৭৫ পদে শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ [Srom Odhidoptor Job Circular]

শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরি পরীক্ষার খবর এক পেজে পেয়ে যাবেন। এ ছাড়াও আমরা সকল সরকারি বেসরকারি চাকরির খবর কে এফ প্ল্যানেট এর বিভিন্ন ক্যাটাগরিতে পেয়ে যাবেন। শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশের কিছুক্ষনের মধ্যেই আমাদের টিম বিজ্ঞপ্তি পৌছায় দিবে আপনার হাতের মুঠোয়। তাই সোনার হরিন চাকরির সকল আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকুন।

অষ্টম বা জেএসসি,এসএসসি, সমমান পাস করলে আপনি শ্রম অধিদপ্তর নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। মাসিক বেতন স্কেল হবে ৮,২৫০-২০,০১০/- ৯,৩০০-২২,৪৯০/- থেকে ১১,০০০-২৬,৫৯০/- ও সকল সরকারি সুযোগ সুবিধা তো আছেই। ০৬ জুন ২০২৩ দৈনিক পত্রিকায় প্রকাশিত শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য নিচে দেখুন।

শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

নিয়োগের শিরোনাম শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তি প্রকাশ ০৬ জুন ২০২৩
আবেদনে শেষ তারিখ ১৬ জুলাই ২০২৩
পদসংখ্যা ৭৫ টি
বেতন ১৩,১৪,১৫,১৬,১৯,২০ গ্রেড
যোগ্যতা JSC,SSC,Honors
বয়সসিমা ১৮-৩০ বছর
অভিজ্ঞতা দরকার নেই
বিজ্ঞপ্তির উৎস জাতীয় পত্রিকা
শ্রম অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটঃ www.dol.gov.bd

Srom Odhidoptor Job Circular ও পদসমুহ

1.পদের নামঃ কম্পিউটার অপারেটর গ্রেড ১৩
নিয়োগ সংখ্যাঃ ০১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাশ
অভিজ্ঞতাঃ কম্পিউটার টাইপে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ মিনিটে
প্রার্থীর বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেলঃ ১১,০০০-২৬,৫৯০/- টাকা
গ্রেডঃ ১৩

2.পদের নামঃ পরিসংখ্যান সহকারী
পদ সংখাঃ ০১ টি
বেতন গ্রেডঃ ১৩
বেতনঃ ১১,০০০-২৬৫৯০/- টাকা মসিক
শিক্ষাগত যোগ্যতাঃ পরিসংখ্যান/গণিতসহ স্নাতক /সমমান ডিগ্রি

3.পদের নামঃ সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড ১৪)
পদের সংখ্যাঃ ০৯ টি
বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০/-
বেতন গ্রেডঃ ১৪
শিক্ষাগত যোগ্যতাঃ ০২য় শ্রেণীর স্নাতক পাস।
অভিজ্ঞতাঃ কম্পিউটার চালনায় দক্ষ ও কম্পিউটার টাইপে ইংরেজিতে ৩০,বাংলায় ২৫ শব্দ মিনিটে। আর সাঁটলিপিতে বাংলায় ৪৫ ও ইংরেজি ৭০ স্পিড থাকতে হবে।

4. পদের নামঃ লাইব্রেরি সহকারি
পদের সংখ্যাঃ ০১ টি
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
বেতন গ্রেডঃ ১৪

 

শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
visa.kfplanet.com

2 srom observer

Source: Observerbd, 06 June 2023

Application Deadline: 16 July 202

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com