শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার জন্য মাস্টার্স ভর্তি হতে পারেন। শেকৃবিতে মাস্টার্স বা স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে নিন্মলিখিত যোগ্যতার দরকার হবে। বিভিন্ন অনুষদের ক্ষেত্রে আবেদনের যোগ্যতার ভিন্নতা রয়েছে। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এমএস ,এমবিএ ও পিএইচডি কোর্স চালু রয়েছে।
শেকৃবিতে বিভিন্ন অনুষদে এমএস,এমবিএ ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি
০১। এমএস ইন কৃষি অনুষদঃ
যোগ্যতাঃ শেকৃবি বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক বা সমমানের ডিগ্রী
০২। এমএস ইন এনিমেল সাইন্স এন্ড ভেটেরিনারি
যোগ্যতাঃ শেকৃবি বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BSC in VET. Science & A.H বা সমমানের ডিগ্রী
০৩। এমএস ইন এগ্রিবিসনেস অনুষদঃ
যোগ্যতাঃ শেকৃবি বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতক বা সমমানের ডিগ্রী
০৪।এমবিএ এগ্রিবিসনেস অনুষদঃ
যোগ্যতাঃ শেকৃবি থেকে বিএসসি ইন এগ্রিবিসনেস,বিবিএ বা সমমানের ডিগ্রী
০৫। পিএইচডি কৃষি অনুষদঃ
যোগ্যতাঃ নিচে দেখুন
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি ২০২২

শেকৃবিতে এমএস সীড টেকনোলজি কোর্সে ভর্তি
- কোর্সঃ এম এস ইন সীড টেকনোলজি
- আসন সংখ্যাঃ ২৫ টি
- শিক্ষাগত যোগ্যতাঃ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক/ সম্মান পাশ হতে হবে।
- আবেদন শুরুঃ ১৫ জানুয়ারি ২০১৯
- আবেদন পাঠানোর শেষ সময়ঃ ২৩ জানুয়ারি ২০১৯
- ফলাফলঃ ২৭ জানুয়ারি ২০১৯
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মাস্টার্স, কৃষি বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি, কৃষি বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি তথ্য,শেকৃবিতে এমএস ভর্তি, শেকৃবিতে মাস্টার্স ভর্তি, শেকৃবিতে এমএস সীড টেকনোলজি কোর্সে ভর্তি, সীড টেকনোলজি কোর্সে ভর্তি, সীড টেকনোলজিতে ভর্তি, সীড টেকনোলজিতে মাস্টার্স,সীড টেকনোলজিতে স্নাতকোত্তর, ইন্সটিটিউট অব সীড টেকনোলজি