Skip to content

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (যবিপ্রবিতে জনবল নিয়োগ)

    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়ে আপডেট ও বিশদ আলোচনা করা হয়েছে। সর্বশষ ০৪ ক্যাটাগরিতে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ২৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে। বিশ্ববিদ্যালয়টিকে সংক্ষেপে যবিপ্রবি বা JUST বলা হয়। যবিপ্রবি প্রতিষ্ঠিত হয়েছিলো  ২০০৭ সালে। স্নাতক পর্যায়ের ১ম ব্যাচ ছিলো ২০০৮ সালে।

    পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করে এখনই আবেদন করুন

    যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি জমির পরিমাণ ৩৫ একর বা ১৪ হেক্টর। বিশ্ববিদ্যালটিতে সাতটি অনুষদের অধীনে মোট ২৬টি বিভাগে শিক্ষার্থীরা পড়াশোনা করছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিসহ সকল তথ্য দেখুন আমাদের ওয়েবসাইটে।

    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যবিপ্রবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    বিভিন্ন ধরনের ০৯ টি পদের জন্য যবিপ্রবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ করেছে। আবেদন করতে পারবেন আগামী ২৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে পর্যন্ত। সকল জেলা হতে আবেদন করতে পারবেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শূন্য পদ পূরণের জন্য দেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।

    চাকরির ধরণসরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি
    বিশ্ববিদ্যালয়ের নামযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় JUST
    বেতন স্কেল২২,০০০-৫৩,০৬০/- থেকে ৫৬,৫০০-৭৪,৪০০/-
    পদ সংখ্যা০৯ টি পদে
    শিক্ষাগত যোগ্যতাস্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি
    আবেদনের সময়সীমা২৯ ফেব্রুয়ারি ২০২৪
    JUST Official Website www.just.edu.bd

    অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সার্কুলারগুলা দেখে নিতে পারেন

    1. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
    2. চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট নিয়োগ বিজ্ঞপ্তি
    3. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবি নিয়োগ
    4. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
    5. ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট নিয়োগ বিজ্ঞপ্তি
    6. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
    7. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

    যবিপ্রবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ ইমেজ

    1bbc2e4c 300518 P 3 mr

     

    Source: Daily Star, 31 January 2024

    Application Deadline: 29 February 2024

    কে এফ প্ল্যানেট ফেসবুক পাতা⇔

    ডাকযোগে যবিপ্রবিতে আবেদনের সময়সীমা ও আবেদনের নিয়মঃ 

    • রেজিস্ট্রার, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর-৭৪০৮ বরাবরে আগামী ২৯/০২/২০২৪ খ্রি. তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র পৌছাতে হবে।
    • আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। আর প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ ০২ সেট আবেদনপত্র পাঠাতে হবে।
    • আবেদন ফরম জাস্ট এর অফিস বা অনলাইন থেকে সংগ্রহ করা যাবে।
    • বয়স গণনার ক্ষেত্রে আবেদন জমার শেষ তারিখ পর্যন্ত হিসাব করতে হবে।

    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ : আবেদন ফি জমা দেয়ার নিয়মঃ 

    দরখাস্তের সাথে “রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” এর অনুকূলে অগ্রণী ব্যাংক লিঃ এর যে কোন শাখা হতে বিভিন্ন পদের বিপরীতে নির্ধারিত ফি মুল্যের পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) অবশ্যই সংযুক্ত করতে হবে।

    ডাকযোগে আবেদন করতে যে সব কাগজপত্র দরকার হবেঃ 

    1.  শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে), প্রশিক্ষণ সংক্রান্ত ও অন্যান্য সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র
      ও নম্বরপত্র
    2.  সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩ কপি ছবি
    3. জাতীয় পরিচয়পত্র
    4. নিজ নিজ এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌর মেয়র/ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত না সনদপত্র ।
    5.  চাকুরীতে নিয়োজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ।
    6. ক্রটিপূর্ণ/অসম্পূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র (নির্ধারিত সময়ের পর) গ্রহণ করা হবে না।
    7. প্রত্যেক প্রার্থীকে তার পদের নামসহ দপ্তর/বিভাগের নাম খামের উপর স্পষ্টাকারে লিখতে হবে ।
    8. উপাচার্য মহোদয় অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয়/অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার যে কোন ০১ (এক)টি শর্ত শিথিল করতে পারবেন।
    9. প্রার্থীর যোগাযোগের বর্তমান ঠিকানা লিখিত ১০/- টাকার ডাকটিকিটসহ ০২ টি ফেরত খাম সংযুক্ত করতে হবে।
    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ নিয়োগ

    About যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST): 

    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাস্ট) ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১০ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নতুন ক্যাম্পাস।  কন্ট্রাক্ট ইনফো নিচে দেখুন।

    Tel: +880-421-61097, 61098, 62023, 62030, 62080, 63270, 63280
    Fax: 0421-61199, 0421-62238
    Web: www.just.edu.bd
    E-mail: vc@just.edu.bd, registrar@just.edu.bd

    1 thought on “যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (যবিপ্রবিতে জনবল নিয়োগ)”

    1. প্রিয় স্যার আমার বাবা একজন কৃষক, আমি একজন কৃষকের ছেলে আমি খুব গরিব পরিবারের
      ছেলে অনেক কষ্ট করে ২০১০সালে SSC পাশ করেছি, তাই জনাব এর কাছে আমার আকুল আবেদন করছি আমকে একটা চাকুরি দেওয়ার জন্য আকুল আবেদন ?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com