৫ এসইও র‍্যাঙ্কিং ফ্যাক্টর ২০২৪-ফ্রি SEO এসইও কোর্স পর্ব ০২

আজকে আমরা আলোচনা করবো ৫ এসইও রাঙ্কিং ফ্যাক্টর ২০২৩ নিয়ে। জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল প্রতিনিয়ত তাদের এলগোরিদম বা প্রবাহ চিত্র পরিবর্তন পরিবর্ধন করে থাকে। বছরের শুরুতে SEO ranking factors এর প্রতিফলন প্রকাশ পায়। আমাদের এই আলোচনা  আপনাদের সাইটে বা ইউটিউবে ভিজিটর আনতে সহায়তা করবে। চলুন দেখি গুগোলের সাথে কিভাবে আমরাও আপডেট হয়ে যেতে পারি।

৫ এসইও রাঙ্কিং ফ্যাক্টর ২০২৩ 

 

০১। মোবাইল ফ্রেন্ডলিঃ এক সময় ছিল ডেস্কটপ কম্পিউটারে ইন্টারনেট ব্যাবহার করতো, দিন দিন আমুল পরিবর্তন হতে হতে এখন প্রায় ৮০% ইন্টারনেট ব্যাবহার মোবাইল ডিভাইস দিয়ে, দিন দিন এর আধুনিকতা বাড়ছে বিধায় আপনার সাইটটি মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। এখানে কিছু পয়েন্ট মনে রাখুন যেমন

    • mobile responsive design and optimized
    •  Page is mobile friendly

এখানে নিজের সাইট বাদে অন্য প্লাটফর্মে কাজ করেন তাদের এই বিষয়ে চিন্তা না করা লাগতেছে না।

০২। লিঙ্কঃ লিঙ্ক বিল্ডিং আগের মতই সুদূর প্রসারী কাজ করে তবে আপডেট নিউজ হলো যারা নিজেদের কনটেন্ট উন্নত না করে পেইডে যেয়ে বা ব্লাক হ্যাট করে লিঙ্ক বিল্ডিং করেন তাদের গুগোল থেকে পানিশমেন্ট এর ব্যাবস্থা করা হয়েছে। এখানে Domain rank (DR) and Page Rank (PR) সমন্বয় করা হয়ে থাকে। অবশ্যই আপনাকে লিগাল ওয়েতে লিঙ্ক বিল্ডিং এর কাজ করতে হবে,আর কনটেন্ট ভাল হলে আপনার সাইটটি অন্যরাই বিল্ডিং করে দিবে।

০৩। কনটেন্টঃ বরাবরই বলে আসি যে কন্টেন্ট ইজ কিং। মানে আপনার কনটেন্ট এর জন্য আপনার অনেক ফাক ফোঁকর থাকা সত্ত্বেও এক টানে র‍্যাঙ্কে চলে যাবে। ইউনিকের ভাগটি অবশ্যই বেশি হবে।পুরাটা ইউনিক হলে আরো ভাল। ভাল কনটেন্ট মেক করার ওয়ে জানতে হবে। অযথা কিছু না লিখে ভিসিটর ইন্টেন্ট ফিল আপ করুন।

০৪। ভিডিওঃ গুগোল এই সময়ে ভিডিও কে গুরুত্ব দিচ্ছে কারন ভিজিটর রা ভিউয়ারস হতে ভালবাসে মানে ভিজুয়ালি দেখতে চাই। তাই আপনার সাইটে ইউটিউব ভিডিও রাখুন,কারণ জানেন ই ইউটিউব গুগোলেরই।

০৫। রিসার্চ-কম্পেটিশন-কিওয়ার্ডঃ রিসার্চ করে জানতে হবে আপনার টার্গেট কি ওয়ার্ড কাদের সাথে কম্পিটিশন করছে। তারপর মডিফিকেশন বা লং টেইল কি ওয়ার্ড নির্বাচন করতে হবে।

এস.ই.ও শিখুন বাংলা ভাষায় এবং অনলাইনে আয় করুন। কমেন্ট করে জানিয়ে দিন আর কি কি জানতে চান। আমাদের এক্সপার্ট হাজির হয়ে যাবে আপনাদের কাছে উত্তর নিয়ে।

Freelaner care,freelancing care,Top 5 SEO ranking factors 2023,google seo ranking factors 2023,Bangladesh

One thought on “৫ এসইও র‍্যাঙ্কিং ফ্যাক্টর ২০২৪-ফ্রি SEO এসইও কোর্স পর্ব ০২

  1. অনেক ভালো পোসট। র‍্যংকিং ফ্যাক্টর সম্পর্কে জানতে পারলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com