Skip to content

বিআইডব্লিউটিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, ফেব্রুয়ারির সার্কুলার!

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নৌ-পরিবহন মন্ত্রণালয় অধীনে বিআইডব্লিউটিএ নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির খবর প্রকাশ পায়। বাংলাদেশ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিসহ বিআইডব্লিউটিএ নিয়োগ পরীক্ষার খবরা খবর ও ফলাফল আপডেট করা হবে।

    পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করে এখনই আবেদন করুন

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অনুযায়ী ০১ ক্যাটাগরিতে ০৯ টি পদে জনবল নিয়োগ দিবে। এইচএসসি/স্নাতক পাস করলেই আবেদন করতে পারবেন। আগ্রহী ও যোগ্য চাকরি প্রার্থিকে আগামী ২১ মার্চ ২০২৪ তারিখের মধ্যে আবেদন করার জন্য বলা হয়েছে। 

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    সকল সরকারি বেসরকারি চাকরির খবর পাবেনর কেএফপ্ল্যানেট এর সরকারি বা বেসরকারি জব সার্কুলার ক্যাটাগরিতে। শুধুমাত্র নৌ পরিবহন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2023-দেখুন এখান থেকে। 

    প্রতিষ্ঠানের নামBIWTA বিআইডব্লিউটিএ
    চাকরির ধরনসরকারি চাকরি ফুল টাইম
    নিয়োগ বিজ্ঞপ্তি নং০১/২০২৪
    ক্যাটাগরি০১ টি
    মোট পদসংখ্যা০৯ টি
    BIWA নিয়োগ প্রকাশ২৫ ফেব্রুয়ারি খ্রিঃ
    এপ্লাই স্টার্ট২৫ ফেব্রুয়ারি ২০২৪
    আবেদন শেষসীমা২১ মার্চ ২০২৪ খ্রিঃ
    চাকরি প্রার্থীর বয়সসীমা১৮-৪০ বছর পর্যন্ত (পদভেদে)
    আবেদন পক্রিয়াবিআইডব্লিউটিএ অনলাইনে
    বিআইডব্লিউটিএ আবেদনের লিংকhttps://jobsbiwta.gov.bd (২৫ তারিখে ওপেন হবে)

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ আবেদনের নিয়ম ও অন্যান্য শর্তাবলী

    1. ০১/০৩/২০২৪ তারিখে প্রার্থির বয়স উল্লেখ করতে হবে।
    2. আগ্রহী প্রার্থীদেরকে ০১/০৩/২০২৪ হতে ২১/০৩/২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন দাখিল করতে হবে।
    3. আবেদন করার সময় ফরম পূরণের নিয়ম ও অন্যান্য শর্তাবলী jobsbiwta.gov.bd সাইটে পাওয়া যাবে।
    4. আবেদন ফি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে হবে।
    5. আবেদনকারীগণকে নিজ নিজ Applied ID ব্যবহার করে www.jobsbiwta.gov.bd সাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
    6. প্রবেশপত্রের বিষয়টি নোটিশ আকারে আপনার দেয়া মোবাইল নাম্বারে এমএমএসএর মাধ্যমে জানানো হবে।
    7. প্রাথীদেরকে প্রাথমিকভাবে কোন কাগজপত্র প্রেরণ করতে হবে না। পরীক্ষা গ্রহণের সময় (প্রযোজ্য ক্ষেত্রে) প্রাথীদের আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি দাখিল করতে হবে।
    8. চাকুরীরত প্রার্থীগণকে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে ঢাকুরীরত প্রতিষ্ঠানের নিকট থেকে অব্যাহতিপত্র দাখিল করতে হবে।
    9. বিভাগীয় প্রার্থীদের বরস 8০ বছর পর্যন্ত শিথিলযোগ্য (শুধুমাত্র বিআইডরিউটিএ’তে কর্মরতদের জন্য প্রযোজ্য)।
    10. মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ (বত্রিশ) বৎসর এবং মুক্তিযোদ্ধার নাতী/নাতনীদের ক্ষেত্রে বয়স ৩০ (ত্রিশ) বৎসর।
    11. অসম্পূর্ণ/ভূল তথ্য সম্বলিত দরখাস্ত কোন প্রকার যোগাযোগ ব্যতিরেকেই বাতিল করা হবে।
    12. নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি নীতিমালা ও অন্যান্য বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।
    13. বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর হ্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে।
    14. প্রার্থীদের নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করেন।

    আবেদন ফি ও জমাদানের নিয়ম

    • অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত ইউজার আইডি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।
    • উক্ত Applied ID-টি রকেটের Biller ID  হিসেবে ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং মাধ্যমে আবেদন ফি পে করতে হবে।
    • তখন বিআইডব্রিউটিএ’র বিলার আইডি নং-৪২২ নং ব্যাবহার করতে হবে।
    • আবেদন ফি বাবদ ৬৩৯/- ( (অফেরতযোগ্য) আবেদন ফি জমা দিতে হবে,অন্যথায় আবেদনপত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

    প্রার্থীর বয়সসীমা

    • ০১ মার্চ ২০২৪ তারিখে প্রার্থীদের ১৮,২১,২৭ বছর পুর্ন হতে হবে।
    • তবে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর।
    • বয়স প্রমানের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

    কে এফ প্ল্যানেট ফেসবুক পাতায় লাইক দিয়ে দিন 

    বিআইডব্লিউটিএ নিয়োগ ২০২৪  

    samakal 2

    Source: Samakal, 25 February 2024

    Application Deadline: 21 March 2024

    এই সপ্তাহের সকল চাকরির খবর দেখুন(এখানে ক্লিক করে )

    সরকারি চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

    বেসরকারি/কোম্পানি চাকরির সকল নিয়োগ দেখুন

    সাপ্তাহিক চাকরির পত্রিকা দেখতে পারবেন

    17 thoughts on “বিআইডব্লিউটিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, ফেব্রুয়ারির সার্কুলার!”

    1. জাহিদ হাসান

      পরীক্ষার মাধ্যমে কি নিয়োগ হবে এগুলো? জানতে চাই।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com