Skip to content

ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ [Ministry of Land] ৩০৯৮ টি পদ

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ পেয়েছে। ৩৭  ধরনের ৩০৯৮ টি পদে এইচএসসি,স্নাতক পাসে Vumi Montronaloy নিয়োগ দিতে যাচ্ছে। গ্রেড ১৩,১৫,১৬ বেতনসহ সরকারি সকল সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন। আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীদের নিকট হতে আগামী ৩১ মার্চ,৩০ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে দরখাস্ত আহবান করা হচ্ছে। English Version

    পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করে এখনই আবেদন করুন

    ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর মধ্যে বিভাগীয় উপ-ভুমি সংস্কার কমিশনার কার্যালয়ে চাকরি,ভূমি সংস্কার বোর্ডে নিয়োগ,ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাত কিংবা ভূমি মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রোজেক্টে নিয়োগ দেয়া হয়। Ministry Land Gov BD Job Circular 2024 মনোযোগ সহকারে পড়ে আবেদন করুন ও নিয়োগ পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিন।

    ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    পাঠকের চাহিদার কথা মাথায় রেখে ভুমি মন্ত্রণালয় নিয়োগের আবেদনের সময়সীমা, আবেদন পক্রিয়া, প্রয়োজনীয় লিংক শেয়ার করা হবে। সকল  সরকারি বেসরকারি চাকরির খবর প্রকাশ করা হয় কেএফ প্ল্যানেট পোর্টালে।

    সার্কুলারের সুত্রজাতীয় দৈনিক পত্রিকা
    জব টাইপসরকারি মন্ত্রণালয়ে চাকরি 
    কোন মন্ত্রনালয়ভূমি মন্ত্রণালয়
    পোস্টিংবাংলাদেশের যেকোন জেলায়
    বেতন স্কেল১৩,১৫,১৬ গ্রেড
    কত ক্যাটাগরি ৩৭ টি
    পদ সংখ্যা৩০৯৮ টি পদে 
    পড়াশোনার যোগ্যতাএসএসসি,এইচএসসি, ডিপ্লোমা, স্নাতক
    বয়সের শর্তঅনূর্ধ্ব ১৮-৩০ বছর 
    আবেদন শুরু০৮ ফেব্রুয়ারি থেকে
    আবেদনের শেষসীমা৩১ মার্চ, ৩০ এপ্রিল ২০২৪  
    ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল সাইটhttps://minland.gov.bd

    সরকারি চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তি
    ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
    ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি
    হিসাব নিয়ন্ত্রক রাজস্ব দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

    Ministry Of Land Land Gov BD Job Circular 2024

    Ministry Of Land Gov BD Job Circular এর আবেদনের শর্ত,আবেদন পূরণের নিয়মাবলী নিচে দেয়া হবে। অনলাইনে আবেদন পক্রিয়া ও আবেদন ফি জমাদান শুরু হবে ০০-০৩-২৪ তারিখ। আর শেষ হবে ৩১-০৩-২৪, ৩০-০৪-২৪ তারিখ। ডেডলাইনের পরে কোন আবেদন গ্রহণ করা হবে না।

    চাকরি প্রার্থীগণ নিচের দেয়া ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন ছাড়া অন্য কোন মাধ্যমে আবেদন গ্রহন করা হবে না।

    উল্লেখিত তারিখে আবেদনকারীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের বয়স ৩২ বছর।

