Skip to content

সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ( ১৭ ক্যাটাগরির ৫১১ পদ )

  সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ সমবায় অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন সমবায় অধিদপ্তরে ১৭ ধরনের মোট ৫১১ টি পদে জনবল নিয়োগ করা হবে। সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022 মনোযোগ সহকারে পড়ে আবেদন করতে পারেন। আবেদন পক্রিয়া,আবেদনের নুন্যতম যোগ্যতা, বয়স ও শর্তাবলীসহ সকল তথ্য দেখুন নিচ থেকে। সমবায় অধিদপ্তরের  লক্ষ্য ও উদ্দেশ্য হলো নিরাপদ সমবায় ভিত্তিক কার্যক্রম, গবেষনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন করা।

  সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

  সমবায় অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সময়সূচী ও নিয়োগ পরীক্ষার ফলাফলসহ সব নোটিশ আপডেট রাখা হবে এই পেজে।এছাড়া সকল সরকারি বেসরকারি চাকরির খবর পাবেন সবার আগে আমাদের চাকরিভিত্তিক ওয়েব পোর্টাল কেএফপ্ল্যানেটে। মার্চ মাসে প্রকাশ হওয়া Department of Cooperatives coop job circular 2022 অনুসারে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আগ্রহী চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন করতে পারবেন। দেশের প্রায় সকল জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ আছে (খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি বাদে)

  Department of Cooperatives coop job circular 2022

  অধিদপ্তরের নামঃসমবায় অধিদপ্তর,Department of Cooperatives
  চাকরির ধরণঃফুল টাইপ সরকারি চাকরি 
  কত ক্যাটাগরির পদঃ১৭ ধরনের পদে
  মোট জনবল নিয়োগঃ৫১১ জন নিয়োগ
  সমবায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশঃ১৫ মার্চ ২০২২
  জেলা ভিত্তিক আবেদন যোগ্যতাঃDepartment of Cooperatives job circular দেখুন
  বেতন স্কেলঃ৮,২৫০-২০,০১০/ ৯,৩০০-২২,৪৯০থেকে ১১,৩০০-২৭,৩০০/-
  বয়সের যোগ্যতাঃ১৮ থেকে ৩০ বছর ( ০১/০৩/২২ তারিখে)
  পড়াশোনার যোগ্যতাঃঅষ্টম শ্রেণী/এস.এস.সি/এইচ.এস.সি/স্নাতক
  আবেদনের সময়সীমাঃ ২১ এপ্রিল ২০২২
  আবেদন করবেন যেভাবেঃসম্পূর্ণ অনলাইনে (বিস্তারিত নিচে)
  আবেদন ফির পরিমাণঃ৫৬ টাকা ও ১১২ টাকা (সার্ভিস চার্জ সহ)

  সমবায় অধিদপ্তরে চাকরির পদসমূহ 

  1)পদের নামঃ পরিদর্শক ৩৪ টি 
  শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী
  বেতন স্কেলঃ ১২তম গ্রেডে ১১৩০০-২৭৩০০/- টাকা

  2) পদের নামঃ মহিলা পরিদর্শক ০১ টি 
  শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী
  বেতন স্কেলঃ  ১২তম গ্রেডে ১১৩০০-২৭৩০০/- টাকা

  3)পদের নামঃ প্রশিক্ষক ১৬ টি
  শিক্ষাগত যোগ্যতাঃ: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী
  বেতন স্কেলঃ ১২তম গ্রেডে ১১৩০০-২৭৩০০/- টাকা

  4) পদের নামঃ ফিল্ড ইনভেস্টিগেটর ১৯ টি
  শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতিসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী
  বেতন স্কেলঃ ১১৩০০-২৭৩০০/- টাকা

  5) পদের নামঃ : কম্পিউটর ০২ টি 
  শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত অথবা পরিসংখ্যানসহ স্নাতক ডিগ্রী
  বেতন স্কেলঃ ১৪তম গ্রেডে ১০২০০-২৪৬৮০/- টাকা

  6) পদের নামঃ সহকারী পরিদর্শক ০৫ টি
  শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী
  বেতন স্কেলঃ ১৪তম গ্রেডে ১০২০০-২৪৬৮০/-টাকা 

  7) পদের নামঃ মহিলা সহকারী পরিদর্শক ০২ টি
  শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী পাস
  বেতন স্কেলঃ সমবায় অধিদপ্তর নিয়োগ ২০২২ অনুসারে ১৪তম গ্রেডে ১০২০০-২৪৬৮০/- টাকা

  8) পদের নামঃ সহকারী প্রশিক্ষক ১১ টি
  শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী
  বেতন স্কেলঃ  ১৪তম গ্রেডে ১০২০০-২৪৬৮০/- টাকা

  9) পদের নামঃ সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ০২ টি
  শিক্ষা যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে হবে
  বেতন স্কেলঃ ১৪তম গ্রেডে ১০২০০-২৪৬৮০/- টাকা ।
  অভিজ্ঞতাঃ

  • কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, ও সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে
  • কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে।

  10) পদের নামঃ ড্রাইভার/ফিল্ম ভ্যান ড্রাইভার ০৬ টি
  শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণী পাস

  অভিজ্ঞতাঃহালকা বা ভারী যানবাহন চালানাের বৈধ লাইসেন্স থাকতে হবে ।
  বেবেতন স্কেলঃ ১৬তম গ্রেডে ৯৩০০-২২৪৯০/- টাকা।

  11) পদের নামঃ তাঁত সুপারভাইজার ০৫ টি
  শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  বেতন স্কেলঃ ১৬তম গ্রেডে ৯৩০০-২২৪৯০/- টাকা

