Skip to content

৭৯৮ পদে বাংলাদেশ কমিউনিটি ক্লিনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ

    ৭৯৮ পদে বাংলাদেশ কমিউনিটি ক্লিনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ হয়েছে। কমিউনিটি ক্লিনিকে আপনার ক্যারিয়ার গড়তে চাইলে আমাদের কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকে নিয়োগ পোস্টটা মনোযোগ দিয়ে পড়ুন। কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) নিয়োগ ছাড়াও বাংলাদেশের সকল সরকারি প্রাইভেট চাকরির সার্কুলার KFPlanet এ সবার আগে পোস্ট করা হয়। আপনার কাঙ্ক্ষিত জব সার্কুলার পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিসিট করুন আর আপনার কাছের বন্ধুদের সাথে শেয়ার করুন।

    পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করে এখনই আবেদন করুন

    কমিউনিটি ক্লিনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ পরীক্ষা কবে?

    কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদের নিয়োগ পরীক্ষার তারিখ ১১ নভেম্বর ২০২৩ খ্রিঃ। ৭৯৮ টি পদের কমিউনিটি ক্লিনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর এমসিকিউ পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনাতে অনুষ্ঠিত হবে।

    community clinic notice 2023 nov

    কমিউনিটি ক্লিনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

    স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিক চাকরির বিজ্ঞপ্তিতে ০৫ ধরনের ৮০৮ টি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তির কথা উল্লেখ করেছে। উল্লেখিত পদের জন্য পদভেদে বেতন গ্রেড ১৪,১৬,২০ হবে। আপনি অষ্টম শ্রেণী,এইচএসসি,স্নাতক পাস করে থাকলে আবেদনের জন্য যোগ্য হবে। কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) এর অধীনে কমিউনিটি ক্লিনিক নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন পক্রিয়া দেখুন নিচ থেকে।
    নিয়োগের শিরোনামবাংলাদেশ কমিউনিটি ক্লিনিক নিয়োগ
    নিয়োগের অন্য শিরোনামকমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) নিয়োগ
    কোন মন্ত্রণালয়ের অধীনেস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
    জবের ধরনঃসরকারি চাকরি 
    বিজ্ঞপ্তি প্রকাশ০৫ এপ্রিল ২০২৩
    বিজ্ঞপ্তির উৎসজাতীয় দৈনিক পত্রিকা ও অফিশিয়াল সাইট
    মোট পদ সংখ্যা৮০৮ টি পদে
    কত ক্যাটাগরি০৫ ক্যাটাগরির পদে
    শিক্ষাগত যোগ্যতাজেএসসি/এসএসসি/এইচএসসি/স্নাতক 
    বয়সসীমা১৮-৩০ বছর বয়স হতে হবে।
    আবেদনপত্র দেয়ার মাধ্যমসম্পুর্ন অনলাইনে
    আবেদন ফি৫০০ টাকা (সার্ভিস চার্জসহ)
    আবেদন ফি জমাদানটেলিটক এসএমএস
    আবেদন শুরু হবে১০ এপ্রিল ২০২৩,সকাল ১০ টা 
    আবেদনের শেষ তারিখ০৯ মে ২০২৩, বিকাল ০৫ টা 
    অনলাইনে আবেদনের লিংকcbhc.teletalk.com.bd
    অফিশিয়াল ওয়েবসাইট Communityclinic.gov.bd

     

    পদের নামঃ অফিস সহকারী কাম ডাট এন্ট্রি অপারেটর 
    পদের সংখ্যাঃ ০২ টি
    জাতীয় বেতন স্কেলঃ গ্রেড ১৪
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমান পাস
    অনান্য যোগ্যতাঃ কম্পিউটার এমএস অফিস,ইন্টারনেট ও ডাটা এন্ট্রিতে ০২ বছরের অভিজ্ঞতা
    বয়সঃ ১৮ থেকে ৩০ বছর

    পদের নামঃ কমিউনিটি হেলথ কেয়ার প্রোডাইভার
    পদের সংখ্যাঃ ৭৯৭ টি
    জাতীয় বেতন স্কেলঃ গ্রেড ১৪
    শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমান পাস
    অনান্য যোগ্যতাঃ কম্পিউটারে দক্ষতা যেমন কম্পিউটার এমএস অফিস,ইন্টারনেটে দক্ষতা।
    বয়সঃ ১৮ থেকে ৩০ বছর

    পদের নামঃ স্টোর কীপার
    পদের সংখ্যাঃ ০১টি
    জাতীয় বেতন স্কেলঃ গ্রেড ১৬
    শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমান পাস
    অনান্য যোগ্যতাঃ কম্পিউটারে দক্ষতা যেমন কম্পিউটার এমএস অফিস,ইন্টারনেট ও ডাটা এন্ট্রিতে ০২ বছরের অভিজ্ঞতা।
    বয়সঃ ১৮ থেকে ৩০ বছর

