সম্প্রতি সরকারি পলিটেকনিক কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ প্রকাশ পেয়েছে । বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড আওতাধীন সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । পলিটেকনিক ভর্তি ২০২০ এর আবেদন www.btebadmission.gov.bd এর মাধ্যমে করা যাবে। নিচে ইমেজ/পিডিএফ বিজ্ঞপ্তিসহ সরকারি পলিটেকনিক কলেজে ভর্তি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।
পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২০ অনুযায়ী পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ২০২০ তে ৫৩% শিক্ষার্থী মেধাক্রম অনুসারে এবং ৪৭% শিক্ষার্থী সরকার নির্ধারিত কোটায় ভর্তি হতে পারবে। সরকার কর্তৃক নির্ধারিত কোটা হল মহিলা কোটা ২০%, এসএসসি (ভোকেশনাল) ১৫%, মুক্তিযোদ্ধা সন্তান/ সন্তানদের সন্তান ৫%, বিশেষ শিক্ষার্থী ৫%, কারিগরি শিক্ষা বোর্ডের/ প্রতিষ্ঠানের কর্মচারীদের সন্তানদের ২% এবং ঢাকা, চত্রগ্রাম, বাংলাদেশ সুইডিস পলিটেকনিকে ৪টি করে এবং অন্যান্য প্রতিষ্ঠানে ২টি করে আসন ক্ষুদ্র ন্রি গোষ্ঠীর জন্য বরাদ্ধ থাকবে। তবে কোনও শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষা দিতে হবে না।
১ম পর্যায়ের জন্য
ভর্তির আবেদন পক্রিয়া শুরুঃ ০৯-২৬ আগস্ট ২০২০ রবিবার থেকে
ফলাফলঃ ৩০ আগস্ট ২০২০
নিশ্চায়নের সময়সীমাঃ ৩১ আগস্ট থেকে ০৪ সেপ্টেম্বর ২০২০
২য় পর্যায়ের জন্য
ভর্তির আবেদন পক্রিয়া শুরুঃ ০৫-০৮ সেপ্টেম্বর ২০২০
মাইগ্রেশনঃ ১ম মাইগ্রেশন ০৯ সেপ্টেম্বর ২০২০
ফলাফলঃ ১০ সেপ্টেম্বর ২০২০
নিশ্চায়নের সময়সীমাঃ ১১-১৪ সেপ্টেম্বর ২০২০
৩য় পর্যায়ের জন্য
ভর্তির আবেদন পক্রিয়া শুরুঃ ১২-১৫ সেপ্টেম্বর ২০২০
মাইগ্রেশনঃ ২য় মাইগ্রেশন ১৬ সেপ্টেম্বর ২০২০
ফলাফলঃ ১৭ সেপ্টেম্বর ২০২০
নিশ্চায়নের সময়সীমাঃ ১৮-২০ সেপ্টেম্বর ২০২০
পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

ডিপ্লোমা ভর্তি ২০২০-২১
এস.এস.সি পরীক্ষার পর চাইলে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে কোনো ডিপ্লোমা কোর্সেও ভর্তি হয়ে বদলে দিতে পারেন আপনার ভবিষ্যত জীবন। সরকারি ও বেসরকারি পর্যায়ে বেশ কিছু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তবে সরকারি প্রতিষ্ঠানে যে কোর্সটি করতে খরচ হয় ২০ থেকে ২৫ হাজার টাকা সেই কোর্সটি কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে করতে কমপক্ষে খরচ পড়ে ২ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা। এখন আর ভর্তি পরিক্ষা নেই সরকারি প্রতিষ্ঠানসমূহে সকল আবেদন কারিদের মধ্যে সর্বচ্চ ভাল রেজাল্ট কারিদের বেছে নেওয়া হয়।
সরকারি পলিটেকনিক কলেজ ভর্তি
