সম্প্রতি সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিনিয়র সহকারী সচিব পদোন্নতি পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে । আমার আপনাদের কে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতির বিজ্ঞপ্তি ও সকল নোটিশ ২০২৩ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সিনিয়র সহকারী সচিবদের প্রধান দায়িত্ব গুলির মধ্যে উল্লেখ যোগ্য হল ন্যায়পরায়ণ, সুবিচারসম্পন্ন এবং স্বচ্ছ মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন ইত্যাদি। দেশের জনগণের প্রশিক্ষণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও মানব সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে একটি দক্ষ, সেবামুখী ও জবাবদিহিতামূলক জনপ্রশাসন গড়ে তোলা।
সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতির বিজ্ঞপ্তি ২০২৩
ক্যাডার বহির্ভূত থেকে সিনিয়র সহকারী সচিব পদে পরীক্ষা দিতে পারবেন । সিনিয়র স্কেলে এই পদটি পদোন্নতি হবে । জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে যারা সিনিয়র স্কেলভুক্ত পদে কর্মরত আছেন, তাদের স্ব স্ব পদে একই কর্মসস্থলে কর্মরত থাকবেন। পদোন্নতিপ্রাপ্ত যে সকল কর্মকর্তা সিনিয়র স্কেলভুক্ত পদে নেই, তার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র প্রেরণ করবেন।
সহকারী সচিব পদে পদোন্নতির কিছু গুরুত্ব পূর্ণ তথ্য
আবেদন শুরুঃ ১০/১০/২০২৩ থেকে ৩১/১০/২০২৩
আবেদন শেষঃ সংশ্লিষ্ট কাগজপত্রসহ আবেদনের অরজিনাল কপি সহ আগামী ১১-১১.২০২৩ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে অবশ্যই সরাসরি পাঠাতে হবে ।
পরীক্ষা হবেঃ ডিসেম্বর ২০২৩
ওয়েব সাইটঃ ww.bpsc.gov.bd
ফোন নম্বরঃ ৫৫০০৬৬৩০
আবেদন পাঠানোর ঠিকানাঃ সচিব,বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকায় পৌছাতে হবে।
সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতির নোটিশ ২০২৩
আবেদনের সময়সীমাঃ ১১ নভেম্বর ২০২৩
বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েব সাইট bpsc.gov..bd অথবা bpsc.teletalk.com.bd তে পাওয়া যাবে ।
মোঃ রাজা মিয়া, উপসচিব, ইউনিট ১০ ফোনঃ ৫৫০০৬৬৩০
সিনিয়র সহকারী সচিব গ্রেডঃ ৬ষ্ঠ গ্রেড, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী
সিনিয়র সহকারী সচিবের বেতন স্কেলঃ ৩৫,৫০০-৬৭,০১০/- জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী
সচিবঃ একজন সচিব সাধারণত কোন মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন
সচিব কত প্রকার কি কি?
মন্ত্রী > সিনিয়র সচিব> সচিব>অতিরিক্ত সচিব >যুগ্ম সচিব > উপসচিব > সিনিয়র সহকারী সচিব >সহকারী সচিব।