Skip to content

শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ (১২ ধরনের ৫৯ পদের সার্কুলার)

    শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ পোস্টে শিল্প মন্ত্রণালয়ের চলমান নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ পরীক্ষার নোটিশ পেয়ে যাবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় দেশের শিল্প খাতে উন্নয়ন, প্রসারন,শিল্পখাতের উন্নয়ন সংশ্লিষ্ট নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে।

    পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করে এখনই আবেদন করুন

    আগে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় একসাথে একটি মন্ত্রণালয় ছিলো। পরবর্তীতে শিল্প ও বাণিজ্য দু’টি পৃথক মন্ত্রণালয় হিসেবে প্রতিষ্ঠা করা হয়। শিল্প মন্ত্রণালয়ের অধীনে অনেক প্রতিষ্ঠান রয়েছে, সে সকল শিল্প মন্ত্রণালয় চাকরি খবর ২০২৩ এক সাথে নিচে দেয়া হবে।

    শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি আগস্ট ২০২৩

    শিল্প মন্ত্রণালয় জব সার্কুলার প্রকাশ হয়ে অনেকের অপেক্ষার অবসান হয়েছে। শিল্প মন্ত্রণালয়ে ও তার অধীনে প্রতিষ্ঠানের রাজস্ব খাতে কিছু যোগ্যতা ও শর্তে শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। যারা সরকারি চাকরি করতে অধীর আগ্রহ ও প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ দেখে আবেদন করতে পারেন।

    Ministry of Industries Job Circular 2023 এর অধীনে মোট ৫৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী-পুরুষ চাকরি প্রার্থী অনলাইনের মধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে যোগ্যতা ও আবেদন পক্রিয়া সহ সকল বিস্তারিত তথ্য দেখুন নিচ থেকেঃ

    বাংলাদেশ শিল্প মন্ত্রণালয় চাকরি খবর ২০২৩ সার্কুলার তথ্য

    কোন ধরনের চাকরি?মন্ত্রণালয় ও তার অধীনে চাকরি 
    মন্ত্রণালয়ের নামশিল্প মন্ত্রণালয়
    সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ০৬ আগস্ট ২০২৩
    বিজ্ঞপ্তির উৎসঅফিশিয়াল সাইট
    চলমান সার্কুলার০১ টি 
    মোট পদ৫৯ টি 
    শিক্ষাগত যোগ্যতাস্নাতক, মাস্টার্স পাস
    বয়সসীমাসর্বনিন্ম ১৮ বছর
    আবেদনের মাধ্যমঅনলাইনে
    আবেদন শুরু০৭ আগস্ট ২০২৩
    আবেদন শেষ০৫ সেপ্টেম্বর ২০২৩
    আবেদন ফি৫৫৬,৬৬৭ টাকা  
    আবেদন ফি জমাদানটেলিটক
    শিল্প মন্ত্রণালয়ের সাইটmoind.gov.bd

    শিল্প মন্ত্রণালয় নিয়োগ সার্কুলার ইমেজ 2023 (০১)

    TI Job Circular 2023 as a JPEG Image. So If you want to save the Picture then tap/drag the photo and save it to your device. BSTI job circular Photo has been given below. It is a HD image. So, allow your browser some seconds to load the photo properly.

    BSTI CIRCULAR 2023 08 03 1

    BSTI CIRCULAR 2023 08 03 2

    BSTI CIRCULAR 2023 08 03 3

    Source: Bangladesh Pratidin, 06 August 2023

    Application Deadline: 05 September 2023

    শিল্প মন্ত্রনালয়ের অধীনে অনলাইনে আবেদন পক্রিয়াঃ

    • পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক চাকরি প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন ফর্ম ও জমা দিতে হবে।
    • আবেদনের সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত ব্যক্তিরা অনলাইনে সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন।
    • প্রার্থীর সাম্প্রতিক সময়ে তোলা ছবির সাইজ ৩০০x৩০০ পিক্সেল ও  স্বাক্ষর ৩০x৮০ পিক্সেল আপলোড করবেন।
    • ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষর সর্বোচ্চ ৬০ কেবি হতে হবে।
    • সফল্ভাবে আবনেদন পূরণ হলে তার একটি ফাইনাল প্রিন্ট করে নিজ দায়িত্বে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

