বাংলাদেশ সুপ্রীম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত প্রতিষ্ঠান। বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ অধ্যায়ে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা সম্পর্কে আইনী বিধান রয়েছে।বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের রমনায় সুপ্রীম কোর্ট অবস্থিত।এটা সচরাচর হাইকোর্ট নামে পরিচিত, কারণ ১৯৭১ সালের পূর্বে এই ভবনে পূর্ব পাকিস্তানের উচ্চ আদালতের কার্যক্রম পরিচালিত হতো।সংবিধানের ধারা-১০০-এর বিধান অনুযায়ী বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে সুপ্রীম কোর্টের স্থায়ী আসন অবস্থিত হবে। তবে বিধান আছে যে, রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে প্রধান বিচারপতি সময়ে সময়ে অন্য যে স্থান বা স্থানসমূহ নির্ধারণ করবেন, সেই স্থান বা স্থানসমূহে হাইকোর্ট বিভাগের অধিবেশন অনুষ্ঠিত হতে পারবে।
আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য নিচে দেখুনঃ
বেতন | ৯,৩০০-২২,৪৯০/- |
পদ সংখ্যা | ০৮ টি পদে |
যোগ্যতা | ৮ম শ্রেণী/এসএসসি পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। |
আবেদনের সময়সীমাঃ | ০১ নভেম্বর ২০২০ |
এছাড়া নিচ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারেনঃ
সুপ্রিম কোর্ট নিয়োগ ২০২০
supreme court job circular

Source: Janakantha, 15 October 2020
Application Deadline: 01 November 2020
Visit Website: www.supremecourt.gov.bd
অ্যাটর্নি জেনারেল অফিস
⇔কে এফ প্ল্যানেট ফেসবুক পাতা ⇔ আমাদের শুধুমাত্র চাকরির ফেসবুক পাতা
আমি করতে চাই
প্ররমে আমার সালাম নিবেন স্যার|আমি সাধারণ গরীবঘরের একটি মেয়ে|আমার বাবা এবং কোনভাই নেই|আমরা পাঁচবোন এবং আমি সবার ছোট|আমার দু:খীনী মাকে নিয়ে খুবই অসহায় মধ্যে আছি|তাই আমার চাকরীটা খুবই দরকার|যদি স্যার আপনাদের মঞ্জি হয়|
প্রথমে আমার সালাম নিবেন স্যার |আমি সাধারণ গরীব ঘরের একটি সাধারণ মেয়ে|আমার বাবা মারা গেছে এবং কোনভাই নেই |আমরা পাঁচবোন এবং আমি সবার ছোট|আমার দু:খীনী মাকে নিয়ে খুবই অসহায় মধ্যে আছি |তাই আমার চাকরীটা খুবই দরকার|যদি স্যার আপনাদের মঞ্জি হয় |আমি এস. সি.পর্যন্ত পড়া শুনা করি |অনেক কষ্ট করে Com -puter offices র্কোস শিখে একটি প্রতিষ্ঠানে job করতাম | দেনার কারণে সেই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ায় আমি অনেক অসহায় এবং দেনায় পড়ে যাচ্ছি | তাই আপনাদের প্রতিষ্ঠানে অথবা জানাশুনাএকটি প্রতিষ্ঠানে চাররীর ব্যবস্থা করলে আমারমত গরীব মেয়ের খুবই উপকার হত sir. Please sir. দয়া করে আমার মোবাইলেএকটি কল করে জানালে হবে |কবে কখন কোথায় আসতে হবে |মোবাইল নম্বরটি 01944***** Please sir.
আমি অষ্টম শ্রেণি পাশ এবং কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনার/বেসিক কোর্স কমপ্লিট
আমি ইন্টারপাশ আমি সুপ্রিম কোডে চাকরি করতে চাই
I am very excited.
আমার একটা চাকরির প্রয়োজন
ami ssc pas cakri ta korta cai
cakri
আমি বি এ পাশ
কি পদে নিয়োগ নিবে বোঝা যাচ্ছেনা
ড্রাইভার পদে জনাব।
Amar akta job dorkar plz help me kono oviggota niye sondeho nei sob parbo insaallah
Jsc pas ki kaj janaben sri
ড্রাইভার
আমার একটা জব এর খুব প্রয়জন
I want to work in the supreme court
হাই
আমি এইচ এস সি পাস করে অনার্স এ পরছি/ ড্রাইভিং লাইছেন্ছ আছে…..