তবে প্রাইভেট প্রতিষ্ঠানসমূহে নিজেদের ইচ্ছামতো শিক্ষার্থী ভর্তি করে থাকে। তবে প্রাইভেট কিছু প্রতিষ্ঠান রয়েছে যাদের খুবই উন্নতমানের শিক্ষা ব্যবস্থা রয়েছে । সরকারি বা বেসরকারি সকল প্রতিষ্ঠানই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রন করা হয় এবং পরীক্ষা শেষে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সনদপত্র প্রদান করা হয়।
সরকারি পলিটেকনিকে ভর্তির যোগ্যতা
এসএসসি বা সমমান পরীক্ষায় পাসের পর আপনি এখানে ভর্তি হতে পারবেন। সরকারি পলিটেকনিকে ভর্তি হতে চাইলে আপনাকে এসএসসি বা দাখিল পরীক্ষায় যে কোনো বিভাগ থেকে কমপক্ষে ৩.৫০ পেতে হবে। গণিতে জিপিএ ৩ পেতে হবে। বেসরকারিতে কমপক্ষে ২.০০ পেতে হবে।
১।২০২০, ২০১৯ ও ২০১৮ সালে এসএসসি পাসকৃত ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে জিপিএ ৫,০০ প্রাপ্ত সকল বিষয়ের ওপর সর্বোচ্চ ৬৮ গ্রেড পয়েন্ট ধরে প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করতে হবে (১৪ বিষয়ের প্রতি বিষয়ে গ্রেড পয়েন্ট ৫ হিসেবে ১৪x৫=৭০ হওয়ার কথা। কিন্তু চতুর্থ বিষয়ে ২ পয়েন্ট বাদ দেয়ার কারণে সর্বোচ্চ পয়েন্ট ৬৮ উল্লেখ করা হয়েছে)।
২।২০১৭ সালে এসএসসি পাসকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ-৫ প্রাপ্ত সকল বিষয়ের ওপর সর্বোচ্চ ৫৩ গ্রেড পয়েন্ট ধরে প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে মেধাক্রম। নির্ধারণ করতে হবে (১১ বিষয়ের প্রতি বিষয়ে গ্রেড পয়েন্ট ৫ হিসেবে ১১x৫=৫৫ হওয়ার কথা। কিন্তু চতুর্থ বিষয়ে ২ পয়েন্ট বাদ দেয়ার কারণে সর্বোচ্চ পয়েন্ট ৫৩ উল্লেখ করা হয়েছে)।
৩।২০১৬ সালে এসএসসি পাসকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ-৫ প্রাপ্ত সকল বিষয়ের ওপর সর্বোচ্চ ৪৮ গ্রেড পয়েন্ট ধরে প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করতে হবে (১০ বিষয়ের প্রতি বিষয়ে গ্রেড পয়েন্ট ৫ হিসেবে ১০x৫=৫০ হওয়ার কথা। কিন্তু চতুর্থ বিষয়ে ২ পয়েন্ট বাদ দেয়ার কারণে সর্বোচ্চ পয়েন্ট ৪৮ উল্লেখ করা হয়েছে)। এক্ষেত্রে ৬৮ পয়েন্ট ও ৫৩ পয়েন্ট কে ৪৮ পয়েন্টর সাথে সমতুল্য করে হিসাব করা হবে।
৪।সাধারন শিক্ষা বাের্ডের পয়েন্ট ,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসির পয়েন্ট , মাদ্রাসা শিক্ষা বাের্ডের পয়েন্ট ও কারিগরি শিক্ষা বাের্ডের পয়েন্ট এবং ‘ও’ লেভেলের পয়েন্ট সমতুল্য করে মেধাক্রম নির্ধারণ করা হবে।
সরকারি পলিটেকনিক কলেজের তালিকা
সরকারি পলিটেকনিকে পড়ার খরচ
সরকারি পলিটেকনিকে ৪ বছরে আপনার পড়াশোনার খরচ পড়বে মাত্র কম বেশি ৫০ হাজার টাকা। বেসরকারি পলিটেকনিকে পড়াশোনার খরচ একটু বেশি। সেখানে প্রতিষ্ঠান ও বিষয় ভেদে খরচ পড়বে আলাদা-আলাদা। সে ক্ষেত্রে ৯০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকার মতো খরচ হবে। এছাড়া গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সুবিধার জন্য বিশ্বব্যাংক ও কানাডার যৌথ উদ্যোগে বিশেষ বৃত্তির ব্যবস্থা রয়েছে। অনেক প্রতিষ্ঠান জনপ্রতি মাসিক ৮শ’ টাকা শিক্ষা বৃত্তি দিয়ে থাকে। বাংলাদেশ সরকার কর্তৃক স্থাপিত গাজীপুরে অবস্থিত শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজিতে। যার মান যে কোনো প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সমতুল্য।
