গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান Bangladesh Space Research and Remote Sensing Organization (SPARRSO)। সম্প্রতি বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ হয়েছে। প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার,জুনিয়র ইঞ্জিনিয়ার,একাউন্ট এ্যাসিসটেন্ট কাম টাইপিষ্ট পদে জনবল নিয়োগ দিবে স্পারসো। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি 2022 অনুসারে বাংলাদেশের নাগরিকদের কাছ থেক দরখাস্ত আহবান করা হচ্ছে। স্পারসো ( SPARRSO) তে ০১ ধরনের মোট ০৫ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে যে পদগুলোতে পুরুষ ও নারী প্রার্থীগণই আবেদন করতে পারবেন। সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান স্পারসো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ নিচে তুলে ধরা হলোঃ
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
প্রতিষ্ঠানের নামঃ | বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো |
চাকরির ধরনঃ | সরকারি চাকরি ফুল টাইম |
কত ক্যাটাগরিঃ | ০৪ ধরনের পদে |
শিক্ষাগত যোগ্যতাঃ | অষ্টম শ্রেণি/এসএসসি |
আবেদনের পদ্ধতিঃ | অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে |
আবেদন ফিঃ | পদভেদে ১১২/-ও ২২৪/- টাকা |
আবেদনের সময়সীমাঃ | ১৬ মার্চ ২০২২ ইং |
অফিসিয়াল ওয়েবসাইটঃ | http://www.sparrso.gov.bd |
স্পারসো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পদের নামঃ মেকানিক/প্লাম্বার (০২)
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/- গ্রেড ১৬
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি ও ট্রেড
পদের নামঃ ড্রাইভার(০১)
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/- গ্রেড ১৬
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি
পদের নামঃ অফিস সহায়ক (১)
বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০/- গ্রেড ২০
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি
পদের নামঃ নিরাপত্তা প্রহরী (১)
বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০/- গ্রেড ২০
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি

Application Deadline: 16 March 2022
Apply Online: sparrso.teletalk.com.bd
আবেদন করুনঃ http://sparrso.teletalk.com.bd
স্পারসো আবেদন ফরম
কে এফ প্ল্যানেট ফেসবুক পাতায় লাইক দিয়ে একটিভ থাকুন।
বিগত বিজ্ঞপ্তির পদসমূহঃ
পদের নামঃ প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার (পিএসও)
পদ সংখাঃ ০৫ টি
শিক্ষাগত যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রী
অভিজ্ঞতার প্রয়োজনঃ ১২ বছরের
বেতন স্কেল ও গ্রেডঃ ৫০,০০০/- থেকে ৭১,২০০/- (গ্রেড-০৪)
বয়সসীমাঃ সর্বোচ্চ ৪৩ বছর (০১/০১/২০২২ তারিখে)
পদের নামঃ জুনিয়র ইঞ্জিনিয়ার
পদ সংখাঃ ০১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এ ২য় বিভাগ পাসসহ ১ম শ্রেণির ডিপ্লোমা ডিগ্রী
অভিজ্ঞতার প্রয়োজনঃ নাই
বেতন স্কেল ও গ্রেডঃ ১২,৫০০/- থেকে ৩০,২৩০/- (গ্রেড-১৪)
বয়সসীমাঃ ১৮ থেকে ৩০ বছর (২৯/০৭/২০২২ তারিখে)
পদের নামঃ একাউন্ট এ্যাসিসটেন্ট-কাম-টাইপিষ্ট
শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্য বিভাগে ২য় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রী
অভিজ্ঞতার প্রয়োজনঃ নাই
পদের সংখ্যাঃ ০১ টি
বেতন স্কেলও গ্রেডঃ ১০,২০০/- থেকে ২৪,৬৮০/- (গ্রেড-১৪)
বয়সসীমাঃ ১৮ থেকে ৩০ বছর (২৯/০৭/২০২২ তারিখে)
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) নিয়োগ পরীক্ষার ফলাফল
স্পারসো কি?
উত্তরঃ Sparrso এর পূর্ণরূপ Bangladesh Space Research and Remote Sensing Organization(SPARRSO) যার বাংলা বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংক্ষেপে স্পারসো
স্পারসো কি ধরনের সংস্থা?
উত্তরঃ এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান। মহাকাশ ও দূর অনুধাবন প্রযুক্তি সম্পর্কে গবেষণা করে থাকে SPARRSO।
স্পারসো বাংলাদেশের কোথায় অবস্থিত?
উত্তরঃ এটি ঢাকার আগারগাঁও তে অবস্থিত।
স্পারসো কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৮০ সালে এটি প্রতিষ্ঠিত হয়। । ১৯৮০ সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মহাকাশ এবং বায়ুমণ্ডল গবেষণা কেন্দ্র এসএআরসি এবং বাংলাদেশ ল্যান্ডসেট প্রোগ্রাম বিএলপি একত্রিত করে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান গঠন করা হয়। তবে ১৯৯১ সালের বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পুনঃগঠিত হয়।
Sparrso এর প্রধান কে?
উত্তরঃ স্পারসো এর প্রধান মিজানুর রহমান,চেয়ারম্যান। ০৩ জন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রয়েছেন।
স্পারসো কাজ কি?
- মহাকাশ বিজ্ঞান ও দূর অনুধাবন প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করা ও তার উপর গবেষণা করা।
- কৃষি, বন, মৎস, মাটি, মানচিত্র, পানি সম্পদ, ভূমি ব্যবহার, আবহাওয়া, পরিবেশ, ভূগোল, সমুদ্র, বিজ্ঞান, শিক্ষা এবং জ্ঞান ও বিজ্ঞানের ক্ষেত্রে মহাকাশ ও দূর অনুধাবন প্রযুক্তিকে ব্যবহার করা।
- মহাকাশ ও দূর অনুধাবন প্রযুক্তি সম্পর্কেপরীক্ষা নিরীক্ষা , জরিপ, প্রশিক্ষণ ও কারিগরী গবেষণার ব্যবস্থা করা।
- মহাকাশ ও দূর অনুধাবন প্রযুক্তি সম্পর্কে গবেষণা পরিচালনার জন্য প্রকল্প প্রণয়ন করা এবং সরকারের অনুমোদনে টা বাস্তবায়ন করা।
স্পারসো বাংলাদেশের কোথায় অবস্থিত, স্পারসো এর প্রধান হন কে, স্পারসো নিয়োগ বিজ্ঞপ্তি,স্পারসো কি ধরনের সংস্থা, স্পারসো বাংলাদেশ, স্পারসো কত সালে প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান নিয়োগ, স্পারসো জব সার্কুলার, স্পারসোতে চাকরি,
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ ২০২২ দেখুন
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর নিয়োগ বিজ্ঞপ্তি
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি