Skip to content

পপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ [পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন POPI]

    পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন POPI,পপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ পেয়েছে। পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ১৯৮৬ সাল থেকে কাজ করে আসছে। সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পপি এনজিও নিয়োগ ২০২৪ এর জন্য আগ্রহী চাকরি প্রার্থীদের কাছ থেকে আবেদন আহবান করা হচ্ছে।

    পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করে এখনই আবেদন করুন

    পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    বিভিন্ন ধরনের পদে পপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করতে পারবেন ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত। Popi NGO Job Circular অনুসারে এসএসসি,এইচএসসি, স্নাতক/স্নাতকোত্তর পাসে ডাকযোগে ও অনলাইনে আবেদন করত পারবেন। 

    নিয়োগের শিরোনামপপি এনজিও নিয়োগ 2024
    চাকরির ধরনএনজিও চাকরি
    প্রতিষ্ঠানPOPI NGO
    পদ সংখ্যা৫৮৯ টি
    মাসিক বেতন১৭,৯৮৪/- থেকে ১১২,৬৮৮/-
    বয়সসীমা২৫ থেকে ৪৮ বছর
    আবেদন ফি২০০ টাকা
    শিক্ষাগত যোগ্যতাস্নাতক, স্নাতকোত্তর, সমমান
    আবেদনের শেষসীমা৩১ মার্চ ২০২৪  
    আবেদনের মাধ্যমডাকযোগে বা ইমেইলে 

    পপি এনজিও নিয়োগ ২০২৪  

    38651b34 459511 P 15 mr

    Source: Prothom Alo, 05 March 2024

    Application Deadline: 31 March 2024

    শর্তাবলী ও আবেদনের নিয়মঃ

    •  অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই।
    • আগ্রহী প্রার্থীদেরকে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র ও ছাড়পত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি
    • ২ কপি সদ্য তোলা রঙ্গিন ছবি, এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তির (যাদের মধ্যে একজন শিক্ষক) নাম, ঠিকানা,মোবাইল নম্বর এবং আবেদনকারীর বা জীবন মোবাইল নম্বরসহ আবেদনপত্র আগামী ৩১/১২/২০২৪ তারিখের মধ্যে উপ-পরিচালক মানবসম্পদ ও প্রশাসন), পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭ ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে/সরাসরি প্রেরণ করতে হবে।
    • শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হবে।
    • আজকের আপডেট চাকরির খবর দেখুন, আমাদের স্পেশাল পোস্ট থেকে।

    POPI Job Circular 2024 popibd.org

    ;
    পদের নামঃ ড্রাইভার 
    শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি, সমমান
    বেতনঃ শিক্ষানবিশকালে ২১,৯৫৪/- টাকা মাসিক এবং স্থায়ীকরণের পর ২৩,০৭৩/- টাকা মাসিক (সকল ভাতাসহ)
    অভিজ্ঞতা ও বয়সঃ 

    • ড্রাইভিং পেশায় ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    • বয়সসীমাঃ সর্বোচ্চ ৩৫ বছর।
    • সকল ধরনের গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে

    ০১. পদের নামঃ কর্মসুচি ব্যাবস্থাপক ০৫ জন 
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর/সমমান
    বেতনঃ শিক্ষানবিশকালে ৫৮,৮০০/- এবং স্থায়ীকরণের পর ৬২,৮৩৮/- টাকা

    অভিজ্ঞতা ও বয়সঃ 

    • ঋণ এনজিও পরিচালনায় ৬ বছরের অভিজ্ঞতাসহ ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    • সফ্টওয়ারের মাধ্যমে প্রতিবেদন তৈরী ও যাচাই, মনিটরিং, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং কর্মী ব্যবস্থাপনায়
      ব্যবস্থাপক দক্ষতা থাকতে হবে।
    • মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ।
    • কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে ওয়ার্ড, এক্সেল ও ইন্টারনেট জানা আবশ্যক।
    • বয়সসীমাঃ সর্বোচ্চ ৪৮ বছর

    ০২. পদের নামঃ সহকারি কর্মসুচি ব্যাবস্থাপক ১৫ জন 
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর/সমমান
    বেতনঃ শিক্ষানবিশকালে ৫০,৮৪৫ এবং স্থায়ীকরণের পর ৫৪,৮৩৫/-
    অভিজ্ঞতা ও বয়সঃ

    • ঋণ এনজিও পরিচালনায় ৬ বছরের অভিজ্ঞতাসহ ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    • অধিকতর সহকারী কর্মসূচি অভিজ্ঞতাসম্পন্ন ম্নাতক/সমমান পাশ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
    • সফ্টওয়ারের মাধ্যমে প্রতিবেদন তৈরী ও যাচাই, মনিটরিং, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং কর্মী ব্যবস্থাপনায়
      ব্যবস্থাপক দক্ষতা থাকতে হবে।
    • মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ।
    • কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে ওয়ার্ড, এক্সেল ও ইন্টারনেট জানা আবশ্যক।
    • বয়সসীমাঃ সর্বোচ্চ ৪৮ বছর।

    ৩. পদের নামঃ সিনিয়র শাখা ব্যাবস্থাপক ৫০ জন  
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর/সমমান
    বেতনঃ শিক্ষানবিশকালে ৩৮,৭০০/- টাকা মাসিক এবং স্থায়ীকরণের পর ৪৩,৯৩০/- টাকা মাসিক (সকল ভাতাসহ)
    অভিজ্ঞতা ও বয়সঃ 

