২৪৭ পদে সেসিপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ [সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম]

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম বা সেসিপ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে চাকরি প্রার্থীদের জন্য সাম্প্রতিক সময়ে প্রকাশ হওয়া সেসিপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর বিস্তারিত পাবেন kfplanet.com সাইটে। ১৯৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ টি ট্রেডের মোট ২৪৭ টি পদে নিয়োগ দেয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম(সেসিপ)-এর চাহিদার ভিত্তিতে সাধারণ শিক্ষা ধারার শিক্ষাপ্রতিষ্ঠানে ভোকেশনাল কোর্স চালুর লক্ষ্যে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীদের নিকট হতে নিন্মলিখিত শর্তে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছেঃ

Sesip Job Circular 2023 : সেসিপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

জব টাইপ সরকারি চাকরি 
কোন মন্ত্রনালয়ের অধীনে শিক্ষা মন্ত্রণালয়
নিয়োগ টাইটেল Sesip Job Circular 2023
পজিশন ট্রেড ইন্সট্রাক্টর
শিক্ষা প্রতিষ্ঠানের সংখা ১৯৮ টি পদে 
ট্রেডের সংখ্যা ১০ টি ট্রেড 
পদ সংখ্যা ২৪৭ জন
বেতন স্কেল এমপিওভুক্ত
বয়সসীমা ম্যাক্সিমাম ৩৫ বছর
যোগ্যতা NTRCA নিবন্ধনকারী 
আবেদন শুরু ১৫ জুন ২০২৩
আবেদনের মাধ্যম অনলাইন
আবেদনের শেষ তারিখ ০৩ জুলাই ২০২৩

 

ট্রেডের নামঃ 

  1. Civil Construction
  2. Computer information Technology
  3. Food processing and preservation
  4. General Electronic Works
  5. General Electronics
  6. Plumbing and pipe Fitting
  7. Refrigeration and air conditioning 
  8. Dress Making
  9. General Mechanics
  10. Welding and Fabrication

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

1 ittefaq ntrca
visa.kfplanet.com

2 ittefaq ntrca

Source: Daily Ittefaq, 13 June 2023

Application Deadline: 03 July 2023

Apply Online: ngi.teletalk.com.bd

আবেদনের নিয়ম ও শর্তঃ 

১।আবেদনকারীকে আবশ্যিকভাবে এনটিআরসিএ কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধনধারী এবং সমঘ্বিত মেধা তালিকাভুক্ত হতে হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

২।আবেদনকারীর বয়স ০১ জানুয়ারি ২০২৩ খ্রি: তারিখে ৩৫ বছর বা তার কম হতে হবে। তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ইনডেক্সধারী প্রার্থী এবং মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৩৯০০/২০২৩নং মামলার রায় অনুযায়ী ১২.০৬.২০২৩ খ্রিষ্টাব্দ তারিখের পূর্বে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

৩।প্রত্যেক আবেদনের জন্য আবেদনকারীকে ১০০ টাকা হারে ফি জমা দিতে হবে। নির্ধারিত হারে ফি জমা না দিলে
আবেদনটি বাতিল বলে গণ্য হবে।
(ক) ফর্ম পূরণ ও ফি জমা প্রদান শুরুর তারিখ ও সময় : ০৮/০৮/২০২৩ খি: সকাল ১০.০|
(খ) ফর্ম জমা প্রদানের শেষ তারিখ ও সময় : ৩১/০৮/২০২৩ খ্রি: তারিখ সময় রাত ১২.০০ ঘটিকা
পর্স্ত।

৪।সকল বৈধ আবেদনকারী অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর প্রতিটি পদের জন্য এনটিআরসিএ’র পক্ষ থেকে টেলিটকের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে একটি SMS পাবেন। আবেদনকারীকে দাখিলকৃত আবেদনের একটি প্রিন্ট কপি স্ব উদ্যোগে সংরক্ষণ করতে হবে।

৫। যিনি যে বিষয়ে এনটিআরসিএ’র নিবন্ধন সনদধারী তিনি ০-/১৫৮০190101011 এ প্রদর্শিত তার সংশ্লিষ্ট বিষয়/বিষয়সমূহের বিপরীতে তালিকায় বর্ণিত সকল প্রতিষ্ঠানের সকল পদে আবেদন করতে পারবেন। তবে এক ব্যক্তি একাধিক প্রতিষ্ঠানের একাধিক পদে আবেদন করলে পছন্দের ক্রম উল্লেখ করে দিতে হবে। তার পছন্দ ও মেধাক্রম অনুসারে মাত্র একটি পদের বিপরীতে তাকে নিয়োগের জন্য সুপারিশ করা হবে।

সকল বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স/ এম বি এ ভর্তি বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন, মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি। 

সকল সরকারি ও বেসরকারি , ফ্রি ও পেইড প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখানে।

সেসিপ নিয়োগ বিজ্ঞপ্তি,সেসিপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩,সেসিপ শিক্ষক নিয়োগ,সেসিপ প্রকল্পের নিয়োগ,সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ),মাউশি নোটিশ,Sesip রিসোর্স শিক্ষক বেতন,সেসিপ এর বেতন কাঠামো,সেসিপ শিক্ষক নিয়োগ, সেসিপ প্রকল্প,সেসিপ প্রকল্পের মেয়াদ,bd job circular 2023,it job circular 2023,sesip resource teacher salary,e job circular 2023,job circular february 2023,who job circular in bangladesh 2023,sesip certification,diploma job circular 2023

 সরকারি চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

বেসরকারি/কোম্পানি চাকরির সকল নিয়োগ দেখুন

সাপ্তাহিক চাকরির পত্রিকা দেখতে পারবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com