Skip to content

বাংলাদেশ রেলওয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (৪৯৫ টি পদের বিশাল নিয়োগ)

    বাংলাদেশ রেলওয়ের নতুন ৪৯৫ টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সার্কুলার প্রকাশ হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণায়ের অধীন বিভিন্ন পদের বিপরীতে রেলওয়ে চাকরির খবর গুলো প্রকাশ পেয়ে থাকে। ট্রেন পরিচালনার সাথে সম্পর্কিত বাংলাদেশ রেলপথের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং রেলপথে পরিবহন যাতায়াত নিশ্চিত করার জন্য সমগ্র বাংলাদেশ থেকে জনবল নিয়োগ দেয়া হবে। English Version Railway KFPlanet

    পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করে এখনই আবেদন করুন

    Bangladesh Railway থেকে সাধারণত রেলওয়ে নিয়োগ ২০২৪ সহকারী স্টেশন মাস্টার, Railway নিয়োগ ২০২৪ গেইট কিপার,রেলওয়ে গেইটম্যান (ট্রাফিক),রেলওয়ে টিটিই নিয়োগ,রেলওয়ে খালাসী নিয়োগ বিজ্ঞপ্তি,বাংলাদেশ রেলওয়ে সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি, রেলের সহকারী লোকোমটিভ মাস্টার নিয়োগ,রেলওয়ে ওয়েম্যান নিয়োগ বিজ্ঞপ্তি, কর্ম কমিশনের অধীনে রেল নিয়োগ প্রকাশ হয়ে থাকে। বাংলাদেশ রেলওয়ের সকল New job circular 2024 নিম্নে দেয়া হলঃ

    পোস্টের সূচী এক পলকে দেখুন!

    বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০২৪ সার্কুলার তথ্য

    ১৯৩ টি পদে গ্রেড ১৩,১৪,১৬,১৮ বেতনে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০২৪ সার্কুলার প্রকাশ হয়েছে। আবেদন করতে পারবেন ২১ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত। এইচএসসি,স্নাতক, সমমান পাস করলেই আবেদন করতে পারবেন।

    চাকরি টাইপসরকারি জব ফুল টাইম
    নিয়োগ দাতাবাংলাদেশ রেলওয়ে
    বিজ্ঞপ্তির মাসরেলওয়ে নিয়োগ মার্চ ২০২৪
    সার্কুলার প্রকাশ০৫ মার্চ ২০২৪
    বেতন গ্রেড১৩,১৪,১৬,১৮ তম গ্রেড
    বেতন স্কেল৮,৮০০-২১,৩১০/- থেকে ১১,০০০-২৬,৫৯০/- টাকা
    মোট পদ৪৯৩ টি পদ 
    বয়সসীমা১৮ থেকে ৩০ বছর
    প্রার্থীর ধরননারী ও পুরুষ উভয় প্রার্থী
    শিক্ষাগত যোগ্যতাএইচএসসি, স্নাতক,স্নাতকোত্তর
    আবেদন শুরু১৮ মার্চ ২০২৪
    আবেদনের শেষ২১ এপ্রিল ২০২৪
    আবেদনের মাধ্যমসম্পুর্ন অনলাইনের মাধ্যমে
    ওয়েবসাইটrailway.gov.bd

    রেলওয়ে চাকরির অন্যান্য সার্কুলার ২০২৪ 

    বাংলাদেশ রেলওয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2024 আবেদনের বিস্তারিত 

    বাংলাদেশ রেলওয়ে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ বাংলাদেশের সরকারি হট জবের মধ্যে একটি। বাংলাদেশ রেলওয়ে নতুন নিয়োগ ২০২৪ সার্কুলার পাবেন আমাদের সাইটে। এছাড়া রেলওয়ের সকল পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী, বাংলাদেশ রেলওয়ের নিয়োগ পরীক্ষার ফলাফল, প্রবেশপত্র ডাউনলোডসহ বাংলাদেশ রেলের নিয়োগ নোটিশ 2024 পেয়ে যাবেন রেলের জব সার্কুলার পোস্ট থেকে।