যেসব বিষয়ে পড়ার সুযোগঃ
যে বিষয়গুলো পড়ার সুযোগ রয়েছে সরকারি এবং বেসরকারি পলিটেকনি্কে শিক্ষা শেষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ রয়েছে। চার বছর যে বিষয়ে পড়ানো হয় সেগুলো হলো আর্কিটেকটর এ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, কনস্ট্রাকশন, আর্কিটেকচার, সিভিল, কম্পিউটার, গার্মেন্টস ডিজাইন এ্যান্ড প্যাটার্ন মেকিং, ইনভায়রনমেন্টাল, ইন্সট্রুমেন্টাল এ্যান্ড প্রসেস কন্ট্রোল, মেকাট্রনিক্স, মাইনিং এ্যান্ড মাইন সার্ভে, টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ফুড, মেকানিক্যাল, পাওয়ার, রেফ্রিজারেশন এ্যান্ড এয়ার কন্ডিশনিং, সিরামিক, গ্লাস, সার্ভেয়িং, মেরিন, শিপবিল্ডিং, এ্যারোস্পেস, অটোমোবাইল, কেমিক্যাল, সিভিল, ডাটা টেলিকমিউনিকেশন এ্যান্ড নেটওয়ার্কিং, কম্পিউটার সাইন্স, ইলেকট্রোমেডিকেল, প্রিন্টিং, গ্রাফিক ডিজাইন।
সরকারি পলিটেকনিক কলেজ ভর্তি,সরকারি পলিটেকনিক কলেজ তালিকা,সরকারি পলিটেকনিক কলেজ সমূহ,সরকারি পলিটেকনিক কলেজ খুলনা,বগুড়া সরকারি পলিটেকনিক কলেজ,ময়মনসিংহ সরকারি পলিটেকনিক কলেজ,ঢাকা সরকারি পলিটেকনিক কলেজ,দিনাজপুর সরকারি পলিটেকনিক কলেজ ,kfplanet.com,সরকারি পলিটেকনিক খরচ, সরকারি পলিটেকনিকে ভর্তি হতে কত টাকা লাগে, সরকারি পলিটেকনিকে ভর্তির যোগ্যতা, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি পলিটেকনিক ভর্তির যোগ্যতা, সরকারি পলিটেকনিক এর তালিকা, বাংলাদেশে সরকারি পলিটেকনিক কয়টি, সরকারি পলিটেকনিকে আবেদন, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট তালিকা, সরকারি পলিটেকনিক তালিকা, সরকারি পলিটেকনিক এর খরচ, সরকারি পলিটেকনিক কলেজ তালিকা, সরকারি পলিটেকনিকে পড়ার খরচ, সরকারি পলিটেকনিকে ভর্তি ফি কত, সরকারি পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তি, সরকারি পলিটেকনিক ভর্তি, সরকারি পলিটেকনিকে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে, সরকারি পলিটেকনিক কলেজের তালিকা, ডিপ্লোমা ভর্তি ২০২০-২১, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি ২০২০,কারিগরি শিক্ষা বোর্ড ভর্তি ২০২০, কারিগরি শিক্ষা বোর্ড ডিপ্লোমা ভর্তি, কারিগরি শিক্ষা বোর্ড ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, কারিগরি শিক্ষা বোর্ড পলিটেকনিক ভর্তি,
স্যার,আমি এবার এস এস সি তে ভোকেশনাল নিয়ে ৪.৪৬ পয়েন্ট পেয়েছি, আমি কি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট এ মেকানিক্যাল সাবজেক্ট এ চান্স পাবো?