    • ঋণ এনজিও হিসাব পরিচালনা কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    • বয়সসীমাঃ সর্বোচ্চ ৪৩ বছর।
    • মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ।
    • কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে ওয়ার্ড, এক্সেল ও ইন্টারনেট জানা আবশ্যক।

    ৪. পদের নামঃ শাখা ব্যাবস্থাপক ১০০ জন 
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর/সমমান
    বেতনঃ শিক্ষানবিশকালে ৩৭,৩০০/- টাকা মাসিক এবং স্থায়ীকরণের পর ৪২,৪৪৫/- টাকা মাসিক (সকল ভাতাসহ)

    অভিজ্ঞতা ও বয়সঃ

    • ঋণ এনজিও কর্মসুচিতে শাখা ব্যাবস্থাপক হিসেবে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    • অধিকতর কর্মসূচিতে ০২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ম্নাতক/সমমান পাশ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
    • সফ্টওয়ারের মাধ্যমে প্রতিবেদন তৈরী ও যাচাই, মনিটরিং, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং কর্মী ব্যবস্থাপনায়
      ব্যবস্থাপক দক্ষতা থাকতে হবে।
    • মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ।
    • কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে ওয়ার্ড, এক্সেল ও ইন্টারনেট জানা আবশ্যক।
    • কর্মী পরিচালনায় দক্ষতা থাকতে হবে
    • বয়সসীমাঃ সর্বোচ্চ ৪২ বছর।

    ৫.পদের নামঃ সহকারী শাখা ব্যাবস্থাপক ১০০ জন 
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর/সমমান
    বেতনঃ শিক্ষানবিশকালে ২৭,৭০০/- টাকা মাসিক এবং স্থায়ীকরণের পর ৩২,৪১৫/- টাকা মাসিক (সকল ভাতাসহ)
    অভিজ্ঞতা ও বয়সঃ

    • ঋণ এনজিও হিসাব পরিচালনা কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    • অধিকতর সহকারী কর্মসূচি ০২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ম্নাতক/সমমান পাশ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
    • সফ্টওয়ারের মাধ্যমে প্রতিবেদন তৈরী ও যাচাই, মনিটরিং, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং কর্মী ব্যবস্থাপনায়
      ব্যবস্থাপক দক্ষতা থাকতে হবে।
    • মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ।
    • কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে ওয়ার্ড, এক্সেল ও ইন্টারনেট জানা আবশ্যক।
    • বয়সসীমাঃ সর্বোচ্চ ৩৫ বছর।

    ৬. পদের নামঃ মাঠ কর্মকর্তা ২০০ জন 
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর/সমমান
    বেতনঃ শিক্ষানবিশকালে ২১,৯০০/- টাকা মাসিক এবং স্থায়ীকরণের পর ২৬,০৮৮/- টাকা মাসিক (সকল ভাতাসহ)
    বয়সঃ বয়সসীমাঃ সর্বোচ্চ ২৫-৩৫ বছর।

    পদের নামঃ অডিট অফিসার ০৬ জন 
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর/সমমান
    বেতনঃ শিক্ষানবিশকালে ২৫,৭৬০/- টাকা মাসিক এবং স্থায়ীকরণের পর ২৭,৮১৫/- টাকা মাসিক (সকল ভাতাসহ)
    অভিজ্ঞতা ও বয়সঃ 

    • অধিকতর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন।
    • কম্পিউটারে দক্ষতা থাকা আবশ্যক।
    • বয়সসীমাঃ সর্বোচ্চ ৩৫ বছর।

     

    পদের নামঃ সিনিয়র মাঠ কর্মকর্তা ৬০ জন 
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর/সমমান
    বেতনঃ শিক্ষানবিশকালে ২১,২৫৪/- টাকা মাসিক এবং স্থায়ীকরণের পর ২৫,৫৭৩/- টাকা মাসিক (সকল ভাতাসহ)
    অভিজ্ঞতা ও বয়সঃ 

    • ১ বছরের অভিজ্ঞতা থাকলে স্নাতক/সমমান পাশ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
    • বয়সসীমাঃ সর্বোচ্চ ২৫-৩৫ বছর।

    পদের নামঃ প্রোগ্রাম সুপারভাইজার
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/সমমান
    বেতনঃ ১৪,০০০/-
    অভিজ্ঞতা ও বয়সঃ অভিজ্ঞতা দরকার নেই ও বয়সসীমা সর্বনিন্ম ২১ বছর

    পদের নামঃ উপজেলা প্রোগ্রাম ম্যানেজার 
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/সমমান
    বেতনঃ আলোচনা সাপেক্ষে
    অভিজ্ঞতা ও বয়সঃ ০৫ বছর

    পদের নামঃ এসিস্ট্যান্ট ম্যানেজার
    শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার্স/সমমান
    বেতনঃ আলোচনা সাপেক্ষে
    অভিজ্ঞতা ও বয়সঃ ০২-০৩ বছর

    পপি এনজিও চাকরির খবর,পপি এনজিও নতুন নিয়োগ,পপি ngo নিয়োগ, পপি এনজিওতে বিভিন্ন পদে নিয়োগ, পপি এনজিও জব সার্কুলার,popi ngo job circular 2024 , People’s oriented program implementation (POPI Bangladesh), পপি বাংলাদেশ নিয়োগ

    5 thoughts on “পপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ [পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন POPI]”

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com