Skip to content

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ : ৩০ টি পদে চাকরি

    নতুন করে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে। ০৫ ধরনের মোট ৩০ টি পদে Dhaka DC Office এ চাকরি দেয়া হবে। সরকারী চাকরি করতে সবার ইচ্ছা থাকে, ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরিতে আগ্রহ থাকে তাহলে আপনি পুরো সার্কুলারটি পড়ে আবেদন করতে পারেন।

    পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করে এখনই আবেদন করুন

    ঢাকা ডিসি অফিসে নিয়োগ ২০২৩ উল্লেখিত যোগ্যতা মোতাবেক যে কোন পদে আবেদন করতে পারবেন। ডাকযোগে আবেদন করতে হবে, আবেদনপত্র আগামী ৩১ জুলাই তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদন পত্র ডাউন লোড করে ফটোকপি করে সেই আবেদন পত্রে আবেদন করতে হবে। স্বশীররে কোন আবেদন গ্রহণ করা হবে না। আপনাদের সুবিধার জন্য ঢাকা ডিসি অফিসে নিয়োগ এর সকল তথ্য নিচে তুলে ধরা হলোঃ

    ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

    প্রতিষ্ঠানের নামঢাকা জেলা প্রসাশকের কার্যালয়, ঢাকা ডিসি অফিস
    চাকরীর ধরণসরকারী চাকরী
    চাকরীর ক্যাটাগরিফুলটাইম চাকরী
    চাকরীর জেলাঢাকা
    পদের সংখ্যা৩০ টি
    বয়সসীমা১৮-৩০ বছর
    শিক্ষাগত যোগ্যতাসার্কুলার অনুসারে
    আবেদনের মাধ্যমডাকযোগে
    আবেদনের শেষ তারিখ৩১ জুলাই ২০২৩
    আবেদন ফি৫০ টাকা
    আবেদন পত্র ডাউনলোড লিংকhttp://dhaka.gov.bd

    ঢাকা ডিসি অফিসে নিয়োগ ২০২৩ : পদসমুহ

    ০১) পদের নামঃ সহকারী প্রশাসনিক কর্মকর্তা ( ০২ টি পদ) 

    বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০/-
    বেতন গ্রেডঃ ১৪
    শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি
    অভিজ্ঞতাঃ Word Processing সহ কম্পিউটারে দক্ষতা ও টাইপে বাংলায় ও ইংরেজিতে ২০ শব্দ মিনিটে

    ০২) পদঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
    পদের সংখ্যাঃ ১৭ টি
    বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০ টাকা
    জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেডঃ ১৬
    পড়াশোনার যোগ্যতা ও অভিজ্ঞতাঃ উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী। কম্পিউটারে দক্ষতা ও কম্পোজে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

    ০৩)পদের নামঃ সার্টিফিকেট সহকারী
    পদ সংখ্যাঃ ০১ টি
    বেতনঃ ৯,৩০০-২২,৪৯০/- টাকা
    গ্রেডঃ ১৬
    যোগ্যতাঃ অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা; টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে

    ০৪) পদের নামঃ বেঞ্চ সহকারী
    পদের সংখ্যাঃ ০৬ টি
    যোগ্যতাঃ এইচএসসি বা সমমান পাস; টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে
    বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-  টাকা
    গ্রেডঃ ১৬

    ০৫) পদের নামঃ কপিস্ট
    পদের সংখ্যাঃ ০৪ টি
    যোগ্যতাঃ এইচএসসি বা সমমান পাস; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
    বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-  টাকা
    গ্রেডঃ ১৬

    Dhaka DC Office Job Circular 2023

     

    1 observer

    2 observer

    Source: Bangladesh Pratidin, 03 July 2023

    Application Deadline: 31 July 2023

     

    Dhaka DC Office Job Circular : ডাকযোগে আবেদনের শর্তাবলী ও নিয়মাবলীঃ

    • প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
    • প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
    • আবেদন ফরম এ কার্যালয়ের ভুমি অধিগ্রহণ সাধারণ শাখা http://dhaka.gov.bd ওয়েবসাইটে পাওয়া
      যাবে।
    • আবেদন ফরম স্ব-হস্তে পূরণ করতে হবে।
    • দরখাস্ত আগামী ৩১/০৭/২০২৩ খ্রি. তারিখ অফিস চলাকালীন জেলা প্রশাসক, ঢাকা এর কার্যালয়ে ডাকযোগে পৌছাতে হবে।
    • সরাসরি কোন দরখাস্ত গ্রহণ করা হবে না।
    • চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অগ্রিম কোন আবেদন গ্রহণ করা হবে না।
    • চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য হবেনা। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে নাগরিকত্ব সনদে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।

    Dhaka DC Office Job Circular : আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে:

    • আবেদনপত্রের নির্ধারিত স্থানে ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ এবং সদ্য তোলা সত্যায়িত পাসপোর্ট সাইজের ০৩(তিন) কপি ৫১৫ সে.মি. এবং স্ট্যাম্প সাইজের ০২ (দুই) কপি ছবি।
    • প্রার্থীকে ১-৪৬৩২-০০০১-২০৩১ নম্বর কোডে ট্রেজারী চালানের মাধ্যমে ক্রমিক নং ০১ এ বর্ণিত পদের জন্য ১০০/- (একশত) টাকা এবং ক্রমিক নং ০২ এ বর্ণিত পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা সোনালী ব্যাংকের যে কোন শাখায় জমা দিয়ে চালানের মূলকপি সংযুক্ত করতে হবে এবং আবেদন ফরমের নির্ধারিত স্থানে চালান নম্বর, তারিখ, ব্যাংক ও শাখার নাম লিপিবদ্ধ করতে হবে।
    • প্রবেশপত্র ইস্যুর স্বার্থে পদের নাম ও প্রার্থীর নাম ঠিকানা লিখিত ১০/-(দশ) টাকার অব্যবহৃত ডাক টিকিট লাগানো ১০” % ৪” একটি ফেরত খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
    • খামের উপর মোটা অক্ষরে পদের নাম ও বিশেষ কোটা যেদি থাকে) এবং বাম পার্থে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে।
    • শারীরিক প্রতিবন্ধী ও এতিমদের ক্ষেত্রে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র
    • প্রার্থীর বয়স ২৮/০২/২০২৩ খ্রি. তারিখে অবশ্যই ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে|
    • সিটি কর্পোরেশনের মেয়র/কাউন্সিলর/পৌরসভার মেয়র অথবা সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জাতীয়তা সম্পর্কিত সনদপত্র ১এক) কপি মূল) দাখিল করতে হবে।
    • জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি (আবশ্যিকভাবে) এবং জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি ০১ (এক) কপি করে দাখিল করতে হবে।
    • আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।
    • সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে প্রদত্ত কম্পিউটার প্রশিক্ষণ সনদপত্র।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com