    বাংলাদেশ রেলওয়ে নতুন নিয়োগ 2024 এর অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমা শুরু ১৮ মার্চ ২০২৪ থেকে ২১ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিবেন। সরকারি বেসরকারি সকল চাকরির খবর দেখুন

    Railway অনলাইনে আবেদনের নিয়ম

    1. চাকরি প্রার্থী br.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
    2. অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ px) ( প্রস্থ্য  ৮০ px) ও রঙ্গিন ছবি (300*300 px ) স্ক্যান করে
      নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100kb ও স্থাক্ষরের সাইজ সর্বোচ্চ 60kb হতে হবে।

    রেলওয়ে নিয়োগের আবেদনের শর্তসমূহ 

    1.  ১৮/০৩/২০২৪ তারিখে প্রার্থীর ১৮ বছর হতে হবে আর বয়সসীমা ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর।
    2. তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাদের পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩০ বছর।বয়স প্রমাণের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
    3. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
    4. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে।
    5. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র , জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায়অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা আবেদনের যে কোন পর্যায়ে বাতিল করা যাবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

     

    রেলওয়ে চাকরি করার জন্য যেসব প্রয়োজনীয় কাগজপত্র লাগবে 

    1. শিক্ষাগত যোগ্যতার মুল সনদপত্র
    2. জাতীয় পরিচয়পত্রের মুল কপি
    3. চারিত্রিক সনদপত্রের মূল কপি
    4. নাগরিকত্ব সনদপত্রের মুল কপি
    5. অন-লাইন রেজিস্ট্রেশনের কনফারমেশন ডকুমেন্টের প্রেবেশপত্র) মূল কপি
    6. সকল ডকুমেন্টের গেজেটেভ অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি
    7. গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্যতোলা ০৪ চোর) কপি পাসপোর্টসাইজের রঙ্গিন ছবি
    8. প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, ক্ষেল ও ক্লিপবোর্ড সঙ্গে আনতে হবে।

    আরো দেখতে পারেন>>>চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি 

    পরীক্ষার ফি প্রদান

    1. সফলভাবে আবেদন করার পর আবেদনকারী একটা  আবেদন পত্রের একটা অনলাইন কপি পাবেন।
    2. অনলাইন কপিটি রজ্ঞিন প্রিন্ট করে রাখুন। সেখানে ইউজার আইডি দেখতে পারবেন। এই ইউজার আইডি দরকার হবে টাকা জমা দেয়ার সময়।
    3. ২ টি এসএমএস করে আপনাকে টাকা জমা দিতে হবে। টেলিটক সিম ছাড়া অন্য কোন সিমে আপনি টাকা দিতে পারবেন না।
    4. ১০০ টাকা ফি ও চার্জ ১২ টাকা মোট ১১২ টাকা আপনার ব্যালেন্স থেকে কর্তন করা হবে। আর ২০০ টাকার ২২৩ টাকা কর্তন করা হবে।
    5. আবেদন ফি’র টাকা আপনাকে ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আবেদন ফি জমা না দেয়া পর্যন্ত আবেদন গৃহীত হবে না।

    SMS এর নিয়মাবলিঃ 

    • প্রথম এসএমএসঃ BR<Space>User ID লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। উদাহরণঃ BR ABCDEF & Send to 16222

    Reply: Applicant’s Name, TK 112 Will be charged as an application fee. Your PIN is 123456.

    • ২য় এমএসএসঃ  BR<Space>Yes <Space> PIN লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। উদাহরণঃ BR Yes 123456 & Send to 16222

    Reply: Congratulations Applicant’s Name, Payment completed successfully for ………. Application for Post xxxxxxxx User ID is (ABCDEF) and Password (Xxxxxxx).