জি পেতেও পারেন , এসএসসি ভোকেশনাল এর ক্ষেত্রে ১৫% কোঠা থাকে।
স্যার সাধারণ কলেজে ভর্তি নিশ্চায়ন করলে কি পলিটেকনিকেলে চান্স পেলে ভর্তি হওয়া যাবে?
হ্যাঁ
আমি বিজ্ঞানে জিপিএ ৩.৫৬ পেয়েছি।
আমার কি সিলেট পলিটেকনিক এ কম্পিউটার সাবজেক্ট এ চান্স হবে।
পেতেও পারেন, আবেদন করুন।
না
আমি জেনারেলে এ বছর ভর্তি হয়েছি,,কিন্তু এখন আমি বেসরকারি পলিটেকনিকেলে পরতে চাই,,আমি কি ভর্তি হতে পারবো এখন??
পারবেন। জেনারেল টা বাতিল করুন।
স্যার এসএসসি তে ভোকেশনালে যেই বিষয় নেওয়া হয় যেমন সিভিল/ইলেকট্রিক এগুলো নিয়ে এসএসসি পাশের পরে কি অন্য যেকোনো বিষয়ের উপরেই ডিপ্লোমা করা যায়??মানে তখন আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে চাইলে কি পারবো?নাকি এসএসসি যেই বিষয় নিয়ে করব সেটা নিয়েই ডিপ্লোমা করতে হবে??
মোটামুটি সবগুলাই করতে পারবেন।
কম্পিউটার টেকনোলজি তে পড়ার জন্য কি কম্পিউটার কিনতে হবে??? Ok
জি
আমি 4.39 পেয়েছি আমি কি বরিশাল সরকারির পলিটেকনিক ইনস্টিটিউট এ চান্স পেতে পারি
পেতেও পারেন, আবেদন করুন।
2020-2021 এ আবেদনেরে শেষ তারিখ কবে??
সার্কুলার আসেনি এখনো
আমি ব্যবসায় শিক্ষা থেকে ৪.১১ পেয়েছি আমি কি চান্স পাব?
পেতেও পারেন। আবেদন করে চেষ্টা করুন।
আমি ব্যবসায় শিক্ষায় 4.11 পেয়েছি আমি কি চান্স পাব একটু জানাবেন প্লিজ প্লিজ প্লিজ
পেতেও পারেন। আবেদন করবেন সার্কুলার প্রকাশ পেলে।
ভাই তথ্যগলো কি আমি ব্যাবহার করতে পারি?
আমাদের ফেসবুক গ্রুপ এ?? সেখানে তথ্যসুত্রে আপনার ওয়েবসাইট এর ঠিকানা দেওয়া হবে।
জি ফেসবুক গ্রুপে দেয়া যাবে
২০২০-২১ এর ভর্তি কার্যক্রম শুরু করা হয়ছ..??
নাহ এখনো শুরু হয়নি
স্যার আমি বতর্মানে এইচএসসি পরিক্ষার্থী আমি এসএসসি থেকে 4.35পেয়েছি এবং গণিতে 3.00 পেয়েছি আমি কিভাবে আবেদন করলে ভর্তির সুযোগ পেতে পারি
পেতেও পারেন। আবেদন করবেন সার্কুলার প্রকাশ পেলে।
Circular kobe dibe? Ami hsc dichi 2017 te ami ki apply korte parbo?
