Skip to content

মানবিক সাহায্য সংস্থা এমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ হয়েছে!!

    মানবিক সাহায্য সংস্থা এমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি

    ৩০ এপ্রিল ২০২৩ তারিখে  মানবিক সাহায্য সংস্থা এমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ হয়েছে। মানবিক সাহায্য সংস্থা চাকরির বিজ্ঞপ্তিতে ০২ ধরনের ০৩ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তির কথা উল্লেখ করেছে। উল্লেখিত পদের জন্য পদভেদে বেতন  হবে প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী। আপনি স্নাতকোত্তর,স্নাতক পাস করে থাকলে আবেদনের জন্য যোগ্য হবেন। 

    Manabik Shahajya Sangstha MSS-মানবিক সাহায্য সংস্থা জব সার্কুলার ছাড়াও বাংলাদেশের সকল সরকারি প্রাইভেট চাকরির সার্কুলার KFPlanet এ সবার আগে পোস্ট করা হয়। আপনার কাঙ্ক্ষিত জব সার্কুলার পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিসিট করুন আর আপনার কাছের বন্ধুদের সাথে শেয়ার করুন।

    মানবিক সাহায্য সংস্থা এমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

    Manabik Ahahajya Sangstha MSS Job Circular এর নিম্নবর্ণিত শূণ্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহব্বান করা হচ্ছেঃ

    নিয়োগের শিরোনাম মানবিক সাহায্য সংস্থা
    জবের ধরন বেসরকারি এনজিও চাকরি
    বিজ্ঞপ্তি প্রকাশ ২৪ ফেব্রুয়ারি ২০২৩
    বিজ্ঞপ্তির উৎস জাতীয় দৈনিক পত্রিকা
    মোট পদ সংখ্যা ০৩ টি পদে
    কত ক্যাটাগরি ০২ ক্যাটাগরির পদে
    শিক্ষাগত যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর
    বয়সসীমা সর্বোচ্চ ৪৮  বছর
    আবেদনপত্র দেয়ার মাধ্যম সম্পুর্ন অফলাইনে
    আবেদন ফি ফ্রী
    আবেদন শুরু হবে এপ্রিল ২০২৩
    আবেদনের শেষ তারিখ ১৫ মে ২০২৩ 
    অফিশিয়াল ওয়েবসাইট hr.manabik@gmail.com

     

    মানবিক স্বাস্থ্য সংস্থা জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত একটি সেচ্ছেসেবী উন্নয়ন সংস্থা যা ১৯৭৪ সাল থেকে প্রান্তিক মানুষের দারিদ্র বিমোচোনসহ বিভিন্ন উন্নয়ন্মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সংস্থার ১৫৪টি শাখার মাধ্যমে ক্ষুদ্বধণ এবং মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তা ধণ কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন জেলায় সংস্থার কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে জরুরী ভিত্তিতে নিম্নোক্ত পদে কর্মী নিয়োগের জন্য দক্ষ, সৎ, উদ্যমী এবং কর্মঠ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে।

    ১। পদের নামঃ ডেপুটি ডিরেক্টর
    পদ সংখ্যাঃ ০১ টি
    বেতনঃ আকর্ষনীয়
    বয়সঃ সর্বোচ্চ ৪৮ বছর
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী

    ২। পদের নামঃ এসিস্ট্যান্ট ডিরেক্টর
    পদ সংখ্যাঃ ০২ টি
    বেতনঃ আকর্ষনীয়
    বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী

     

    Manabik Shahajya Sangstha MSS 2

    Application Deadline: 15 May 2023

    Manabik Shahajya Sangstha MSS

    Application Deadline: 15 May 2023

    Manabik shahajya sangstha job circular এ প্রকাশিত সুবিধাদি

    উৎসব ভাতা, বার্ষিক ইনক্রিসেন্ট, প্রভিডেন্ট ফান্ড,গ্রাচ্যুইটি, কর্মী নিরাপত্তা তহবিল, মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা, মোবাইল্‌ ফোন ভাতা, চিকিৎসা অনুদান, মৃত্যু/দরঘটলা’ জনিত বৌমা সুবিধার ন্যায়) আর্থিক সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি, বাই-সাইকেল/মটর সাইকেলের সুদবিহীন খণ সুবিধাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে। ফোন ভাতা, মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা ইত্যাদি মাসিক বেতনের অতিরিক্ত হিসেবে প্রদান করা হবে।

