Skip to content

৮ম শ্রেনি পাসে নিবন্ধন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪: ১৯ টি পদ

    আইন মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ পেয়েছে। নিবন্ধন বিভাগ ১৭৮১ সালে প্রতিসষ্ঠিত হয় তবে সেটি ২০২৩ সালে একটি পূর্ণাঙ্গ অধিদপ্তরে রুপ নেয়। নিবন্ধন অধিদপ্তরের অধিক্ষেত্র হলো দেশের জনগণের  ডিজিটাল রেজিস্ট্রেশন সেবার পাশাপাশি রাজস্ব ও কর আহরণ করা।

    অষ্টম শ্রেনি পাসে ১৯ টিরো বেশি পদে নিবন্ধন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ১৮ নভেম্বর ২০২৩ তারিখে। আবেদনপত্র জমা দিতে পারবেন ২৮ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত। 

    নিবন্ধন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সংক্ষেপে তথ্য দেখুন

     

    কোন ধরনের চাকরি সরকারি দপ্তরে চাকরি 
    অধিদপ্তরের নাম নিবন্ধন অধিদপ্তর
    বেতন স্কেল ৮,২৫০-২০,০১০/- টাকা পর্যন্ত
    পদ সংখ্যা ২ ক্যাটাগরিতে ১৯ পদে
    পড়াশোনার যোগ্যতা অষ্টম শেণি পাস
    বিজ্ঞপ্তি প্রকাশ ১৮ নভেম্বর ২০২৩
    আবেদনের সময়সীমা ২৮ নভেম্বর ২০২৩
    আবেদন যেভাবে ডাকযোগে
    নিবন্ধন অধিদপ্তরের অফিসিয়াল www.rd.gov.bd

    নিবন্ধন অধিদপ্তর নিয়োগের পদসমুহ

    পদের নামঃ অফিস সহায়ক
    পদের সংখ্যাঃ ১৬ টি (কম বেশি)
    শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেনি পাস
    বেতন স্কেলঃ ৮২৫০-২০,০১০/-

    পদের নামঃ নৈশ প্রহরী
    পদের সংখ্যাঃ ০৩ টি (কম বেশি)
    শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেনি পাস
    বেতন স্কেলঃ ৮২৫০-২০,০১০/-

    ডাকযোগের মাধ্যমে আবেদনের পদ্ধতিঃ 

    আবেদন পত্রের সাথে প্রার্থীর ডাক ঠিকানা সম্বলিত ১০*৪.৫ ইঞ্চি ডাকটিকেটযুক্ত ফেরত খাম সংযুক্ত করতে হবে। এছাড়া প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও যশোর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সাদা কাগজে স্বহস্তে লিখিত আবেদন করতে হবে।আবেদন ফরমটি অফিস চলাকালীন সময়েসরাসরি কিংবা ডাকযোগে পৌছাইতে হবে।এছাড়া নিচের দেয়া শর্ত মেনে চলতে হবে। আবেদন পূরণ করার সময় সকল তথ্য সতর্কতার সাথে সঠিক দিবেন কারন ভুল হলে আবেদন পত্র বাতিল বলে গন্য হবে।

    আবেদনের শেষ তারিখ ও আবেদনের ঠিকানাঃ 

    আগামী ২৮ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত ডাকযোগে আপনার আবেদনপত্র পাঠাতে পারবেন।

    আবেদনের ঠিকানাঃ মহা-পরিদর্শক, নিবন্ধন,বাংলাদেশ, নিবন্ধন অধিদপ্তর, ১৪ আব্দুল গনি রোড, ঢাকা-১০০০ 

    যেসব শর্তাবলি ও কাগজপত্র দরকার হবে 

     

    1. প্রার্থী শহীদ মুক্তিযোদ্ধার সম্ভান/মুক্তিযোদ্ধার পোষ্য হলে মুক্তিযোদ্ধা কোটায় আবেদিত চাকুরি প্রার্থীদেরকে নির্ধারিত ফরমের সাথে সার্কুলারে উল্লেখিত ছকে তথ্যাদি পূরণপূর্বক সনদের সত্যায়িত কপি আবেদন ফরমের সাথে দাখিল করতে হবে । 
    2. মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা, উল্লেখিত পদের জন্য সকল প্রকার মূল কপি উপস্থাপন করতে হবে। 
    3. প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ০৩ (তিন) কপি রঙ্গিন ছবি আবেদন ফরমের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে এবং ০২ (দুই) কপি স্ট্যাম্প সাইজের রঙ্গিন ছবি দাখিল করতে হবে। সত্যায়িত কর্মকর্তার নাম, সুস্পষ্ট সীল থাকতে হবে।
    4. জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে
    5. প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুনীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
    6. অসম্পূর্ণ/ ভুল তথ্য সংবলিত /ক্রটিপূর্ণ এবং চাকুরির বিজ্ঞপ্তিতে প্রকাশিত ন্যুনতম যোগ্যতার সাথে যেমন-বয়স, শিক্ষাগত যোগ্যতা, কোটা,জেলা ইত্যাদি যে কোন বিষয়ে অসামঞ্জস্যপূর্ণ তথ্য পূরণকৃত আবেদন নিয়োগের যে কোন পর্যায়ে বাতিল করা হবে। এক্ষেত্রে প্রার্থীর কোন আপত্তি গ্রহণযোগ্য হবে না।
    7.  চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে আবেদনপর্রের কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।
    8.  নির্বাচনী যে কোন পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন টিএ/ডি.এ প্রদান করা হবে না।
    9. কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন/সংযোজন/বিয়োজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। 

     

    নিবন্ধন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

     

    Source: Janakantha, 18 November 2023

    Application Deadline: 28 November 2023

    চলমান সকল সরকারি চাকরির খবর 2023 (এক নজরে সকল গভঃ নিয়োগ বিজ্ঞপ্তি )

    এই বর্ণনার সাথে সাদৃশ্য বিষয়সমূহঃ

    নিবন্ধন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ ,নিবন্ধন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি,directorate of registration,directorate of registration job circular 2023,directorate of registration job news,directorate of registration niyog circular 2023

    3 thoughts on “৮ম শ্রেনি পাসে নিবন্ধন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪: ১৯ টি পদ”

    1. বিপ্লব হোসেন

      সাবরেজিস্টার অফিসে নকলনবিশ নিয়োগ প্রসঙ্গে

      1. মোহাম্মদ মনির হোসেন

        আমি রেজিস্টার করে পাঠিয়েছি বলে আমার আবেদনটি ফেরত আসছে আজ। এমতাবস্থায় করণীয় কি??
        ২৬ সেপ্টেম্বরের কি আবেদন পৌছানো যাবে?
        প্লিজ হেল্প মি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com