  12) পদের নামঃ ক্যাশিয়ার ০৪ টি
  শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বাের্ড হতে বাণিজ্যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস।

  অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেয়া হবে।
  বেতন স্কেলঃ ১৬তম গ্রেডে ৯৩০০-২২৪৯০/- টাকা

  13) পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ১০৮ টি
  শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত বাের্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস।

  অভিজ্ঞতাঃ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ও কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে।
  বেতন স্কেলঃ ১৬তম গ্রেডে ৯৩০০-২২৪৯০/- টাকা

  14) পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর ০১ টি
  শিক্ষা যোগ্যতাঃ কোন স্বীকৃত বাের্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস।
  অভিজ্ঞতাঃকম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে
  বেতন স্কেলঃ ১৬তম গ্রেডে ৯৩০০-২২৪৯০/- টাকা

  15) পদের নামঃ সহকারী ফিল্ম অপারেটর ০২ টি
  শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বাের্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস
  অভিজ্ঞতাঃ প্রজেক্টর বা জেনারেটর চালানাের কাজে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেয়া হবে।
  বেতন স্কেলঃ ১৮তম গ্রেডে ৮৮০০-২১৩১০/- টাকা

  16) পদের নামঃ নৈশ প্রহরী ০৪ টি
  শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণী পাস।
  বেতন স্কেলঃ ২০তম গ্রেডে ৮২৫০-২০০১০/- টাকা

  17) পদের নামঃ অফিস সহায়ক ১৮৯ টি
  শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন স্বীকৃত বাের্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষায় পাস
  বেতন স্কেলঃ ২০তম গ্রেডে ৮২৫০-২০০১০/- টাকা

  যে সব জেলার নাগরিক আবেদন করতে পারবেন নাঃ খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না ।

   

  সমবায় অধিদপ্তর আবেদনের শর্তাবলীঃ 

  • প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • বাংলাদেশের নাগরিক নন এমন কারও সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে থাকলে কিংবা বিবাহের জন্য এনগেজ হয়ে থাকলে তিনি আবেদন করার যোগ্য হবেন না।
  • ০১/০৩/২০২২খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স ন্যুনতম ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা নিয়রুপ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।
  •  বয়স প্রমানের জন্য এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।
  • সরকারি, আধা-পরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে
  • নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তী এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে৷
  • কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হাস্/বৃদ্ধি এবংবিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

  মৌখিক পরীক্ষার সময় দরকারি কাগজপত্রঃ 

  1. চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপতি/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
  2. মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে পূরণকৃত আবেদন ফর্মের ফটোকপিস দাখিল করতে হবে।
  3. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদ ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই রঙিন ছবি।
  4. মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আবেদনপত্রের সাথে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা পিতা/মাতার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট এর ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত কপি
  5. ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, পেশাদার ড্রাইভিং লাইসেন্স ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে
  6.  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারের নিকট হতে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্যের সার্টিফিকেট;
  7. এতিম/শারীরিক প্রতিবন্ধী কোটায় আবেদনকারী প্রার্থীকে উপযুক্ত প্রমান উপস্থাপন করতে হবে।

  Source: Daily Janakantha, 17 March 2022

  Application Deadline: 21 April 2022

  সমবায় অধিদপ্তর নোটিশঃ http://www.coop.gov.bd/notices

  সমবায় অধিদপ্তরের অফিসিয়াল অয়েবসাইটঃ www.coop.gov.bd

  সমবায় অধিদপ্তরে যোগাযোগের ঠিকানাঃ 

  সমবায় ভবন এফ-১০, আগারগাঁও সিভিক সেক্টর, শের ই বাংলা নগর, ঢাকা- ১২০৭
  ফোন: ৮৮ ০২ ৯১৪১১৩১
  ইমেইলঃ coop_bangladesh@yahoo.com ইমেইলঃ director@hbri.gov.bd

  সমবায় অধিদপ্তরে চাকুরী

  সমবায় অধিদপ্তরের মহাপরিচালক কে? 
  উত্তরঃ  মো. হারুন-অর-রশিদ বিশ্বাস সমবায় অধিদপ্তরের নতুন নিবন্ধক ও মহাপরিচালক
  সমবায় অধিদপ্তর নিয়োগ সহকারী পরিদর্শকঃ
  পদ: সহকারী পরিদর্শক
  পদসংখ্যা: ৭৮টি (যেটি প্রকাশ হয়েছিলো ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে
  যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি
  বেতনস্কেল: ১০,২০০/- ২৪,৬৮০/ টাকা

  সমবায় অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সময়সূচি ২০২২

  আসন বিন্যাসসহ বিস্তারিত www.coop.gov.bd

  সমবায় অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সময়সূচিঃ

  আমরা সমবায় অধিদপ্তরের জব সার্কুলারের পাশপাশি সমবায় অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সময়সূচি নোটিশ আপডেট করবো। এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষার যাবতীয় নোটিশ সংযুক থাকবে আমাদের এই পোস্টে।

  আপনি এই ওয়েবপেজে এসেছেন কারন নিচের বিষয়গুলি আপনার সার্চের সাথে সাদৃশ্য ছিলোঃ 

  সমবায় অধিদপ্তর জব সার্কুলার,সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,সমবায় অধিদপ্তর আবেদন ফরম,সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি, সমবায় অধিদপ্তরে চাকুরী,সমবায় অধিদপ্তরে চাকুরি, www.coop.gov.bd job circular 2022,somobay odhidoptor job circular 2022,samabay samity bd,somobay odhidoptor niyog

  5 thoughts on “সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ( ১৭ ক্যাটাগরির ৫১১ পদ )”

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *

  "কনটেন্ট চুরি করে নিজকে চোর প্রমাণ করবেন না" by KFPlanet Team!