    শিল্প মন্ত্রনালয়ের অধীনে ডাকযোগে আবেদন পক্রিয়াঃ 

    • পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক চাকরি প্রার্থী  উপরের উল্লেখিত ওয়েবসাইটে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে।
    • আবেদনের সময়সীমার মধ্যে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

    কিছু শর্তাবলিঃ 

    • নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিতআবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিয়মাবলী অবশ্যই অনুসরণ করতে হবে।
    • বয়সসীমা ৩০ বছর হতে হবে তবে, মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের বয়সীমা ৩২ বছর।
    • আপনার প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। ( সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত চাকরি প্রার্থী)
    • নিয়োগের ক্ষেত্রে বিধি-বিধানে কোনাে সংশােধন হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। সেটা সকল চাকরি প্রার্থিকে মানতে হবে।
    • লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
    • ভাইভার সময় সকল সার্টিফিকেটের মূল কপি প্রদর্শন করতে হবে।
    • পূরণকৃত আবেদন ফর্মের সাথে সকল সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
    • এছাড়া, জেলার স্থায়ী নাগরিক প্রমানে  ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে
    • পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। স

     

    শিল্প মন্ত্রণালয় মন্ত্রীর নাম কি? 

    শিল্প মন্ত্রণালয় মন্ত্রী হলেন এমপি নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। অফিসের ফোন নাম্বারঃ ০২-২২৩৩৮৩৫৪৫, ইমেইল এড্রেসঃ industry@moind.gov.bd

    শিল্প মন্ত্রণালয়ের অধীন সংস্থা কয়টি ও তাদের নামঃ  Ministry of Industry এর সংস্থা ০৪ টি।

    1.  বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ সংস্থা (বিসিআইসি BCIC)
    2. বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা (বিএসএফআইসি BSFIC)
    3. বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল সংস্থা (বিএসইসি BSEC)
    4. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক BSCIC)
    5. সিরোটসি ট্রাস্ট SERWTCI TRUST

    শিল্প মন্ত্রণালয়ের অধীন দপ্তর কয়টি ও তাদের নামঃ Ministry of Industry এর দপ্তর ০৭ টি।  

    1. বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই BSTI)
    2. বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম BIM)
    3. বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক-BITAC)
    4. ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও-NPO)
    5. পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর(ডিপিডিটি-DPDT)
    6. প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় Office of The Chief Inspector of Boilers
    7. ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই-SMEF)

    শিল্প মন্ত্রণালয়ের অধীন বোর্ড/অনুবিভাগ কয়টি ও তাদের নামঃ  Ministry of Industry এরবোর্ড/অনুবিভাগ ০৬ টি।  

    1. গবেষণা ও উন্নয়ন অনুবিভাগ
    2. প্রশাসন ও সমন্বয় অনুবিভাগ
    3. স্বশাসিত সংস্থা অনুবিভাগ
    4. অডিট ও অধিদপ্তর অনুবিভাগ
    5. বিরাষ্ট্রীয়করণ আইন, নীতি ও আন্তর্জাতিক সহযোগিতা অনূবিভাগ
    6. পরিকল্পনা অনুবিভাগ

    🔎 শিক্ষা,চাকরি,লাইফ স্টাইল টিপস সহ সকল খবর সবার আগে জানতেঃ 

    👉KFPlanet ফেসবুক পেজ লাইক দিন   📰 Gᴏᴏɢʟᴇ Nᴇᴡs ফলো করুন  ➣Telegram Channel ফলো করুন ➣ Youtube Channel সাবস্ক্রাইব করুন। ➣ সার্কুলার ডাউনলোড করতে KF-Mobile APP ইন্সটল করুন।

    1 thought on “শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ (১২ ধরনের ৫৯ পদের সার্কুলার)”

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com