    আবেদনের নিয়মাবালীঃ
    নিবন্ধন সনদের ফটোকপি, বর্তমান/সর্বশেষ কর্মরত আইডি কার্ডের ফটোকপি (শরযোজ্য ক্ষেত্রে) এবং সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজ রঙ্গীন ছবিসহ “নির্বাহী পরিচালক, মানবিক সাহায্য সংস্থা (এমএসএস), সেল সেন্টার ৪র্থ তলা), ২৯, পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৫” বরাবর আবেদন করতে হবে যা সরাসরি হাতে হাতে/ডাক/করিয়ার যোগে পাঠাতে হবে। জাবেদন পত্র ও খামের উপর ‘পদের নাম উল্লেখ্য করতে হবে।

    এমএসএস নিজস্ব অফিস ব্যতীত অন্য কোন মাধ্যমে (বিকাশ, রকেট ও নগদ ইত্যাদি) আর্থিক লেনদেন করে না । নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোন প্রতারক চক্র অন্য কোন মাধ্যমে টাকা দাবী করলে না দেওয়ার জন্য সংস্থা কর্তৃক অনুরোধ করা হলো। শুধুমাত্র বাছাইকৃত গ্রাহীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও  মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। চাকুরীর জন্য কোন প্রকার তদবির প্রাথথীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে। ইতিপূর্বে ঘারা এমএসএস-এর ঢাকুরী হতে অব্যাহতি দিয়েছেন।

    আবেদন করার ক্ষেত্রে তাদেরকে এমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। এমএসএস কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধন/সংযোজনসহ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

    ১। পদের নামঃ এরিয়া ম্যানেজার
    পদ সংখ্যাঃ ১০ টি
    বেতনঃ ৩৮০০০-৪২০০০ টাকা
    বয়সঃ সর্বোচ্চ ৪২ বছর
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী

    ২। পদের নামঃ ব্রাঞ্চ ম্যানেজার
    পদ সংখ্যাঃ ৫০ টি
    বেতনঃ ৩০০০০-৩৬০০০ টাকা
    বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী

    ৩। পদের নামঃ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার
    পদ সংখ্যাঃ ২০০ টি
    বেতনঃ ১৯৪০০-২৫১০০ টাকা
    বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী।

    ৪। পদের নামঃ শাখা হিসাব রক্ষক
    পদ সংখ্যাঃ ৫০ টি
    বেতনঃ ১৭৩০০-২০৬০০ টাকা
    বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী।

    ৫। পদের নামঃ জেনারেল ম্যানেজার
    পদ সংখ্যাঃ ৫ টি
    বেতনঃ ৪৭০০০-৫৫০০০ টাকা
    বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী।

    ৬। পদের নামঃ জোনাল ম্যানেজার /ক্লাস্টার ম্যানেজার
    পদ সংখ্যাঃ ৫ টি
    বেতনঃ ৪৭০০০-৫৫০০০ টাকা
    বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী।

    ৭। পদের নামঃ জোনাল ম্যানেজার /ক্লাস্টার ম্যানেজার
    পদ সংখ্যাঃ ৫ টি
    বেতনঃ ৪৭০০০-৫৫০০০ টাকা
    বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী।

    ৮। পদের নামঃ এরিয়া ম্যানেজার
    পদ সংখ্যাঃ ১০ টি
    বেতনঃ ৩৮০০০-৪২০০০ টাকা
    বয়সঃ সর্বোচ্চ ৪২ বছর
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী

    ৯। পদের নামঃ প্রশিক্ষণার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার
    পদ সংখ্যাঃ ৩৫০ টি
    বেতনঃ ২১৪০০-২৯৩০০ টাকা
    বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর

    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী।

    ১০।  পদের নামঃ লোন এন্ড সেভিং অফিসার
    পদ সংখ্যাঃ ৩০ টি
    বেতনঃ ২১৪০০-২৯৩০০ টাকা
    বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী

    This post about:

    মানবিক সাহায্য সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি  ,মানবিক সাহায্য সংস্থা অফিস,মানবিক সাহায্য সংস্থার শাখা সমূহ,এমএসএস এনজিও শাখা তালিকা,বীজ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি,ইপসা নিয়োগ বিজ্ঞপ্তি,মানবিক নিয়োগ,এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com