২০১৭ সালে এইচএসসি হলে পারবেন না
আমি SSC তে ৪.২২ পাইছি আমি কী ফরিদপুুর পলিটেকনিকে ইলেকট্রিক্যাল নিয়ে পরতে পারি…??
পেলেও পেতে পারেন, সার্কুলার প্রকাশ পেলে আবেদন করে চেষ্টা করুন।
Abusaleh md main uddin
আমার ssc ২০১৫ তে জিপিএ-৫.০০ ছিল!!আমি কি কোনো সরকারী পলিটেকনিকে পডতে পারব!!
পারবেন না, বেসরকারিতে পড়ুন।
vaia apner vorte hower somoy koto taka khoroj hoya chilo?
পলিটেকনিক ইনস্টিটিউট এ কি প্যাথলজি সাবজেক্টআছে
প্রাইভেটে বেশি দেখা যায়।
ভাই আমি এসএসসিতে ৩.৪৪ পেয়ে উত্তীন্ন হয়েছি। তবে গনিতে সম্ভাবত (D) ১.০ পেয়েছি আমিকি পলিটেকনিক এ পড়তে পারব???
গণিতে জিপিএ ৩ পেতেই হবে আর বেসরকারিতে কমপক্ষে ২.০০ পেতেই হবে।
আমি এবার এসএসসি পরিক্ষা দিলাম রেজাল্ট জিপিএ 4.72 আর গণিতে A+ আছে আমি কি দিনাজপুর সরকারি পলিটেকনিক্যালে চান্স পেতে পারি
পেতেও পারেন- আবেদন করেন।
আমি গনিতে C পেয়েছি আমার পয়েন্ট হলো 4.28 আমি পলিটেকনিকেলে চান্স পবো একটু বলেন পিল্জ
নাহ!
আমি মাদরাসায় সাধারন বিভাগ থেকে 4.88 পেয়েছ. আমি কি পলিটেকনিকে চান্স পাবো।কলেজে পত্যেকদিন যাওয়া লাগবে নাকি?
জি চান্স পেতে পারেন। জি কলেজে যেতে হবে।
ভাই আমি এসএসসিতে ১.৭৫ পেয়ে উত্তীন্ন হয়েছি। তবে গনিতে (c) ২.০ পেয়েছি আমিকি বেসরকারি পলিটেকনিক এ পড়তে পারব???
বেসরকারিতে পারবেন।
Ami 2016 year ssc pass korci ami ki vorti hote parbo?
নাহ
২০২০-২১ এর সরকারি পলিটেকনিক ভর্তি কার্যক্রম শুরু হয়েছে কিনা?
জি বিজ্ঞপ্তি দিয়েছে। ০৯ আগস্ট থেকে ভর্তির আবেদন শুরু।
স্যার আমি ২০১৯ সালে এস এস সি পাস করেছি।আমার জিপিএ ৪.০৬। আমি কি লাইভ স্টকে আবেদন করতে পারবো???
যেকেউ কি যে কোনো বিষয় নিয়েই পরতে পারবো..? আমি ওয়েব ডেভলপার হতে চাই.. আমার করনিও কি..?
কম্পিউটার রিলেটেড কোন সাবজেক্টে পড়তে হবে।
আসসালামু আলাইকুম, স্যার আমি মাদ্রাসা শিক্ষা বোর্ড এর মানবিক বিভাগ থেকে জিপিএ ৪.৬৩ পেয়ে উত্তীর্ণ হয়েছি। গণিতে
জি.পি.এ ৩.৫০। আমি কি লক্ষ্মীপুর সরকারি পলিটেকনিক এ ভর্তি হওয়ার সুযোগ পাবো।
স্যার নমস্কার,স্যার আমি 2007 সালে 2.50 এসএসসি পেয়ে পাশ করি।কারেন্ট অ্যাফেয়ার্সে আমি শিক্ষা মন্ত্রীর বিজ্ঞাপন পেয়েছি যে কোনো বয়সী ছেলে মেয়েরা ডিপ্লোমা কোর্স করতে পারবে।বাংলাদেশ গার্মেন্টস ডিপ্লোমা কোর্স বা পলিটেকিনক কোর্সে ভর্তি হতে পারবো কি?তাহলে আমাকে সাহায্য করেন।01719955359
আমি বিজ্ঞান বিভাগ থেকে GPA 3.44 পেয়েছি । গণিতে c পেয়েছি।আমি কি পলিটেকনিক কে ভর্তি হতে পারবো।
নাহ পারবেন না
স্যার গনিতে ৩ না পেলে আবেদন করা যাবে না??
