Skip to content

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ BKSP Admission

  বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি-bksp ) সাধারণ শিক্ষার পাশাপাশি ক্রিকেট, ফুটবল, টেনিস, তীরন্দাজি, অ্যাথলেটিক ,জিমন্যাস্টিকস, বক্সিং ইত্যাদি বিষয়ে শট কোর্স এবং দীর্ঘমেয়াদি কোর্স চালু রয়েছে। সকল বিষয় বা ডিপার্টমেন্টের বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ -BKSP Admission Circular আমাদের ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ পোস্টে আপনি কি কি জানতে পারবেন তা এক নজরে দেখে নিন নিচ থেকে।

  পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করে এখনই আবেদন করুন

  বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

  বিকেএসপি মাধ্যমিক ভর্তি বিজ্ঞপ্তি ২০২২, বিকেএসপি উচ্চ মাধ্যমিক ভর্তি বিজ্ঞপ্তি ২০২২, বিকেএসপি স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি ২০২২, বিকেএসপি ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২২, বিকেএসপির নিয়মিত প্রশিক্ষণার্থী ভর্তি বিজ্ঞপ্তিসহ  বিকেএসপির সম্পর্কে নিচে উপস্থাপন করা হয়েছে। চলমান ভর্তি বিজ্ঞপ্তি গুলা নিচ থেকে দেখুনঃ

  বিকেএসপি ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

  • কোর্সের নামঃ স্নাতকোত্তর ডিপ্লোমা ইন স্পোর্টস সাইন্স।
  • ব্যাচঃ ২০২১-২০২২
  • কোর্সের মেয়াদ ১০ মাস।
  • সকল জেলা থেকেই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সফলভাবে আবেদনের পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • রেজিস্ট্রেশনের শেষতারিখঃ ২০ জুলাই ২০২২ 

   

  বিকেএসপি ডিপ্লোমা কোর্সের বিষয়ঃ

  1. এক্সারসাইজ ফিজিওলজি
  2. স্পোর্টস সাইকোলজি
  3. স্পোর্টস বায়ো মেকানিক্স
  4. সাইন্স অফ স্পোর্টস ট্রেনিং (জিটিএমটি)

  বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

  কেএফপ্ল্যানেট ফেসবুক পাতায় লাইক দিয়ে রাখুন

  বিকেএসপির নিয়মিত প্রশিক্ষণার্থী ভর্তি ২০২২ 

  • কোর্সের নামঃ প্রতিভা অম্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম ২০২২
  • ব্যাচঃ ২০২২
  • সব জেলা থেকেই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • আবেদন পদ্ধতিঃ আগ্রহী প্রার্থীদের ভর্তি পরীক্ষার আগেই অনলাইনে ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে।
  • ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীর হার্ড কপিটি অবশ্যই শিক্ষার্থীর সাথে আনতে হবে ও ৫০/- টাকা পরীক্ষার কেন্দ্রে জমা দিয়ে ভর্তি পরিক্ষায় অংশগ্রহণ করতে হবে।
  • আবেদনের লিংকঃ http://bkspbd.com

  পরীক্ষার তারিখঃ ১৫ থেকে ২৩ মার্চ ২০২২
  পরীক্ষার সময়ঃ সকাল ০৯ টা থেকে বিকাল ০৫ টা পর্যন্ত

  পরীক্ষার তারিখঃ ১৫ থেকে ২৩ মার্চ ২০২২

  বিকেএসপি স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

  • কোর্সের নামঃ স্নাতক(পাস)
  • কোর্সের মেয়াদঃ ০৩ বছর
  • ব্যাচঃ ২০২০-২০২২
  • সব জেলা থেকেই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • আবেদন পদ্ধতিঃ আগ্রহী প্রার্থী বা তাদের অভিভাবককে অনলাইন ভর্তি আবেদন জমা দিতে হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীর হার্ড কপিটি অবশ্যই শিক্ষার্থীর সাথে আনতে হবে।

  রেজিস্ট্রেশনের শেষতারিখঃ ০৭ ডিসেম্বর ২০২১
  পরীক্ষার তারিখঃ ০৯ ডিসেম্বর ২০২১
  পরীক্ষার সময়ঃ ০৯ ডিসেম্বর ২০২১

  বিকেএসপিতে ভর্তি তথ্য

  বিকেএসপি প্রমিলা খেলোয়াড় বাছাই কার্যক্রমঃ

  • কোর্সের নামঃ প্রমিলা খেলোয়াড়দের ২ বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্স 
  • ব্যাচঃ ২০২২-২০২১
  • কোর্সের মেয়াদঃ  ২৪ মাস।
  • সকল জেলা থেকেই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থী বা তাদের অভিভাবককে অনলাইন ভর্তির ফর্ম পূরণ করে আবেদন করতে হবে।
  • বাছাইয়ের তারিখঃ ০৫ থেকে ২২ ডিসেম্বর ২০২১

  জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচী 

  • প্রশিক্ষণের নামঃ তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম ২০২২
  • ব্যাচঃ ২০২২
  • প্রথম পর্যায়ে  প্রশিক্ষণের মেয়াদ ০১ মাস।
  • সব জেলা থেকেই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থী  অনলাইন এ আবেদন করতে পারবেন।

  রেজিস্ট্রেশনের শেষতারিখঃ ২৫ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ ২০২০ ( সরাসরি বাছাই ) 

  বিকেএসপির  সম্পর্কে : 

  বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের একমাত্র ক্রীড়া শিক্ষাকেন্দ্র। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান  কে বিকেএসপি  বা BKSP বা Bangladesh Krira Shiksha Pratisthan নামেও পরিচিত।  সাভারে বিকেএসপি প্রতিষ্ঠানটি অবস্থিত। তবে সাভারের প্রধান কেন্দ্র ছাড়াও চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও দিনাজপুরে রয়েছে বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র। বিকেএসপি প্রতিষ্ঠিত হয় ১৯৮৬ সালে।

  above all -এই পেজে যে টপিকস আলোচনা হয়ে থাকে : 

  বিকেএসপি ডিপ্লোমা,বিকেএসপি ডিপ্লোমা ভর্তি ,বিকেএসপি ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি,বিকেএসপি মাধ্যমিক ভর্তি বিজ্ঞপ্তি ২০২২,বিকেএসপি উচ্চ মাধ্যমিক ভর্তি বিজ্ঞপ্তি ২০২২,বিকেএসপি স্নাতক  ভর্তি ,বিকেএসপি স্নাতক, বিকেএসপি স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি ২০২২,বিকেএসপি ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২২,,বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি,বিকেএসপি ভর্তি,বিকেএসপি কোথায়, বিকেএসপির নিয়মিত প্রশিক্ষণার্থী ভর্তি, বিকেএসপি নিয়মিত ভর্তি

  44 thoughts on “বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ BKSP Admission”

   1. Md. Lalon Hossain parvez

    Assalamu alaikum sir ibeg most respect fully state that iam an a student in boilmary high school sir i want BKSP admission in 2022 Rajshahi BKSP on athletics please accepted my request for Admission in bksp in rajshahi

  Leave a Reply

  Your email address will not be published.

  "কনটেন্ট চুরি করে নিজকে চোর প্রমাণ করবেন না" KFPlanet