    রেলের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড

    • বাংলাদেশরেলওয়ে এডমিট কার্ড প্রকাশিত হলে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রবেশ পত্র ডাউনলোড করতে এই লিংকে br.teletalk.com.bd  ভিজিট করুন।
    • Railway নিয়োগের প্রবেশপত্র ডাউনলোডের নোটিশ প্রকাশ পেলে, উপরের বিআর টেলিটক লিংকে ভিসিট করে User ID এবং Password দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। তবে অযোগ্য/বাদ পড়া প্রার্থীদের এডমিট কার্ড ডাউনলোড সম্পর্কিত কোন মেসেজ দেয়া হবে না।
    • তারপর রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম উল্লেখ করা প্রবেশপত্র ডাউনলোড করবেন ও প্রিন্ট করে নিবেন।
    • প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই শো করতে হবে।

      কে এফ প্ল্যানেট ফেসবুক পাতা

    Bangladesh Railway Notun Niyog Biggopti 2024

    বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০২৪ পয়েন্টসম্যান

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ রেলওয়ের মার্কেটিং ও কর্পোরেট প্ল্যানিং বিভাগ থেকে রেলওয়ে পয়েন্টসম্যান নিয়োগ 2024 প্রকাশ হয়েছে। রেলওয়ে রাজস্বখাতে স্থায়ী শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশী চাকরি প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহবান করা হচ্ছে।

    সার্কুলারে উল্লেখিত জেলা ছাড়া সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম, শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

    রেলওয়ে পয়েন্টসম্যান পদের যোগ্যতা

    • কোন স্বীকৃত শিক্ষাবোর্ড এইচএসসি বা সমমান পাস হতে হবে।
    • সুঠাম দেহের অধিকারী হতে হবে।
    • বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হয়ে হবে।

    পদের নামঃ পয়েন্টসম্যান
    পদের সংখ্যাঃ ৩৫১ টি
    বেতন স্কেলঃ গ্রেড ১৮;  ৮,৮০০-২১,৩১০

    বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান কাজ কি?

    সারাদেশে ট্রেন চলাচলে পয়েন্টসম্যান এর ভুমিকা গুরুত্বপুর্ণ। স্টেশনমাস্টারের কাছ থেকে পাওয়া নির্দেশনা যেমন ট্রেনের পথ, ট্র্যাক,ক্রসিং সম্ভাবনা ও অনান্য নোটিশ ট্রেনচালকের কাছে পৌঁছে দেয়া রেলওয়ে পয়েন্টসম্যান এর কাজ। স্টেশন ছাড়ার আগে তিনি বার্তাবাহক হিসেবে কাজ করে থাকে। এছাড়াও রেলের ট্র্যাক পরিবর্তনের কাজটিও করে থাকে পয়েন্টসম্যানরা।

    বাংলাদেশ রেলওয়ে New job circular 2024

    1 railway job

    2 railway job

    3 railway job

    Application Deadline: 21 April 2024

    Apply Online: br.teletalk.com.bd

    আমাদের এন্ড্রয়েড এপে নিয়োগ সার্কুলার ডাউনলোড করতে পারবেন। এক্ষুনি গুগল প্লে স্টোর থেকে চাকরি বিষয়ক এপ ইন্সটল করুন।

    রেলপথ মন্ত্রণালয় নিয়োগ ২০২৪

    বাংলাদেশ রেলওয়ে গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন 

    পদের নামঃ গার্ড (গ্রেড-২) 
    পদ সংখ্যাঃ ৫৩ জন
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ও সমমানের ডিগ্রি
    বয়সঃ ১৮-৩০ বছর
    বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০/- টাকা পর্যন্ত
    জেলাঃ সকল জেলার প্রর্থী আবেদন করতে পারবেন।
    আবেদনের সময়সীমাঃ ১৮ এপ্রিল ২০২৪