না যাবে না।
ssc 2017 গণিত ৩.০০ আসে কিন্তু মোট GPA 3.32 four subসহ তাহলে কি সরকারি পলিটেকনিকে আবেদন করা যাবে কি
স্যার গনিতে ৩ না পেলে আবেদন করা যাবে না??
নাহ, পারবেন না!
স্যার সাধারণ কলেজে ভর্তি নিশ্চায়ন করলে কি পলিটেকনিকেলে চান্স পেলে ভর্তি হওয়া যাবে?
যাবে!
আমি ব্যবসায় শিক্ষা ৩.৭৮ পেয়েছি। আমার সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এ চান্স হবে।
pete paren.
আমি ব্যবসায় শিক্ষায় ৩.৭৮ পেয়েছি। আমার কি সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এ চান্স হবে।
জি পারবেন।
আসসালামু আলাইকুম
স্যার,,
আমি সাধারণ কলেজে ফর্ম কেটে ভর্তি নিশ্চিত করেছি। এখন আমি চাচ্ছি পলিটেকনিকেল ইনস্টিটিউট এ ভর্তিহতে আমি কি আবেদন করতে পারব,বাহ আমার কি কোন প্রবলেম হবে।
দয়াকরে বলতেন যদি স্যার।।
পারবেন।
আমি science এ পড়ে জিপিএ ৪.৫৬ পেয়েছি তাই আমি কি যশোর সরকারি পলিটেকনিকাল এ ইলেকট্রিকাল ইন্জিনিয়ারিং এ ভর্তি হতে পারব?
জি পেতে পারেন।
sir,ami science a gpa-4.56 পেয়েছি আমি কি চান্স পাব
জি পেতে পারেন।
আমি ৪.০৪ পেয়েছি। আমার ফরিদপুর পলিটেকনিকে নাম আসছে।আমি মাইগ্রেশন করলে কি কিশোরগঞ্জ আসবে?
৪.০৪ না সার সম্ভাবনা আছে!
সার চান্স পাওয়ার পরে কি ডিপার্টমেন্ট চেন্জ করা যায় পিল্জ বলবেন
নাহ। যায় না!
sir পলিটেকনিকেলে software ইন্জিনিয়ারিং কোস আছে বা software ইন্জিনিয়ারিং Deploma আছে কি থাকলে বলেন
প্রাইভেটে পেতে পারেন।
ভাই আমি একজন এইচএসসি পরিক্ষার্থী আমাদের তো অটো পাস দিয়ে দিছে। আমার রেজাল্ট সদি 4.50 উপরে আশে তাহলে কি আমি এবার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি হতে পারবো। কবে থেকে ভর্তি হতে পারবো শেটা ও বলেন তো।
এ বছর আর পারবেন না, তবে বেসরকারিতে পারবেন।
Sir assalamu alaikum ami biusness grup teke 2020 sale 3.28 paici r gonite c / 2 poent paici ami besorkari politecnikele canc pabo ki na?
Sir amr ssc te science teke gpa 3.33.amr ki computer science asbe??
না আসার সম্ভাবনা আছে
আমি SSC তে 4.89পেয়েছি। এখন কি আমি সিরাজগণ্জ পলিটেকনিক এ ভর্তি হতে পারবো?
পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে।