Skip to content

১৮ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার : ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৪ বিজ্ঞপ্তি

    ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ পাওয়ার সাথে সাথে আমাদের সাইটে আপডেট করা হয়েছে। ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ এর তারিখ, সময়সূচী, প্রবেশপত্র ডাউনলোডের নোটিশ সংযুক্ত করা হবে আমাদের পোস্টে|

    পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করে এখনই আবেদন করুন

    18th NTRCA Teachers Registration Exam Date

    ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ২০২৩

    পরীক্ষা১৮ তম শিক্ষক নিবন্ধন
    পরীক্ষার ধরনপ্রিমিলিনারি MCQ
    বাস্তবায়নকারীএনটিআরসিএ
    মোট পরীক্ষার্থী১৮ লাখ ৬৫ হাজার জন
    ১৮ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার তারিখ১৫ মার্চ ২০২৪
    স্কুল পর্যায়ে পরীক্ষাসাড়ে ০৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত
    কলেজ পর্যায়ে পরীক্ষাসাড়ে ০৩ টা থেকে সাড়ে ০৪ টা পর্যন্ত
    পরীক্ষার সময়০১ ঘণ্টা
    প্রিলিমিনারি টেস্ট প্রবেশপত্র সকাল ০৮ টা থেকে

    ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড

    ১৮ তম (সপ্তদশ) শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষা ১৫ মার্চ সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হব। টেলিটকের ওয়েবসাইট থেকে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

    ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যাবহার করে আপনার প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারেন সহজেই। ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের প্রার্থীকে এসএমএসএর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

    আপনি এগুলাও চেক করতে পারেনঃ 

    ✯✯ ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন ও সমাধান দেখুন। 

    ✯✯ এনটিআরসিএ বিশেষ ৪র্থ গণবিজ্ঞপ্তি; NTRCA শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

    ✯✯ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি

    18th shikkhok

    শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ যারা দিতে ইচ্ছুক তাদের জন্য সার্কুলারটি গুরুত্বপূর্ণ। ১৮ তম শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি নিম্নে দেয়া হলোঃ

    ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার ২০২৩

    ২০২৩ সালের নভেম্বর মাসে ১৮ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ হয়। প্রায় ০৩ বছর ধরে ১৮ তম শিক্ষক প্রিমিলিনারি পরীক্ষা আটকায় আছে। তবে এবার ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেয়া হবে। আবেদনের পর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ পরীক্ষা শুরু হবে।

    নিয়োগকারী প্রতিষ্ঠানNon Government Teachers Registration and Certification Authority NTRCA
    কততম সার্কুলার১৮ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার
    পর্যায়স্কুল, স্কুল ০২ ও কলেজ
    প্রার্থীর বয়সসীমা১৮-৩০ বছর
    শিক্ষাগত যোগ্যতাস্নাতক, স্নাতকোত্তর পাশ
    ওয়েব সাইটwww.ntrca.gov.bd
    আবেদন শুরুর তারিখ০৯ নভেম্বর ২০২৩ বিকাল ০৩ টা থেকে
    আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬ টা
    আবেদন ফি৩৫০ টাকা
    আবেদনের মাধ্যমঅনলাইন টেলিটক
    নিয়োগ প্রকাশের সূত্রজাতীয় পত্রিকা ও অনলাইনে
    অনলাইন আবেদনের লিংকhttp://ntrca.teletalk.com.bd

    বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার করে থাকে। তবে এটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বাংলাদেশের সকল বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসাতে শিক্ষক নিয়োগ পক্রিয়া সম্পন্ন করে NTRCA.  আবেদনের পর শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ করা হয় এরপর মেধাভিত্তিক শিক্ষক বাছাই পক্রিয়া হয়ে প্রার্থী নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন।

    ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ ধাপ ও পর্যায়

    প্রথম ধাপপ্রিলিমিনারি টেস্ট
    দ্বিতীয় ধাপপাশ করলে লিখিত পরীক্ষা
    তৃতীয় ধাপপাশ করলে মৌখিক পরীক্ষা।
    • স্কুল পর্যায়ঃ সহকারী শিক্ষক (বাংলা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, গণিত, ভৌত বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি, গার্হস্থ্য অর্থনীতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চারু ও কারুকলা, ধর্ম এবং গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান), সহকারী শিক্ষক (শরীরচর্চা) ও সহকারী মৌলভী।
    • স্কুল পর্যায় ২ঃ ট্রেড ইন্সট্রাক্টর, এবতেদায়ী মৌলভী, এবতেদায়ী শিক্ষক (সাধারণ) ও এবতেদায়ী ক্বারী ।
    • কলেজ পর্যায়ঃ প্রভাষক, ইন্সট্রাক্টর (টেক), ইন্সট্রাক্টর (নন-টেক) ও প্রদর্শক।

    ১৮ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারিপরীক্ষার মার্কস

    প্রিলিমিনারি পরীক্ষার বিষয়বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান
    প্রিলিমিনারি মোট মার্কস১০০ নম্বর
    প্রিলিমিনারি পাস নম্বর৪০ নম্বর
    বাংলা২৫
    ইংরেজি২৫
    গণিত২৫
    সাধারণ জ্ঞান২৫
    মোট১০০

    ১৮ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২৩

    1 Shikkok Nibondhon

    2 Shikkok Nibondhon

    3 Shikkok Nibondhon

    4 Shikkok Nibondhon

    5 Shikkok Nibondhon

    Source: Jugantor, 05 November 2023

    Application Deadline: 30 November 2023

    18th NTRCA Circular 2023 PDF Download

     

    এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তি রেজাল্টঃ 

    এনটিআরসি ৪র্থ গণবিজ্ঞপ্তির রেজাল্ট ২০২৩ NTRCA টেলিটক ওয়েবসাইটে ngi.teletalk.com.bd/ntrca/app  গিয়ে Roll number সাবমিট করেলে ফলাফল জানা যাবে। এছাড়া এটি কাজ না করলে এখান থেকে দেখতে পারেনঃ  http://103.230.104.210:8088/ntrca/c5/app/rhome.php

    শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা,শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস,শিক্ষক নিবন্ধন রেজাল্ট,শিক্ষক নিবন্ধন পরীক্ষা,18 তম শিক্ষক নিবন্ধন admit card download,18 তম শিক্ষক নিবন্ধন admit,শিক্ষক নিবন্ধন circular,www.শিক্ষক নিবন্ধন.com,
    ১৮ তম শিক্ষক নিবন্ধন circular, http //শিক্ষক নিবন্ধন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ntrca,ntrca শিক্ষক নিবন্ধন,
    ntrca শিক্ষক নিবন্ধন সংবাদ,18 শিক্ষক নিবন্ধন,শিক্ষক নিবন্ধন 2023,শিক্ষক নিবন্ধন 2023 সিলেবাস,শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২৩, শিক্ষক নিবন্ধন ২০২৩,শিক্ষক নিবন্ধন সার্কুলার,শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২৩,শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল,বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ,শিক্ষক নিবন্ধন মেধা তালিকা প্রকাশ,বেসরকারি শিক্ষক নিবন্ধন ২০২৩,

    73 thoughts on “১৮ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার : ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৪ বিজ্ঞপ্তি”

    1. তাহলে তো প্রিলির পরে আগের মতো রিটার্ন ও সাবজেক্ট অনুসারে দিতে হবে নাকি?

    Leave a Reply to abdur rahman Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com