    পদের নামঃ রেলওয়ে গেইটম্যান(ট্রাফিক)
    শূন্যপদঃ ৬৮৪ টি
    আবেদনের মাধ্যমঃ টেলিটক/অনলাইনে
    বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০/ টাকা
    গ্রেডঃ ২০ তম
    শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান পাস
    বয়সঃ ১৮ থেকে ৩০ বছর।

    পদের নামঃ রেলওয়ে গেইটম্যান/গেইট কিপার 
    শূন্যপদঃ ১৫০৫ টি
    আবেদনের মাধ্যমঃ টেলিটক অনলাইন
    বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০/ টাকা
    গ্রেডঃ ২০ তম
    শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান পাস
    বয়সঃ ১৮ থেকে ৩০ বছর।

    রেলওয়ে খালাসী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের বাংলাদেশ রেলওয়েে (railway.gov.bd) এর মার্কেটিং ও কর্পোরেট প্ল্যানিং বিভাগ থেকে খালাসী পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। রাজস্বখাতভূক্ত ১৩৮৬ টি পদে স্থায়ী শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশী স্থায়ী নাগরিকদের কাছ থেকে আবেদন আহবান করা হচ্ছে। বাংলাদেশের যেকোন জেলার প্রার্থীগন অনলাইনে আবেদন করতে পারেন।

    পদের নামঃ খালাসী

    • নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশঃ ০৮ ডিসেম্বর, ২০২৪
    • নিয়োগ বিজ্ঞপ্তির স্মারক নংঃ ৫৪.০১.০০০০.৬৮৭.০০৮.০৮.২১-৩৯০
    • আবেদন শুরুঃ ২০ ডিসেম্বর ২০২৪ সকাল ১০.০০ টা থেকে
    • আবেদন শেষঃ ১০ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫.০০ টা পর্যন্ত
    • পদসংখ্যাঃ ১০৮৬ টি
    • বেতনঃ ৮,২৫০-২০,০১০/- টাকা
    • গ্রেডঃ ২০
    • আবেদন ফিঃ ৫৬ টাকা

    খালাসী পদের শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক-এসএসসি/সমমান পাস হতে হবে।

    খালাসী পদে যে সকল জেলার প্রার্থীগন আবেদন করতে পারবেনঃ পাবনা ও লালমনিরহাট জেলা বাদে দেশের সকল জেলার প্রার্থীগন আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সকল জেলার প্রার্থীও আবেদন করতে পারবেন।

    খালাসী পদ প্রার্থীর বয়সঃ যে সকল প্রার্থীর বয়স ০১ ডিসেম্বর ২০২৪ তারিখে ১৮ বছর পূর্ণ হয়েছে এবং ২৫ মার্চ ২০২৪ তারিখে যাদের বয়স ৩০ বছর হয়েছে তারা আবেদনের জন্য যোগ্য হবেন। তবে, যে সকল বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ২৫ মার্চ ২০২৪ তারিখে ৩২ বছর হলেও তারা আবেদন করতে পারবেন। বিঃদ্রঃ বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

    বাংলাদেশ রেলওয়ে খালাসী পদে আবেদন পক্রিয়াঃ 

    1. চাকরি করতে ইচ্ছুক প্রার্থীরা br.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।
    2. আবেদনের সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনালাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
    3. অনলাইনে আবেদনের জন্য সাম্প্রতিক সময়ে তোলা রঙিন ছবি  দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৩০০ পিক্সেল দরকার হবে। যার সাইজ হবে 100KB
    4. আপনার স্বাক্ষর ৩০০×৮০ পিক্সেল এর একটা ইমেজ দরকার হবে। যার সাইজ হবে 60KB
    5. পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন
      এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

