Skip to content

শ্রম আদালত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (সকল জেলা)

    শ্রম আদালত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে।  তৃতীয় শ্রম আদালত, ঢাকাতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত ০১(এক) টি শূন্য পদ পূরণের নিমিত্তে বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাইতেছে।এ ছাড়াও আমরা সকল  সরকারি বেসরকারি চাকরির খবর প্রকাশ করে থাকি সবার আগে। সরকারি চাকরি প্রার্থীর জন্য চলমান সব নিয়োগ বিজ্ঞপ্তি কেএফ প্ল্যানেট সবার আগে পেয়ে পাবেন।  শ্রম আদালত জব সার্কুলার দেখে আবেদন করুন ও নিয়োগ পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিন।

    পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করে এখনই আবেদন করুন

    সার্কুলারের সুত্রজাতীয় দৈনিক পত্রিকা
    জব টাইপবেসরকারি   চাকরি 
    পোস্টিংবাংলাদেশের যেকোন জেলায়
    বেতন স্কেল  ২০ গ্রেড
    কত ক্যাটাগরি ০১ টি
    পদ সংখ্যা ০১ টি পদে 
    পড়াশোনার যোগ্যতা উচ্চ মাধ্যমিক
    বয়স ১৮-৩২ বছর
    আবেদন শুরু১৫ সেপ্টেম্বর ২০২৩
    আবেদনের শেষসীমা১৫ অক্টোবর ২০২৩২  
      অফিসিয়াল সাইট http://lat.portal.gov.bd/

    শ্রম আদালত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

    শ্রম আদালত চাকরি বিজ্ঞপ্তি এর আবেদনের শর্ত,আবেদন পূরণের নিয়মাবলী নিচে দেয়া হবে। অফলাইনে আবেদন করতে পারেবেন ০৯ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত।

    ১।পদের নামঃ অফিস সহায়ক

    পদের সংখ্যাঃ ০১

    শিক্ষাগত যোগ্যতাঃ  কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ন।

    বেতনঃ ৮,২৫০-২০,০১০ টাকা

    কে এফ প্ল্যানেট ফেসবুক পাতা

    আবেদনের নিয়ম ও শর্তঃ

    ১। নিম্নস্বাক্ষরকারী চেয়ারম্যান, তৃতীয় শ্রম আদালত, ঢাকাকে সম্বোঃ প্রার্থীর স্বাক্ষরযুক্ত কম্পিউটার কম্পোজকৃত জীবন বৃততান্তসহ আবেদনপত্র চেয়ারম্যান, তৃতীয় শ্রম আদালত, শ্রম ভবন, ৬ষ্ঠ তলা, ৪নং রাজউক এভিনিউ, ঢাকা-_ ১০০০ বরাবরে আগামী ২৫/০৯/২০২৩ ইং তারিখ অপরাহ্ন ৩.০০ ঘটিকা বা অফিস চলাকালীন সময়ের মধ্যে কুরিয়ার সার্ভিস/ডাকযোগে
    পৌছাইতে হইবে । উক্ত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হইবে না।

    ২। আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতা] স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, বয়স,ধর্ম ও জাতীয়তা, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে) ইত্যাদি উল্লেখ থাকিতে হইবে।

    ৩। আবেদনপত্রের সাথে নিশ্ললিখিত কাগজপত্রাদি সংযুক্ত করিতে হইবেঃ
    ক) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবী নম্বলিত সীলমোহর) কর্তৃক সত্যায়িত সাম্প্রতিক তোলা ০২(দুই) পাসপোর্ট সাইজের ছবি।

    খ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবী সম্বলিত সীলমোহর) কর্তৃক সত্যারিত সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের কপি।

    গ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন প্রদত্ত কর্তৃক নাগরিকত্ব সনদের কপি ।

    ঘ)  প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবী সঘলিত সীলমোহর) কর্তৃক প্দ্ত চারিতিক মনদ।

    ঙ) মুক্তিযোদ্ধাদের সন্তানগণকে আবেদনের সহিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযারী মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত কপি।

    চ) আবেদনপত্রের সহিত পৃথক খামে স্পষ্ট অক্ষরে লিখিত আবেদনকারীর নামসহ বর্তমান ঠিকানা সম্বলিত ১০-৫১৪-৫ ইঞ্চি খামের ওপরে ১০.০০ (দেশ) টাকা মূল্যমানের ডাক টিকেট সংযুক্ত করিয়া দিতে হইবে ।

    ০৩। ০১/০১/২০২৩ ইং তারিখে আবেদনকারীর বয়সসীমা ১৮-৩০ বৎসরের মধ্যে হইতে হইবে । তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাদের ক্ষেত্রে বয়সের উধ্বসীমা ৩২(বত্রিশ) বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নহে।

    ০৪। সরকারি, আধা-সরকারি ও স্থায়তৃশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করিতে হইবে।

    ০৫। লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য কোন রকম ভ্রমণ বা দৈনিক ভাতা/টিএ/ডিএ প্রদান করা হইবে না ।

    ০৬। উপযুক্ত প্রার্থীকে বাছাই কমিটি কর্তৃক নির্ধারিত লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করিতে হইবে। বাছাইকৃত প্রার্থীকে পরীক্ষার তারিখ, সময় ও স্থান ইন্টারভিউ কার্ডের মাধ্যমে ও মোবাইল এসএমএসের মাধ্যমে জানানো হইবে । কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় ডাকা হইবে।

    ০৭। মৌখিক পরীক্ষার সময়ে প্রার্থীদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদপত্রের মূল কপি প্রদর্শন করিতে হইবে।

    ০৮। বাছাইকৃত প্রার্থীদের নিয়োগের পূর্বে স্বাস্থ্যগত যোগ্যতা সম্পর্কে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত ফিটনেস সার্টিফিকেট দাখিল করিতে হইবে।

    ০৯। ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলিয়া গণ্য হইবে। এছাড়াও কোন তথ্য গোপন করিয়া বা ভুল তথ্য প্রদান করিয়া আবেদন দাখিল করিলে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হইলে সংশিষ্ট প্রার্থীর আবেদনপত্র/নিয়োগাদেশ্‌ বাতিলসহ তাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।

    ১০। নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারীকৃত বিধি-বিধান অনুসরণ করা হইবে।

    ১১। খামের ওপর প্রার্থীর পদের নাম, জেলার নাম ও কোটা (যদি থাকে) উল্লেখ করিতে হইবে ।

    ১২। কর্তৃপক্ষ প্রয়োজনবোধে যে কোন সময় এ নিয়োগ কার্যক্রম স্থগিত/বাতিলের অধিকার সংরক্ষণ করে ।

    ১৩। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।

     

    শ্রম আদালত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

    কিওয়ার্ডঃ 

    শ্রম আদালত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩,শ্রম আদালত চাকরি বিজ্ঞপ্তি ২০২৩,শ্রম আদালত জব সার্কুলার,

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com