সরকারি-বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ (বিএইচএমএস )

সময়ের সাথে তাল মিলিয়ে বাংলাদেশর হোমিওপ্যাথিক চিকিৎসা এগিয়ে যাচ্ছে। আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে হোমিওপ্যাথিক খুব দ্রুত বিস্তার লাভ করছে। তাই আপনাদের সামনে আজ সরকারি-বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে  আলোচনা করব। বর্তমানে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে অনেক বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়ে থাকে , সেজন্য এখন সুযোগ পাওয়া একটু কঠিন হয়ে গেছে। নিদিষ্ট যোগ্যতা অনুসারে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করতে হয়। আপনার যোগ্যতা না থাকলে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

সরকারি-বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ (বিএইচএমএস)

hl8GVN2
visa.kfplanet.com

সরকারি-বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কিছু নিয়ম অনুসরণ করতে হয় । নিচে সে বিষয় গুলো নিয়ে আলোচনা করব

 কোর্স =)   ১ম বর্ষ বিএইচএমএস কোর্সে (২০২৩-২০২৩ শিক্ষাবর্ষ)  ভর্তির আবেদস আহ্বান করা হচ্ছে।

 প্রতিষ্ঠান=) সরকারি/বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের জন্য প্রযোজ্য

আবেদন ফি=)  ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী কোর্সে ভর্তির জন্য ১০০০ টাকা

আবেদন শুরুঃ    অনলাইনে আবেদন জমা দেবার শুরুর তারিখ   ১৩-০৬-২০২৩ খ্রিঃ

আবেদনের শেষ সময়ঃ অনলাইনে আবেদনের শেষ তারিখ  ১৩-০৭-২০২৩ খ্রিঃ

ফোন নাম্বারঃ  ফোনঃ-৪৮৮১১২০০

যোগ্যতা

=) শিক্ষার্থী কে বাংলাদেশের নাগরিক হতে হব।

=)  শিক্ষার্থী যারা ২০২৩ বা ২০২৩ সনে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
=) ২০২৩ বা ২০২৩ সনে এইচএসসি বা সমমানের (পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানসহ) পরীক্ষায় উত্তীর্ণ
হয়েছেন তারা ভর্তির আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন।

=)ইংরেজি ২০২৩ সনের পূর্বে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা আবেদনের যোগ্য বিবেচিত হবে না।

=)সকল দেশী বিদেশী শিক্ষা কার্যক্রমে এসএসসি ও এইচএসসি বা সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে
৮.০০ হতে হবে।

=)  তবে এককভাবে মাধ্যমিক / উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম পেলে আবেদনের                 যোগ্য হবে না।

=)  উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট
জিপিএ কমপক্ষে ৭.০০ হতে হবে।

=) এককভাবে কোন পরীক্ষায় জিপিএ ৩.০০ এর কম হলে আবেদনের করতে পারবেন না ।

=) সকলের শিক্ষার্থীর জন্যে এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞান (Biology) বিষয়ে জিপিএ ৩.৫০ পেতে                হবে।

=)  কোভিড-১৯ মহামারী কারণে প্রত্যেক শিক্ষার্থীকে প্রবেশপত্র ডাউনলোড ও ভর্তি পরীক্ষার দিনক্ষণ মোবাইল
এসএমএস ও বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তিতে জানানো হবে।

=) BAMS ভর্তির জন্য  ফরম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত অন্যান্য সকল বিস্তারিত, তথ্যwebsite:                         http://dghs.teletalk.com.bd পাবেন

=)  আরও তথ্য পাওয়া যাবে স্বাস্থ্য _ অধিদপ্তরের ওয়েব সাইট – www .dghs .gov. bd এবং কলেজের অধ্যক্ষের               দপ্তরেও তথ্য পাওয়া যাবে।

=) অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পূর্বে নির্দেশাবলী ভালভাবে পড়ে, বুঝে, নির্দেশনা অনুযায়ী অত্যন্ত
সতর্কতার সাথে পূরণ করতে হবে।

=) আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ এবং চুড়ান্তকরণ কম্পিউটারের মাধ্যমে করা হবে।

=) কোন শিক্ষার্থী বিদেশী শিক্ষা কার্যক্রমে এসএসসি/এইচএঁসসি এর সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকে তবে               তাদের মার্কস সমূহ বাংলাদেশে প্রচলিত জিপিএতে রূপান্তর করে Equivalence Certificate সংগ্রহ করার পর           অনলাইনে আবেদন করতে পারবে।

=) সেক্ষেত্রে তাদেরকে চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা বরাবরে ২০০০/- (দুইহাজার)                 টাকা ব্যাংক  ড্রাফ্ট/পে-; অূর্ডারসহ আবেদন করে Equivalence Certificate সংগ্রহ করতে হবে।

=) নির্বাচিত প্রার্থীদের দেয়া তথ্য অসম্পূর্ণ অথবা ভুল প্রমাণিত হলে, তার ভর্তি বাতিল বলে গণ্য হবে।

=) ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে ভর্তি পরীক্ষা সিদ্ধান্তই বলে বিবেচিত হবে।

উপরের সব তথ্য মেনে আপনি আবেদন করতে পারবেন। তবে আপনি আবেদনের যোগ্য না হলে আবেদন করতে পারবেন না। আবেদন করার আগে আপনার তথ্য গুলি ভালভাবে মিলিয়ে নিবেন। কোন তথ্য ভুল হলে আপনার আবেদন গণ্য করা হবে না

 

 

 

সরকারি-বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ভর্তির তথ্য, সরকারি-বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ভর্তি আবেদনের নিয়ম, সরকারি-বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ভর্তির ফি, সরকারি-বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আবেদনের সময়, বিএইচএমএস আবেদনের যোগ্যতা, বিএইচএমএস আবেদনের সময় সীমা, বিএইচএমএস ভর্তি তথ্য

 

 

One thought on “সরকারি-বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ (বিএইচএমএস )

  1. যারা ডিএইচএমএস করেছে তারা বিএইচএমএস করতে চাইলে কি কি দাক নির্দেশন লাগবে একটু বলবেন , প্লিজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com