    পদের নামঃ গাড়ি চালক 
    পদের সংখ্যাঃ ০৫টি
    জাতীয় বেতন স্কেলঃ গ্রেড ১৬
    শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণী বা সমমান পাস
    অনান্য যোগ্যতাঃ বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী,ভারী গাড়ি চালনায় ০৩ বছরের অভিজ্ঞতা
    বয়সঃ ১৮ থেকে ৩০ বছর

    পদের নামঃ অফিস সহায়ক 
    পদের সংখ্যাঃ ০৩ টি
    জাতীয় বেতন স্কেলঃ গ্রেড ২০
    শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণী বা সমমান পাস
    অনান্য যোগ্যতাঃ দক্ষ ও সুস্বাস্থ্যের অধিকারী
    বয়সঃ ১৮ থেকে ৩০ বছর

    স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিক চাকরির বিজ্ঞপ্তি ২০২৩ 

    অনলাইনে আবেদনের সময়সীমাঃ 

    1. অনলাইনে আবেদন শুরু হবে ১০ এপ্রিল ২০২৩ সকাল ১০ টা থেকে
    2. আবেদনপত্র জমাদান শেষ হবে ০৯ মে ২০২৩, বিকাল ০৫ টার মধ্যে
    3. আবেদন ফি জমাদান  ১০/০৪/২০২৩ খ্রিঃ সকাল ১০.০০ টা থেকে শুরু
    4. আবেদনের সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online -এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

    অনলাইনে আবেদনের পদ্ধতি ও শর্তাবলীঃ 

    1. চাকরি প্রার্থী  http://cbhc.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করুন এরপর পদ সিলেক্ট করুন।
    2. অনলাইনের ব্রাউজারে আবেদন পত্র দেখতে পারেবন।
    3. খুব ভালোভাবে আপনার তথ্যগুলা ইনপুট করুন। তথ্য নেয়ার জন্য আপনার মার্কশিট বা সার্টিফিকেট কাছে রাখুন।
    4. আবেদনপত্রে প্রার্থী নিজের স্বাক্ষর ও রঙ্গিন ছবি স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করুন।
    5. আবেদন পত্র পূরণ হয়ে গেলে ভালোভাবে চেক করে সাবমিটে ক্লিক করুন।
    6. আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষার সংক্রান্ত যে কোন প্রয়ােজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করুন।

     

    এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানঃ

    • নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন৷
    • Applicant’s copy কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী আবেদন ফি জমা দিতে পারবেন।
    • যে কোন Teletalk Pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ সর্বমােট ৫০০/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিতে হবে।
    • আবেদনপত্র Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।।

    প্রথম SMS: CBHC<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বর।

    Example: CBHC ABCDEF

    রিপ্লাই পাবেনঃ  Applicant’s Name, TK … will be charged as application fee. Your PIN is 12345678.

    দ্বিতীয় SMS: CBHC<space>Yes<space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।

    Example: CBHC YES 12345678 Reply:

    রিপ্লাই পাবেনঃ Congratulations Applicant’s Name, payment completed successfully for..Application for post xxxxx User Id is (ABCDEF) and password (XXXXXXX).

    কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 

    প্রবেশপত্র সংগ্রহ, ডাউনলোড ও নির্দেশনাঃ  

    • প্রবেশপত্র http://cbhc.teletalk.com.bd ওয়েবসাইটে থেকে ডাউনলোড করতে পারবেন
    • প্রার্থীর মােবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধু মাত্র যােগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানাে হবে।
    •  SMS এ প্রেরিত User ID এবং password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী download পূর্বক রঙ্গিন Print করে নিবেন।
    • প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

     

    ebdpratidin

    Source: Bangladesh Pratidin, 06 April 2023

    Application Deadline: 09 May 2023

    যোগাযোগের তথ্যঃ

    পরিচালক (স্বাস্থ্য বিভাগ)- কমিউনিটি ক্লিনিক

    প্রধান কার্যালয় : বাড়ি-২/৫, ব্লক-ই, লালমাটিয়া, মােহাম্মদপুর, ঢাকা-১২০৭

    ই-মেইলে : cclinicbd@gmail.com

    আপনি এই ওয়েবপেজে এসেছেন কারন নিচের বিষয়গুলি আপনার সার্চের সাথে সাদৃশ্য ছিলোঃ 

    কমিউনিটি ক্লিনিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023,থানা কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ ২০২৩,ইউনিয়ন কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩,ইউনিয়ন কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ ২০২৩,মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি,বাংলাদেশ পল্লী কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ ,উপজেলা মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ,ইউনিয়ন কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি 2023,

    union community health center job circular 2023,community clinic job circular 2023,community clinic job circular 2023,community clinic job circular 2023,community clinic in bangladesh,union community health center jobs bd,community clinic progress and prospect in bangladesh,union community health center jobs 2023,community based health care job,community based health care job circular 2023,cbhc job circular 2023,cbhc job circular,cbhc job,কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ,কমিউনিটি ক্লিনিক নিয়োগ,কমিউনিটি ক্লিনিক চাকরি, কমিউনিটি ক্লিনিক চাকরির খবর

    31 thoughts on “৭৯৮ পদে বাংলাদেশ কমিউনিটি ক্লিনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ”

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com