Skip to content

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (১৯ টি পদে)

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবিতে ১৪ ধরনের মোট ১৯ টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। আবেদন করতে পারবেন ১৬ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পোস্টে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বর্ণনা,চলমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত ও ইমেজ বা পিকচারের মাধ্যমে পুরো বিজ্ঞপ্তি।

    পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করে এখনই আবেদন করুন

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কেঃ ময়মনসিংহ শহরে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কৃষিশিক্ষা ও গবেষণার সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। মানসম্পন্ন উচ্চতর কৃষিবিজ্ঞান ও কৃষিশিক্ষা ব্যবস্থার নিশ্চয়তা করা বাকৃবির প্রকাশ লক্ষ্য।  তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানসম্পন্ন দক্ষ কৃষিবিদ, প্রাণিবিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও কৃষি প্রকৌশলী তৈরি করাই এ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদেশ্য। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবি স্থাপিত হয় ১৮ আগস্ট ১৯৬১ সালে।

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

    কোন ধরনের চাকরি?সরকারি প্রতিষ্ঠানে চাকরি
    জব পোস্টিংময়মনসিংহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
    ক্যাটাগরি১৪ ক্যাটাগরি 
    মোট পদসংখ্যা১৯ টি পদ  
    আবেদনের মাধ্যমডাক ঠিকানার মাধ্যমে
    আবেদন ফি৫০০, ৮০০  টাকা
    আবেদন ফি জমাব্যাংক ড্রাফটের মাধ্যমে
    আবেদন শুরু২১ মার্চ ২০২৩
    আবেদন শেষসীমা১৬ এপ্রিল ২০২৩
    উক্ত পদের বেতন গ্রেড২২,০০০-৫৩,০৬০/- ৫৬,৫০০-৭৪,৪০০/-
    শিক্ষাগত যোগ্যতাস্নাতক/স্নাতকোত্তর
    বাকৃবি ওয়েবসাইটhttps://www.bau.edu.bd

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবি নিয়োগের জন্য আবেদন পক্রিয়া ও নির্দেশনা

    1. নির্ধারিত নমুনা ফরমে দরখাস্ত দাখিল করতে হবে । ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে অথবা নির্দিষ্ট পরিমান ডাক টিকেট এবং প্রার্থীদের ডাক ঠিকানা সম্বলিত খাম প্রেরণ পূর্বক রেজিস্ট্রার অফিস হতে দরথাত্তের নমুনা ফরম এবং নিয়োগ নীতিমালার কপি সংগ্রহ করা যাবে ।
    2. দরখাস্তের সাথে ট্রেজারার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর অনুকূলে যে কোন সিডিউল বাণিজ্যিক ব্যাংক হতে ইস্যুকৃত টাকা ৮০০ (পাঁচশত) মাত্র মূল্যমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) অবশাই সংযোজন করতে হবে।
    3. প্রার্থীকে পূর্ণাঙ্গ মোট ৭(সাত) সেট দরখান্ত দাখিল করতে হবে । দরখাস্তের প্রতিটি সেটের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি সংযোজন করতে হবে ৷
    4. দরখাস্ত দাখিলের শেষ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩০( ত্রিশ ) বছর এর মধ্যে হতে হবে।
    5. চকুরীরত প্রাথীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জাবেদন করতে হবে ।
    6. লেকচার নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের মেধা ভিত্তিক অবস্থান পাশ গ্র্যাজুয়েটদের মধ্যে শীর্ষ সাত শতাংশের ভেতরে থাকতে হবে।
    7. অত্র বিশ্ববিদ্যালয় ব্যতিত অন্য কোন বিশ্ববিদ্যালয় হতে অর্জনকারী প্রার্থীদেরকে , সংশিষ্ট বিশ্ববিদ্যালয় স্নাতক পর্যায়ের চূড়ান্ত পরীক্ষায় তার মেধাস্থান সম্পর্কে (শতকরা হারে প্রদর্শিত) উক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হতে প্রতায়নপত্র আবেদনপত্রের সাথে অবশ্যই দাখিল করতে হবে ।অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে ।
    8. কোটার বিষয়ে সরকারী নির্দেশনা অনুসরণ করা হবে ৷
    9. আগামী ১৬.০৪.২০২৩ তারিখের মধ্যে দরখাস্ত অফিস চলাকালীন সময়ে অবশ্যই নিচে স্বাক্ষরকারীর অফিসে পৌছাতে হবে |
    10. বিলম্মে প্রাপ্ত আবেদনপত্র, অসম্পূর্ণ বা ত্রুটি পূর্ণ দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে।

    Bangladesh Agricultural University Job Circular 2023

    ekalerkantho

    Source: Daily Sun, 21 March 2023

    Application Deadline: 16 April 2023 

    edailysun

    Source: Daily Sun, 21 March 2023

    Application Deadline: 16 April 2023 

    কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ mymensingh নিয়োগ

    1. »»বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটগ বিনা নিয়োগ বিজ্ঞপ্তি
    2. »»বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বশেমুরকৃবি নিয়োগ বিজ্ঞপ্তি
    3. »» শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
    4. »»খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

    এই বর্ণনার সাথে সাদৃশ্য বিষয়সমূহ ঃ
    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2023,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২৩,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ সার্কুলার,কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি,পাবলিক ইউনিভার্সিটি জব,পাবলিক ইউনিভার্সিটি জব সার্কুলার,পাবলিক ইউনিভার্সিটি নিয়োগ,পাবলিক ইউনিভার্সিটি নিয়োগ  বিজ্ঞপ্তি,পাবলিক ইউনিভার্সিটি চাকরির খবর,পাবলিক ইউনিভার্সিটিতে চাকরি,অধ্যাপক নিয়োগ,পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়োগ,পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়োগ,পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়োগ 2023,পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ২০২৩,পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com