২ টাকা |
ওয়েবসাইটঃ | http://br.teletalk.com.bd |
→ বাংলাদেশ রেলওয়ের সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন এক পোস্টে
পদের নামঃ গার্ড (গ্রেড-২)
- পদ সংখ্যাঃ ৫৩ জন
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ও সমমানের ডিগ্রিবয়সঃ ১৮-৩০ বছর
- শারীরিক যোগ্যতাঃ ৫ ফুট ৫ ইঞ্চি ও সুঠাম দেহের অধিকারী
- বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০/- টাকা পর্যন্ত
- জেলাঃ সকল জেলার প্রর্থী আবেদন করতে পারবেন।
- আবেদনের সময়সীমাঃ ০৬ এপ্রিল ২০২২
পরীক্ষার ফিঃ যে কোন টেলিটক সিমের মাধ্যমে ০২ টি এসএমএস করে পরীক্ষার ফির জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২/-টাকাসহ মােট ১১২/- টাকা জমা দিতে হবে। পরীক্ষার ফি আবেদনের ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে।
প্রার্থীর বয়সসীমাঃ আবেদনকারীর ১ মার্চ ২০২২ তারিখ ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। আর শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
ট্রেন পরিচালক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
আবেদনপত্র পক্রিয়াঃ বাংলাদেশ রেলওয়ের ট্রেন পরিচালক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনুসারে নিয়োগ পরীক্ষা দিতে হলে আগ্রহী চাকরি প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনের জন্য সাম্প্রতিক তোলা রজ্ঞিন ছবির দরকার হবে। এছাড়া আপনার স্বাক্ষরের স্ক্যান কপি লাগবে। এগুলা আবেদনের সময় এটাচ করতে হবে। আবেদন পত্র সাবমিট করার পুর্বে ভালোভাবে দেখে সঠিক তথ্য নিশ্চিত করে তারপর সাবমিট করুন।
আবেদনের সময়সীমাঃ আবেদন শুরুর তারিখ ও সময় ০২ মার্চ ২০২২ সকাল ১০ টা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ সময় ১৮ এপ্রিল ২০২২ বিকাল ০৫ টা।

Source: Daily Amader Shomoy, 14 March 2022
Application Deadline: 18 April 2022
Source: Observerbd, 23 February 2022
Application Deadline: 06 April 2022
SMS এর মাধ্যমে আবেদন ফি জমাদানঃ
অনলাইনে আবেদন সম্পন্ন করলে Applicant’s Copy পাবেন,সেটা প্রিন্ট করে রাখুন। সেখানে ইউজার আইডি পেয়ে যাবেন। ওটা ব্যাবহার করে আবেদন ফি জমা দিতে হবে। তবে আপনাকে টেলিটক সিম থাকতে হবে, টেলিটক সংযুক্ত মোবাইল থেকে ০২ টি এসএমএস করতে হবে। আপনার সিমে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে।
প্রথম এসএমএসঃ আপনার মেসেজ অপশনে যেয়ে লিখুন BR <স্পেস> User ID লিখে 16222 নম্বরে SMS পাঠান।
এরপর PIN সংবলিত ফিরতি একটা SMS পাবেন। তারপর ২য় এসএমএস করতে হবে।
দ্বিতীয় এসএমএসঃ পুনরায় লিখুন BR <স্পেস> Yes <স্পেস> PIN লিখে 16222 নম্বরে SMS পাঠান।
আবেদন সম্পন্ন হলে পাসওয়ার্ড সংবলিত আরেকটি এসএমএস পেয়ে যাবেন।
বাংলাদেশ রেলওয়ে গার্ড নিয়োগ পরীক্ষা ২০২২ঃ
বাংলাদেশ রেলওয়ে গার্ড নিয়োগ পরীক্ষাতে প্রথমে লিখিত পরীক্ষা হবে এরপর মৌখিক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনের সময়সীমা শেষে করোনাসহ সার্বিক পরিস্থিতি বেস করে পরীক্ষার তারিখ প্রকাশ করা হবে।