হাইটেক পার্ক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ : বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষতে চাকরি

হাইটেক পার্ক নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ক পোস্টে বিভিন্ন হাইটেক পার্কের চলমান নিয়োগ বিজ্ঞপ্তির সার-সংক্ষেপ পাবেন। ০২ জুনের বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে গ্রেড ০৯ বেতনে ০৪ টি পদে নিয়োগ দিবে। আবেদনের নিয়ম, আবেদনের যোগ্যতাসহ হাইটেক পার্ক নিয়োগ বিজ্ঞপ্তির ইমেজ সার্কুলার সংযুক্ত করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, সিলেট, শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর,শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার ,কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার যে স্পব জেলায় রয়েছেঃ চট্টগ্রাম, সিলেট, রংপুর, নাটোর, কুমিল্লা, নেত্রকোণা, বরিশাল ও মাগুরা।

বাংলাদেশ হাইটেক পার্ক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

Bangladesh Hi-Tech Park Authority BHTPA Job Circular 2023 অনুসারে ০৪ টি শূন্য পদসমূহে জনবল নিয়োগ দিবে। আগ্রহী চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন পূরণ ও জমা করতে পারবেন।

https://erecruitment.bcc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ২৯ নভেম্বর ২০২৩ তারিখ সকাল ১০ টা থেকে আর শেষ হবে ১৩ ডিসেম্বর ২০২৩ তারিখ বিকাল ০৫ টা পর্যন্ত। 

বিভিন্ন হাইটেক পার্কের চলমান নিয়োগ  (সার-সংক্ষেপ)

প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ
জব টাইপ সরকারি চাকরি 
শূন্যপদের সংখ্যা ০৪ টি
আবেদন শুরু ২৯-০৯-২০২৩ তারিখ
আবেদন শেষ ১৩-১২-২০২৩ পর্যন্ত
আবেদনের লিংক https://erecruitment.bcc.gov.bd
সোর্স জাতীয় পত্রিকা
ওয়েবসাইট http://bhtpa.gov.bd

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ চাকরির পদসমূহ

পদের নামঃ সহকারী প্রোগ্রামার  
পদ সংখ্যাঃ ০৪ টি
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০/-

bhtpa 1

bhtpa 2

Application Deadline: 13 December 2023 

Apply Online Here: bhtpa.teletalk.com.bd

বঙ্গবন্ধু হাইটেক পার্ক সিলেট নিয়োগ 


Seems like:- যশোর আইটি পার্কে চাকরি 

above all -এই পেজে যে টপিকস আলোচনা হয়ে থাকে : 

হাইটেক পার্ক চাকরি,হাইটেক পার্ক চাকরি 2023,হাইটেক পার্কে নিয়োগ,হাইটেক পার্কে চাকরির খবর,আইটি পার্ক নিয়োগ বিজ্ঞপ্তি, আইটি পার্কে  চাকরির খবর,হাইটেক পার্ক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩,হাইটেক পার্ক জব,হাইটেক পার্ক জব সার্কুলার,  নিয়োগ,

4 thoughts on “হাইটেক পার্ক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ : বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষতে চাকরি

  1. আমি এইচ এসসি পাশ। কিন্তু কম্পিউটার এর অফিসিয়াল কাজ করতে জানি না।আমি কি কোন জব পাবো এখানে???

  2. আমি এইচ এসসি পাশ। কিন্তু কম্পিউটার এর অফিসিয়াল কাজ করতে জানি না।আমি কি কোন জব পাবো এখানে???

    1. যদি বিজ্ঞপ্তি পড়ে বুঝতে পারেন আপনি যোগ্য, তাহলে আমাদের পোস্ট থেকে স্ব স্ব প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিয়ম অনুসারে আবেদন করুন! ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com