    পদের নামঃ সহকারী লোকোমটিভ মাস্টার

    শূন্যপদঃ ৫৫১ টি
    আবেদনের মাধ্যমঃ ডাকযোগে
    বেতন স্কেলঃ ৯,০০০-২১,৮০০/- ৯, ৭০০-২৩,৪৯০/- টাকা
    গ্রেডঃ ১৫, ১৭ তম
    শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/অনার্স, সমমান পাস
    বয়সঃ ১৮ থেকে ৩০ বছর।

    সহকারী স্টেশন মাস্টার নিয়োগ বিজ্ঞপ্তি

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ রেইলওয়ের মার্কেটিং ও কর্পোরেট প্র্যানিং বিভাগ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। রেলওয়ে রাজস্ব খাতে স্থায়ী শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশীদের কাছ থেকে আবেদন আহবান করা হচ্ছে। ঝালকাঠি জেলা ছাড়া সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম, শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

    পদের নামঃ  সহকারী স্টেশন মাস্টার
    পদের সংখ্যাঃ ৫৬০ টি
    বেতন স্কেলঃ গ্রেড ১৫
    রেলওয়ে চাকরির যোগ্যতাঃ  কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণীর বা সমমানের স্নাতক পাস

     

    রেলওয়ে হেল্পলাইন নাম্বারঃ 02-9358634, এছাড়া নাগরিক সেবার জন্য ৩৩৩ নম্বরে ডায়াল করুন।

    রেলওয়ে মন্ত্রীঃ মন্ত্রী জনাব নূরুল ইসলাম সুজন, এমপি

    বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকঃ জনাব ধীরেন্দ্র নাথ মজুমদার

    রেলওয়ে সম্পর্কে মৌখিক পরীক্ষার কিছু তথ্য

    বাংলাদেশ রেলওয়ে সরকার পরিচালিত রেল পরিবহন ব্যাবস্থা। বাংলাদেশ রেলওয়ের সদর দপ্তর ঢাকায় অবস্থিত। তবে বেসরকারি কোম্পানিগুলা তাদের ট্রেনের কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশ রেলওয়েকে দুইভাবে ভাগ করা যায়, যা পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল বলে নামকরণ করা হয়। বাংলাদেশ রেলে বর্তমানে দুই টাইপের রেলপথ চালু আছে ০১) ব্রড-গেজ এবং ০২) মিটার-গেজ।

    সর্ব প্রথম ব্রিটিশ এর হাত ধরে বাংলাদেশে রেলওয়ের কার্যক্রম শুরু হয়। ১৮৬২ সালে ব্রিটিশ শাসনামলে ইংল্যান্ডের বিভিন্ন রেল কোম্পানি ছোট ছোট রেলপথ চালু করে। ১৮৬২ সালের ১৫ই নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেলপথ চালু হয়।  ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে নামক কোম্পানি প্রথম বাংলাদেশে রেলপথ স্থাপন করে।

    রেলওয়ে নিয়োগ ২০২৪ সহকারী স্টেশন মাস্টার,রেলওয়ে নিয়োগ ২০২৪ গেইট কিপার,রেলওয়ে টিটিই নিয়োগ ২০২৪,রেলওয়ে খালাসী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪,বাংলাদেশ রেলওয়ে সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪,পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প নিয়োগ ২০২৪, রেলওয়ে নিয়োগ পরীক্ষার সময়সূচী ২০২৪, রেলওয়ে পশ্চিমাঞ্চল,রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি 2024 

    113 thoughts on “বাংলাদেশ রেলওয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (৪৯৫ টি পদের বিশাল নিয়োগ)”

    1. ক্লাস ফাইভ অসহায় একটা লোক আমি কে একটা চাকরি পেতে পারি স্যার

    2. দয়া করে আমাকে চাকরি দিতেন অনেক ভালো ছিলো আগরি বলে ভালো কোনো চাকরি পাই আমি একা আমার বাবা নেই কিন্তু মা আছে আর কেউ নেই দুনিয়াতে যদি কাজ পেতাম অনেক সাহায্য হতো 🙏😭🙏😭০১৭৮১১০৪৫৮৯

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com