    Vumi Montronaloy Niyog Biggopti 2024

    ভুমি মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দপ্তরে চাকরি ০১

    dlrs 1

    dlrs 2

    dlrs 3

    Application Deadline: 30 April 2024

    ভুমি মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দপ্তরে চাকরি ০২

    বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    gsb 3

    gsb 4

    gsb 5

    minland.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করার নিয়ম 

    1. আগ্রহী প্রার্থীগণ minland.teletalk.com.bd এর ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন ও জমা দিতে পারবেন।
    2. উক্ত লিংকে প্রবেশ করে নিচের ছবির মত একটি Web Based Recruitment System ইন্টারফেস দেখতে পারবেন। সেখান থেকে Application Form (Click here to Apply Online) এ ক্লিক করুন।
    3. আবেদন ফরমে ক্লিক করলে সকল পদসমূহ দেখতে পারবেন। আপনার পছন্দের পদে ক্লিক করুন।
    4. আপনার কাঙ্ক্ষিত পদে ক্লিক করলে Alljobs Premium Member এর একটি নোটিফিকেশন শো করবে। আপনি প্রিমিয়াম মেম্বার হলে Yes আর না হলে No দিন।
    5. Yes বা No দিয়ে NEXT করার পর আবেদন ফর্মটি দেখতে পারবেন। Application form এর নিচে আপনার পদটি দেখতে পারবেন।
    6. Departmental Status Information এ Govt. Employee সিলেক্ট করে আপনার তথ্য দেয়া শুরু করুন। আপনার নাম, বাবার নাম, ও মা এর নাম ইংরেজিতে ও বাংলায় লিখুন।
    7. এরপর আপনার জন্মতারিখ দিন। জাতীয়তা, ধর্ম, লিঙ্গ সিলেক্ট করার আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার ইনপুট করুন
    8. জাতীয় পরিচয়পত্র না থাকলে NO দিয়ে Birth Registration অপশন থেকে Yes দিয়ে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা লিখুন।
    9. পাসপোর্ট থাকলে yes দিয়ে পাসপোর্ট আইডি নাম্বারটা ইনপুট করুন। বৈবাহিক অবস্থা, আপনার মোবাইল নাম্বার, আবার আপনার একই মোবাইল নাম্বার ইমেইল দিয়ে পরের ধাপে চলে যান।
    10. আপনার কোন কোটাধারী হলে সেটি সিলেক্ট করুন। এরপর ঠিকানাতে চলে যান।
    11. বর্তমান ও স্থায়ী ঠিকানার জায়গায় ভালোভাবে আপনার এড্রেসগুলা এন্ট্রি করুন।
    12. আপনার পড়াশোনার ডিগ্রি সিলেক্ট করে সকল তথ্য সঠিকভাবে দিন। অভিজ্ঞতার অপশন দরকার হলে টিক চিহ্ন দিয়ে সেটি পূরণ করুন।

     

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অনলাইনে আবেদন পক্রিয়া 

    1. সকল তথ্য সঠিকভাবে দিয়েছেন কিনা একবার চেক করুন। এরপর সিকুরিটি কি বসিয়ে দিন। I declare that অপশনে টিক চিহ্ন দিয়ে আপনার আবেদনপত্র সাবমিট করুন।
    2. অনলাইনের ছবি ও স্বাক্ষর আপলোড সফলভাবে সম্পন্ন করার পর, কম্পিউটারে এপ্লিকেশন প্রিভিউ দেখতে পারবেন। তারপর আপনি একটি ইউজার আইডি পাবেন।
    3. এছাড়া ছবি,স্বাক্ষরযুক্ত আবেদন পত্রের একটি অনলাইন কপি পাবেন। সেটি প্রিন্ট বা ডাউনলোড করে পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
    4. আবেদনপত্র সাবমিটের ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। ইউজার আইডি ব্যাবহার করে টেলিটক সিমে ০২ এসএমএস করে আবেদন ফি সফলভাবে জমা দিতে হবে।
    5. আবেদন চলবে ০৮-০২-২০২৪ থেকে ২৮-০২-২০২৪ রাত ১২:০০ টা পর্যন্ত।
    6. উক্ত সময়সীমার মধ্যে ইউজার প্রাপ্ত প্রারথীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী ৭২ বোহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

    🔎 শিক্ষা,চাকরি,লাইফ স্টাইল টিপস সহ সকল খবর সবার আগে জানতে 

    KFPlanet ফেসবুক পেজ   📰 Gᴏᴏɢʟᴇ Nᴇᴡsটেলিগ্রাম চ্যানেল ফলো করুন 👉 Youtube চ্যানেল সাবস্ক্রাইব করুন। সার্কুলার ইমেজ ডাউনলোড করতে   KF-Mobile APP ইন্সটল করুন। 

    7 thoughts on “ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ [Ministry of Land] ৩০৯৮ টি পদ”

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com